দুই মেদিনীপুরের প্রাপ্তি |
• খড়্গপুর-ছাতারপুর নতুন লাইনের কাজ শেষ হবে চলতি অর্থবর্ষে
• চলতি অর্থবর্ষে ডবল লাইনের কাজ শেষ হবে মাদপুর-জকপুর, খড়্গপুর-গোপালপুর, মহিষাদল-বরদা
• ২০১৩-১৪ অর্থবর্ষে ডবল লাইন হবে তমলুক-মহিষাদল |
আগে ঘোষিত, এ বার নেই |
• ভাদুতলা- ঝাড়গ্রাম, ভায়া লালগড় রেল
• পাঁশকুড়া-চন্দ্রকোনা রোড, ভায়া ঘাটাল রেল
•
ঝাড়গ্রাম-পুরুলিয়া রেললাইন
• এগরা-বেলদা রেললাইন
• খড়্গপুরে রেল সুরক্ষা কেন্দ্র
• খড়্গপুরে লোকো পাইলট ট্রেনিং সেন্টার |
কাজ চলছে, বাজেটে নেই |
• হলদিয়ায় ডিএমইউ কোচ কারখানা
• বাজকুল-নন্দীগ্রাম রেললাইন
• দিঘায় মাল্টিফাংশনল মার্কেট কমপ্লেক্স
• পাঁশকুড়া-হলদিয়া দ্বিতীয় রেলপথ
• পাঁশকুড়া-খড়্গপুর তৃতীয় লাইন |
কাজ শুরু হয়নি, বাজেটেও নেই |
• নন্দীগ্রামের জেলিংহামে রেলের যন্ত্রাংশ তৈরির কারখানা
• নন্দীগ্রাম থেকে কেন্দেমারি হয়ে খেজুরির মসনদ-ই-আলা পর্যন্ত রেললাইন সম্প্রসারণ
• মেচেদায় পান, ফুল সংরক্ষণে হিমঘর |
এই রেল বাজেটের বিরোধিতা করছি। বাংলার যে সব রেল
প্রকল্প ছিল, তার বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। জেলার অনেক
প্রকল্পের প্রস্তাব থাকলেও উচ্চবাচ্য দেখলাম না।
আশুতোষ সামন্ত, সভাপতি, হাওড়া-জকপুর
প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন |
জেলার জন্য প্রকল্প থাকলে ভাল হত। নতুন ট্রেন
প্রয়োজন ছিল। ভাড়া অল্প বাড়ুক। তবে যাত্রী স্বাচ্ছন্দ্য
এবং সুরক্ষায় আরও গুরুত্ব দিতে হবে।
হিমাংশু পাল, সম্পাদক, অ্যাসোসিয়েশন ফর
মেদিনীপুর-হাওড়া ডেইলি প্যাসেঞ্জারস |