রাস্তা পাকা করার দাবিতে অবরোধ করে বিক্ষোভ দেখালো বাসিন্দারা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বালির পশ্চিম শান্তিনগরে। দিনের ব্যস্ত সময়ে রাস্তা অবরোধ করে বাসিন্দাদের এই বিক্ষোভে ভোগান্তিতে পড়েন মাধ্যমিক পরীক্ষার্থী থেকে সাধারণ মানুষ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়।
পুলিশ সূত্রের খবর, বালি সাঁপুইপাড়া-বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শান্তিনগর এলাকার একটি ছোট রাস্তায় এ দিন সকাল ১০টা নাগাদ মোরামের কাজ শুরু হয়েছিল। অভিযোগ স্থানীয় বেশ কয়েক জন বাসিন্দা সেই কাজে বাধা দেন। পরে তাঁরা কুমিল্লাপাড়া মোড়ে মেন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এই অবরোধ। বেলুড় স্টেশন থেকে ৬ নম্বর জাতীয় সড়কে যাওয়ার জন্য এই রাস্তাটিই একমাত্র ভরসা। ফলে অটো, সাইকেল, রিকশা-সহ অন্যান্য যানবাহন সবই আটকে পড়ে। এ দিন মাধ্যমিক পরীক্ষার পুরনো সিলেবাসের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতে যাওয়া কিছু পরীক্ষার্থীও বিপাকে পড়েন। তাঁদের যাওয়ার জন্য অবশ্য পুলিশ রাস্তা করে দেয়। পাশাপাশি অফিস টাইম হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন অফিস যাত্রীরাও।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালি থানার পুলিশ ও স্থানীয় পঞ্চায়েত প্রধান তুষার ভট্টাচার্য। তিনি বলেন, “রাস্তা মোরামের জন্য মাত্র ৬০ হাজার টাকা বরাদ্দ হয়েছে। তা দিয়ে রাস্তা পাকা করা সম্ভব নয়।” পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফে আলোচনার আশ্বাস পেয়ে পরে সরে যান বিক্ষোভকারীরা।
স্থানীয় বিধায়ক তৃণমূলের রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “রাস্তাটি খারাপ ঠিকই। তা বলে পরীক্ষার্থী ও মানুষের অসুবিধা করে রাস্তা অবরোধ করা ঠিক নয়। তাই খবর পেয়েই পুলিশকে ব্যবস্থা নিতে বলি।” |