পড়ার বইপত্র না পাওয়ায় বিক্ষোভ দেখালেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা পাঠ্যক্রমের ইতিহাস ও দর্শনের এমএ পার্ট-১-এর ছাত্রছাত্রীরা। পড়ুয়াদের হাতে ওই বিভাগের এক কর্মী প্রহৃত হয়েছেন বলেও বিশ্ববিদ্যালয় সূত্রে দাবি করা হয়েছে। পরে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রনে আনে। বিকেল তিনটে নাগাদ ওই স্টাডি মেটেরিয়ালস দেওয়া শুরু হয়।
ওই ছাত্রছাত্রীদের অভিযোগ, পরপর কয়েকদিন ধরেই তাঁদের স্টাডি মেটেরিয়ালসের জন্য ঘোরানো হচ্ছিল। শেষে বলা হয় শনিবার দেওয়া হবে। শনিবার এসে তাঁরা জানতে পারেন, সোমবার দেওয়া হবে। সোমবারও পৌনে ১২টা নাগাদ তাঁরা জানতে পারেন দুপুর ২টোর আগে দেওয়া সম্ভব হবে না। এতেই ধৈর্য্য হারিয়ে ছাত্রছাত্রীদের একাংশ দফতরের কর্মী জীবন দে-র উপর চড়াও হন। তাঁকে মারধর করা শুরু হতেই তৃণমূল কর্মচারী ইউনিয়ানের নেতা অংশুমান গোস্বামী দলবল নিয়ে ওই দফতরে ঢুকে ছাত্রছাত্রীদের উপর হম্বতম্বি শুরু করেন। অনেকের আই কার্ড পর্যন্ত কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ।
এই ঘটনায় পরস্পরকে দোষারোপ করেছেন দূরশিক্ষা পাঠ্যক্রমের আধিকারিকেরা। কেউ কেউ বলেছেন, যাঁদের উপর স্টাডি মেটেরিয়ালস বিলির দায়িত্ব ছিল তাঁরা দায়িত্ব পালন না করায় এই বিপত্তি। অন্যদের কথায়, কলকাতা থেকে ছেপে ওই মেটিরিয়ালস আসতেই যথেষ্ট দেরি হয়েছে।
দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টার যাদবকুমার রায় বলেন, “ছাত্রছাত্রীদের অনেকে ক্লাস না করে স্টাডি মেটেরিয়ালসের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েন। ফলেই বিশৃঙ্খলা দেখা দেয়।” অন্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টার নবকুমার ঘোষ অবশ্য বলেন, “সময়ে আমরাই ওঁদের স্টাডি মেটেরিয়ালস দিতে পারিনি।”
ঘটনায় জলপাইগুড়ি, কোচবিহারের মত জায়গা থেকে আসা ছাত্রছাত্রীরা বিপাকে পড়েন। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয় সময়ে স্টাডি মেটেরিয়াল না দিতে পারার জন্য তাঁদের বর্ধমানে বারবার আসতে হয়েছে। |