টুকরো খবর |
মহিলা তৃণমূলের সম্মেলন গড়বেতায়
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পঞ্চায়েত নির্বাচনের আগে দলের মহিলা সংগঠনকে শক্তিশালী করতে সম্মেলন করবে তৃণমূল। কাল, বৃহস্পতিবার সম্মেলন হবে গড়বেতায়। মঙ্গলবার গড়বেতায় প্রস্তুতি বৈঠকও হয়। জেলা তৃণমৃলের কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ বলেন, “সিপিএমের সন্ত্রাসে গত পঞ্চায়েত নির্বাচনে গড়বেতায় বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। সরকার পরিবর্তনের পর সর্বত্রই গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। গড়বেতাবাসীকে সেই বার্তা দিতেই ওখানে সম্মেলন হবে।” পঞ্চায়েতে এ বার মহিলাদের জন্য পঞ্চাশ শতাংশ আসন সংরক্ষিত। পশ্চিম মেদিনীপুর জেলা সভাধিপতির পদটিও মহিলা সংরক্ষিত। এই পরিস্থিতিতে ব্লক স্তরে এমন সম্মেলন করেছে তৃণমূল। এ বার প্রতিটি সংসদ থেকে সংগঠনের মহিলা কর্মীদের জেলা স্তরে সম্মেলন হবে। গড়বেতা স্টেডিয়ামে ওই সম্মেলনে থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়, স্মিতা বক্সী। গত পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের বেশিরভাগ জায়গাতেই বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। ফলে জেলার ২৯০টি গ্রাম পঞ্চায়েত, ২৯টি পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ, হাতে গোনা কয়েকটি বাদ দিয়ে সবই সিপিএমের দখলে। এই সমীকরণটা বদলে ফেলতে মরিয়া তৃণমূল। সেই সূত্রেই বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে মহিলা সংগঠনের উপর। কারণ, এ বার পঞ্চায়েত নির্বাচনে সংরক্ষণের সুবাদে মহিলাদের বাড়তি গুরুত্ব রয়েছে। সেই লক্ষ্যেই গড়বেতায় সম্মেলনের আয়োজন।
|
নাবালিকা বিয়ে রুখল প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পুলিশ- প্রশাসনের উদ্যোগে এক নাবালিকার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল তার পরিবার। পরিবারের তরফ থেকে লিখিত ভাবে জানানো হয়েছে, মেয়ে প্রাপ্ত বয়স্ক না- হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না। ঘটনাটি খড়্গপুর- ১ নম্বর ব্লকের অন্তর্গত বড়কোলা গ্রাম পঞ্চায়েত এলাকার খাসতালুক গ্রামের। এই গ্রামের এক কিশোরীর বিয়ের কথা পাকা করে ফেলেছিল তার পরিবার। কিশোরী অবশ্য অরাজি ছিল। সে নবম শ্রেণীর ছাত্রী। বিষয়টি জানতে পেরে তৎপর হয় পুলিশ- প্রশাসন। খড়্গপুরের মহকুমাশাসক আর বিমলা প্রয়োজনীয় নির্দেশ দেন বিডিওকে। বিডিওর নির্দেশে পুলিশকে সঙ্গে নিয়ে মঙ্গলবার গ্রামে পৌঁছন জয়েন্ট বিডিও। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। জানান, এ ভাবে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ে দেওয়া ঠিক নয়। সদস্যরা জানান, আর্থ- সামাজিক পরিস্থিতির প্রেক্ষিতে তাঁরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন। পরে মেয়ের বয়স ১৮ না- হলে তার বিয়ে দেওয়া হবে না বলে লিখিত প্রতিশ্রুতিও দেন।
|
ক্রিকেট টুর্নামেন্ট
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শহরের পালবাড়ি ইয়ুথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট। ২৪টি ওয়ার্ডের দল এতে যোগ দিয়েছে। সোমবার টুর্নামেন্টের উদ্বোধন হয়। চলবে কাল, বৃহস্পতিবার পর্যন্ত। কালই হবে ফাইনাল ম্যাচ। টুর্নামেন্ট ঘিরে এলাকায় সাড়া পড়েছে।
|
ইউনিট সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এসএফআইয়ের খড়্গপুর কলেজ ইউনিটের সম্মেলন হল মঙ্গলবার। রেলশহরের এবিটিএ হলে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সৌগত পণ্ডা, খড়্গপুর শহর জোনাল সম্পাদক রাজীব মণ্ডল প্রমুখ। ইউনিট সম্পাদক হয়েছেন মৃন্ময় হাইত এবং সভাপতি হয়েছেন সপ্তর্ষি পাল।
|
|