খেলাধুলায় ১০ লক্ষ
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
পঞ্চায়েত এলাকায় খেলাধূলার প্রসারে বাম আমলের বরাদ্দ ১০ লক্ষ খরচ করতে চলেছে দক্ষিণ দিনাজপুর যুব দফতর। এই প্রকল্পে একগুচ্ছ কর্মসূচী নেওয়া হয়েছে বলে জেলা যুব আধিকারিক কৌশিক সিংহ জানিয়েছেন। তিনি জানান, ২০০৯-১০ আর্থিক বছরে রাজ্য থেকে ওই টাকা জেলাকে দেওয়া হলেও উদ্যোগের অভাবে কোনও কাজ না হওয়ায় টাকা পড়ে ছিল। বালুরঘাট, গঙ্গারামপুর ও বংশীহারী ব্লকের ১৩টি গ্রামপঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত যুবক্রীড়া ও খেল অভিযানের মাধ্যমে ক্রীড়াচর্চা কেন্দ্র হবে। এর মাধ্যমে ফুটবল, ভলিবল, খোখো, কবাডিতে গ্রামের ছেলেমেয়েদের উৎসাহ দেওয়া হবে। এ ছাড়া বালুরঘাটের রঘুনাথপুর বিএম হাইস্কুলে শীঘ্রই ফুটবল কোচিং শিবির চালু হবে।
|
অতিথিশালায় ১০ লক্ষ
নিজস্ব সংবাদদাতা • তুফানগঞ্জ |
ভাওয়াইয়া শিল্পী নায়েব আলি টেপুর নামে অতিথিশালা করছে তুফানগঞ্জ ১ নম্বর পঞ্চায়েত সমিতি। সোমবার পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ এই কাজের সূচনা করেন। এ দিন ব্লক প্রশাসনের উদ্যোগে ২১৮ জন জমির পাট্টা পান ও ৬১ জন উপার্জনকারীর মৃত্যুজনিত অর্থ সাহায্য দেওয়া হয়।
|
সংগ্রাম সন্দেশ জাঠা
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
সংগ্রাম সন্দেশ জাঠা কোচবিহার এল। সোমবার সিপিএম পলিটব্যুরো সদস্য নিরুপম সেন বক্সিরহাটে জাঠা দলকে স্বাগত জানান। আজ, মঙ্গলবার ওই দলটি জলপাইগুড়ির রওনা হবে। |