পরের বছর বিয়ে করব

মাধবীলতা অমৃতা মিত্রকে অনেকেই বলেন এই মুহূর্তে কলকাতার একমাত্র সুপারমডেল...

ধন্যবাদ। শুনে ভাল লাগল।

সুপারমডেল হয়েও আপনার বিষয়ে লোকে কিন্তু কিছুই জানে না।
কেউ কোনও দিন কিছু জানতে চায়নি।

আপনি থাকেন কোথায়?
আমি কলকাতার মেয়ে। ভবানীপুরে থাকি। পড়াশুনো করেছি স্যার রমেশ মিত্র ইনস্টিটিউশন থেকে। তার পর রবীন্দ্রভারতী থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর পাশ করেছি। আমি মনেপ্রাণে একেবারে বাঙালি। দিনের শেষে মা-দিদিমার হাতের রান্না খাই।

কলকাতা থেকে আপনার পরে আর সেই রকম মডেল আসছে না কেন?
তা তো আমি নিজেও বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, কলকাতার মডেলিং জগৎকে যদি বাঁচাতে হয়, তা হলে আরও টাকা-পয়সার দরকার। এখানে প্রথম মিটিং থেকে শুধু টাকা কমানোর কথা হয়। টাকা কমালে অন্তত ভাল মডেল কী ভাল শো করা যায় না।

আজকে পনেরো বছরের যে মেয়ে সুপারমডেল হতে চায়, তাকে আপনি কী টিপস দেবেন?
প্রথমেই বলব, কাজটাকে ভালবাসো। তার পর পড়াশুনো করো। আর অবশ্যই নিজের শক্তিটা কী সেই বিষয়ে স্পষ্ট ধারণা রেখো। কঠিন পরিশ্রম আর নিয়মানুবর্তিতার কথা না হয় নাই বললাম। ওই দু’টো ছাড়া তো কিছুই হয় না জীবনে।
মাধবীলতা অমৃতা মিত্র
আপনি কলকাতা ছেড়ে মুম্বই বা দিল্লি গেলেন না কেন? ওখানে তো ফ্যাশন জগৎ আরও বৃহৎ, আরও আকর্ষণীয়।
আমি ওখানে অনেক শো করেছি। কিন্তু আমি কলকাতা ছাড়তে চাই না। রাতের বাংলা সিরিয়ালটা মিস করা চলবে না। তাই কলকাতাতেই মডেলিং করতে চাই।

মডেলিং জগতে আপনার আদর্শ কে?
এক জনই আমার আদর্শ। নয়নিকা চট্টোপাধ্যায়। আমার তাঁকে ভাল লাগে কারণ, কাজ আর ব্যক্তিগত জীবনটা অসম্ভব ভাল ব্যালেন্স করতে পারেন উনি। আজকের টপ মডেল লক্ষ্মী রানা-র কথাই ধরুন। একদিন ও বলছিল স্বামীর সপোর্ট না পেলে ও এত বড় মডেল হতে পারত না। এই কথাটা যখন লক্ষ্মী বলে, ও কিন্তু সুপারমডেল নয়, এক জন সাধারণ মেয়ে। আমি এ রকমই থাকতে চাই।

আপনি কি সিঙ্গল?
না। পরের বছর বিয়ে করব।

বয়ফ্রেন্ড-এর নামটা বলবেন?
সেটা বিয়ের আগেই জানতে পারবেন। ও মডেলিং জগতের নয়। এবং আমার কাজের ব্যাপারে খুবই সাপোর্টিভ। বহু বছরের প্রেম আমাদের। সিনেমায় নামছেন না কেন?
কেউ ভাল কিছু অফার করলে নিশ্চয়ই করতে চাই বাংলা সিনেমা।

কেউ অফার করেননি?
কই, না তো।

অনেক নায়কের থেকে আপনি লম্বা। ফিল্মের অফার না পাওয়ার পিছনে সেটাই কি কারণ?
আমার মনে হয় না সেটা কোনও কারণ। এখন তো অনেক বাঙালি ছেলেই লম্বা (হাসি)।

মডেলিং-এর জগতে প্রায়ই শোনা যায় মডেলরা ড্রাগস নেন। এমনকী ফিল্মেও মডেলিং জগৎ বোঝাতে এই স্টিরিওটাইপটা দেখানো হয়...
হ্যাঁ, জানি। তবে বিশ্বাস করুন, আমি এ সবের মুখোমুখি হইনি। ও সবের মধ্যেও নেই। অনেকে এটাও বলেন, মডেল হতে গেলে নাকি সারাদিন ফ্যাশন টিভি দেখতে হবে। কিন্তু ফ্যাশন টিভিতে কী দেখায় বলুন? ইউরোপিয়ান কিছু ফ্যাশন শো ছাড়া আর কী আছে? সেই মডেলরা সবাই ‘জিরো সাইজ’। তাদের পোশাকের সঙ্গে আমাদের পোশাকের কোনও মিল নেই। সুপারমডেল হতে গেলে ফ্যাশন টিভি দেখতেই হবে, এটা একেবারে ভুল ধারণা।

কিন্তু সিগারেট, কফি, ড্রাগ ছাড়া কি মডেল হওয়া যায়?
হ্যাঁ, যায়। কে বলল কফি, সিগারেট আর ড্রাগ লাগে মডেল হতে? ও সব ছাড়াও মডেল হওয়া যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.