কালনায় পুড়ল পাঁচটি বাড়ি
নিজস্ব সংবাদদাতা • কালনা |
চলছে উদ্ধার কাজ।—নিজস্ব চিত্র। |
রান্না করার সময় ভস্মীভূত হয়ে গেল বেশ কয়েকটি বাড়ি। মঙ্গলবার কালনা ১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত হাটকালনা পঞ্চায়েতের নিউ মধুবন এলাকার ঘটনা। এই অঞ্চলের বেশির ভাগ বাড়িই বেড়া ও টিনের তৈরি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সবাই জমিতে কাজে ব্যস্ত ছিলেন। আচমকাই রাধেশ্যাম নন্দীর বাড়ির রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের স্বপন মাঝি, সুব্রত হাজরার বাড়ি-সহ আরও চারটি বাড়িতে আগুন লেগে যায়। দু কিলোমিটার দূরে দমকলের কালনা শাখার কার্যালয় থাকলেও দমকল আসতে প্রায় ঘণ্টা খানেক লাগে। ততক্ষণে বেশির ভাগ জিনিসই পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দা সঞ্জয় রায়ের বাড়ি ভেঙে দেওয়া হয় যাতে আগুন তাঁর বাড়িতে না ছড়িয়ে পড়তে পারে। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের কালনা শাখার আধিকারিক অমরেশ রায় জানান, অম্বিকা কালনা স্টেশনের পাশে নিউ মধুবন এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি। চেষ্টা করেও দমকলের গাড়ি ঢোকানো যায়নি। কাছাকাছি জলের কোনও ব্যবস্থা ছিল না। পিছনের একটি মাঠ দিয়ে দমকলের গাড়ি ঢোকানো হয়। ফলে গাড়ি পৌঁছতে দেরি হয়েছে। ঘটনাস্থলে যান কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি চাল। তিনি বলেন, “মর্মান্তিক ঘটনা। ক্ষতিগ্রস্তদের শাড়ি, লুঙ্গি এবং ছেলেমেয়েদের জামাকাপড়, কম্বল দেওয়া হয়েছে। তাদের জন্য ২ কুইন্টাল চাল এবং রান্নার বাসন বরাদ্দ করা হবে।”
|
পালশিটে কারখানায় ডাকাতিতে ধৃত তিন
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পালশিটের নির্মিয়মান কাগজকলে ডাকাতির ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসডিপিও সদর অম্লানকুসুম ঘোষের নেতৃত্বে কলকাতার মানিকতলার লোহাপট্টিতে অভিযান চালানো হয়। সেখান থেকেই মণিলাল যাদব নামে এক ব্যক্তিকে ধরা হয়। জেরায় জানা যায়, মণিলাল ওই কাগজকল থেকে লুঠ করা মালপত্র মানিকতলার জনৈক রাধেশ্যাম যাদবকে বিক্রি করেছেন। গুদামে হানা দিয়ে পুলিশ ২০টি লোহার চ্যালেন, চারটি ইন্ডাষ্ট্রিয়াল মোটর, একটি অক্সিজেন সিলিন্ডার, তামার তার, পাইপ ও অ্যালুমিনিয়ামের কেবল উদ্ধার করে। আটক করা হয় ডাকাতিতে ব্যবহৃত ট্রাকটিও। ঘটনায় জড়িত সন্দেহে রাজময় ও সুভাষ যাদব নামেও দু’জনকে গ্রেফতার করা হয়। তবে মূল পাণ্ডা যোগিন্দর যাদব ও গুদামের মালিক পলাতক। ধৃত তিনজনকে এ দিন সিজেএম আদালতে তোলে মেমারি থানার পুলিশ। আদালত সুভাষ ও মণিলাল যাদবকে চার দিনের জেল হেফাজত ও রাজময়কে সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। ওই কাগজকলের মালিক মিহির হাজরা বলেন,“ পুলিশের কাজে আমি খুশি। কাগজকলে আচমকা ডাকাতি হবার পরে আমাকে অনেকেই সন্দেহের চোখে দেখছিল, যেন আমি বিমার টাকা পেতেই ডাকাতি করিয়েছি। সত্যিই যে ডাকাতি হয়েছিল, তা প্রমানিত হয়েছে।”
|
কালনার স্কুলে অনুষ্ঠান
নিজস্ব সংবাদাতা • কালনা |
সম্প্রতি শিশুমিত্র পুরস্কার ও নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছিল কালনা ১ ব্লকের বৃদ্ধপাড়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। সেই উপলক্ষে মঙ্গলবার স্কুলেই এক অনুষ্ঠান আয়োজন করা হল। প্রধান শিক্ষক তারকনাথ চট্টোপাধ্যায় জানান, ১১ নভেম্বর শিশুমিত্র পুরস্কার ও ১৮ ডিসেম্বর নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছে বিদ্যালয়। তাঁর দাবি, পরিচ্ছন্নতা ও সাংগঠনিক পরিবেশ ভাল থাকায় রাজ্য এবং জেলা স্তরের এই দুই পুরস্কার মিলেছে। মঙ্গলবার অনুষ্ঠানে ছিলেন স্বপন দেবনাথ, শান্তি চাল, কালনা উত্তর চক্রের স্কুল পরিদর্শক স্বরূপ চট্টোপাধ্যায়। |