স্ত্রীকে খুন করার দায়ে সনাতন সাঁতরা নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিল উলুবেড়িয়া ফাস্ট ট্র্যাক আদালত (১)। ২০১১ সালের ২১ মার্চ শ্যামপুরের দুর্গাপুর গ্রামের বাসিন্দা সনাতন তার স্ত্রী মিনতীকে গলায় দড়ির ফাঁস লাগিয়ে খুন করে।
পৃথক একটি মামলায় বধূকে আত্মহত্যায় প্ররোচনার দায়ে স্বামী ও শাশুড়িকে সাজা দিয়েছে উলুবেড়িয়া ফাস্ট ট্রাক (২) আদালত। অজিত দাসের ১০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। শাশুড়ি কর্পূরী দাসের সাজা, তিন বছর সশ্রম কারাদণ্ড। অজিতের স্ত্রী সন্ধ্যা ২০০৫ সালের ২৭ অক্টোবর বিষ খেয়ে আত্মঘাতী হন।
|
পুকুর সংস্কারের কাজ করতে গিয়ে উদ্ধার হল কামান। মঙ্গলবার সকালে আরামবাগের বাতানল পঞ্চায়েত এলাকার শেখপুরের ঘটনা। পুলিশ জানায়, ৯টি মিনি কামান উদ্ধার হয়েছে। তৃণমূলের দাবি, এই ঘটনায় জড়িত সিপিএম। অভিযোগ হয় থানায়। অভিযোগ অবশ্য অস্বীকার করেছে সিপিএম। |