নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
বাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা না-হওয়ায় আলিপুরদুয়ার শহরবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বাড়িতে জলের সংযোগের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়ে পুরবোর্ড দখল করে কংগ্রেস। কিন্তু পাঁচ বছর হতে চললেও প্রতিশ্রুতি রক্ষায় পুরকর্তারা উদ্যোগী হননি। জল দেওয়ার দাবিতে আন্দোলনের হুমকি দিয়েছে তৃণমূল। উদাসীনতার অভিযোগ অস্বীকার করে পুরসভার চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায় বলেন, “বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য ৪২ কোটি টাকার একটি প্রকল্প কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রক এবং রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। টাকা পাওয়া গেলে শহরের প্রায় ১৭ হাজার বাড়িতে জলের সংযোগ দেওয়ার কাজও শুরু হবে।”
শহরের ২০টি ওয়ার্ডে টাইম কল আছে। ওই সমস্ত কলের পাইপ লাইন থেকে বাড়িতে নতুন সংযোগ দেওয়ার কাজ করা হবে। পুরকর্তা বিধায়কের ওই বক্তব্য অবশ্য মানছেন না তৃণমূল নেতৃত্ব। দলের শহর কমিটির কার্যকরী সভাপতি মিহির দত্ত বলেন, “২০০৮ সালে পুরসভা নির্বাচনে কংগ্রেস যে সব প্রতিশ্রুতি দিয়েছিল তার একটিও রক্ষা করেনি। দ্রুত জল দেওয়ার ব্যবস্থা না হলে আন্দোলন হবে।”
নয়া সভাপতি। তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা সভাপতি হলেন অমিত সাহা। তৃণমূলের শিক্ষক সংগঠন তথা শিক্ষা সেলের নাম পরিবর্তন করে মাধ্যমিক শিক্ষক সমিতি হয়েছে। গত রবিবার কলকাতায় সংগঠনের কেন্দ্রীয় সভা হয়েছে। সেই সভা থেকেই সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে অমিতবাবুকে। |