তথ্যপ্রযুক্তির বিশেষ প্রশিক্ষণ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তথ্য প্রযুক্তির বিশেষ প্রশিক্ষণ ‘সক্ষম’ শুরু হল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার এর উদ্বোধন করেন উপাচার্য রঞ্জন চক্রবর্তী। এই বিশ্ববিদ্যালয় দিয়েই এ রাজ্যে সূচনা হল এই কর্মসূচির।
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যাতে পড়ানোর ক্ষেত্রে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারেন, সেই লক্ষ্যে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ‘ন্যাশনাল মিশন অফ এডুকেশন থ্রু ইনফরমেশন কমিউনিকেশনস টেকনোলজি’ কার্যক্রম নিয়েছে। সেই সূত্রেই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ও বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থা ‘মাইক্রোসফট’ যৌথ উদ্যোগে প্রশিক্ষণের বন্দোবস্ত করেছে। মাইক্রোসফটের পেশাদাররাই শিক্ষকদের হাতেকলমে শেখাবেন। দেশের মোট ২০,০০০ শিক্ষা প্রতিষ্ঠানের এক লক্ষ শিক্ষককে এই প্রশিক্ষণ দেওয়া হবে। |
|
শুরু হল প্রশিক্ষণ।—নিজস্ব চিত্র। |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ১০ দিন ব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধনে এসেছিলেন মাইক্রোসফট ইন্ডিয়ার প্রোগ্রাম ম্যানেজার শিবানী সহায়, ট্রেনিং ম্যানেজার কৌশিক বিশ্বাস। কৌশিকবাবু বলেন, “ইতিমধ্যে ২৩টি বিশ্ববিদ্যালয়ে ছশো শিক্ষক প্রশিক্ষণ নিয়ে উপকৃত হয়েছেন। এর মাধ্যমে শিক্ষাদানে উন্নত প্রযুক্তি ব্যবহারের কৌশল শেখা যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ‘নলেজ নেটওর্য়াক’ও গড়ে তোলা যাবে। শিক্ষকরা পরস্পর নানা তথ্য আদানপ্রদান করতে পারবেন। সেই তথ্যের ডিজিটাল ভাণ্ডারও গড়ে উঠবে।” এর ফলে শিক্ষকেরা বিশেষ উপকৃত হবেন বলে আশা প্রকাশ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী। |
|