গত কয়েক দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় ১০০ দিনের কাজের প্রকল্পে জন্য নির্দিষ্ট করা ইন্টারনেট পরিষেবা কাজ করছে না। তার ফলে এই প্রকল্পের খুঁটিনাটি হিসাব অনলাইনে নথিভূক্ত করার কাজটি ব্যাহত হচ্ছে। ফাঁপরে পড়েছে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলি। সমস্যা দ্রুত মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
এই প্রকল্পের প্রতিটি খুঁটিনাটি বিষয় গ্রাম পঞ্চায়েতেগুলিকে অনলাইনে নথিভূক্ত করাতে হয়। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক অনলাইনে দেওয়া হিসাবের ভিত্তিতেই পঞ্চাতয়েতগুলির মূল্যায়ণ করে থাকে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ণ দফতরের পক্ষে দেশ জুড়ে এই ইন্টারনেট পরিষেবার বিষয়টি তত্ত্বাবধান করে দিল্লির এনআইসি (ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার)। একটি বিশেষ পোর্টালের মাধ্যমে অনলাইনে হিসাব নথিভূক্ত করার করার কাজটি করে পঞ্চায়েতগুলি। রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর সূত্রের খবর, এই পোর্টালটির কিছু অংশ বিগড়ে যাওয়ার ফলেই অনলাইনে হিসাব নথিভূক্ত করার কাজটি ব্যহত হচ্ছে।
সমস্যা হচ্ছে মূলত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হুগলি জেলায়। এই তিনটি জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানেরা ব্লক প্রশাসনের কাছে নিয়মিত অভিযোগ জানাচ্ছেন। প্রতিদিন কত জন শ্রমিক কাজ করছেন, কতটা কাজ হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে এ সবই অনলাইনে নথিভূক্ত করার কথা। কিন্তু তিনটি জেলায় সেই কাজ করা যাচ্ছে না।
প্রধানদের আশঙ্কা, প্রতিদিনের হিসাব অনলাইনে নথিভূক্ত করতে না পারলে ভবিষ্যতে যদি কোনও অনিয়ম দেখা দেয় তার দায় তাঁদের উপরে বর্তাবে। হুগলির চণ্ডীতলা ১ ব্লকের শিয়াখালা পঞ্চায়েতের প্রধান সুরজিৎ মালিক বলেন, “গত কয়েক দিন ধরে ১০০ দিনের প্রকল্পে অনলাইন নথিভুক্তিকরণের কাজ বন্ধ হয়ে গিয়েছে। ফের এই ব্যবস্থা চালু হলেও কয়েক দিনের পুরনো হিসাব কী ভাবে নথিভুক্ত করা যাবে বুঝতে পারছি না।” একই বক্তব্য অন্যান্য গ্রাম পঞ্চায়েতের প্রধানদের।
প্রকল্পের রাজ্য কমিশনার দিব্যেন্দু সরকার বলেন, “সমস্যার কথা জানি। দিল্লিতে এনআইসি-র সদর দফতরের কর্তাদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা মেরামতির কাজে হাত দিয়েছেন। সমস্যা দ্রুত মিটে যাবে বলে আশা করছি।” |