খুনে যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
অবৈধ সম্পর্কের সন্দেহে অন্তঃসত্ত্বাকে মারধর করে খুন করার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিল রায়গঞ্জের ফাস্ট ট্র্যাক সেকেন্ড আদালত। সোমবার ওই আদালতের বিচারক অনির্বাণ দাস ওই রায় দেন। সাজাপ্রাপ্তের নাম নুরুল ইসলাম। তার কালিয়াগঞ্জ থানার দক্ষিণপাড়া এলাকায়। সরকারি আইনজীবী শেখর পাল বলেন, “খুন হওয়ার সময়ে নুরুলের স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। নুরুল দু’জনকে হত্যা করেছে বলে বিচারক রায়ে বলেন।” ২০০৪ সালে মঞ্জুরা বেগম (১৮) নামে এক তরুণীর সঙ্গে পেশায় ফেরিওয়ালা নুরুলের বিয়ে হয়। বিয়ের কয়েক মাসের মধ্যেই তিনি গর্ভবতী হয়ে পড়েন। অবৈধ সম্পর্কের জেরে মঞ্জুরা গভর্বতী হয়ে পড়েছে বলে সন্দেহ করে মৃতের উপর অত্যাচার শুরু হয়। ২০০৫ সালের ২১ মার্চ সাজাপ্রাপ্তের বাড়ি থেকে ওই বধূর দেহ উদ্ধার হয়। সাজাপ্রাপ্তের আইনজীবী জানান, এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাচ্ছেন।
|
পথবাতির দাবি
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
আলিপুরদুয়ার-২ ব্লকের শামুকতলা বাজারে পথবাতির দাবি তুলেছেন বাসিন্দারা। আন্দোলনের ডাক দিয়েছে স্থানীয় নাগরিক মঞ্চ ও ব্যবসায়ী সমিতি। বাসিন্দাদের অভিযোগ, পথবাতি না থাকায় সন্ধের পর থেকে বাজার এলাকা অন্ধকারে ডুবে থাকে। চুরি, ছিনতাই লেগেই থাকে। সমস্যা সমাধানের দাবিতে ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েত কর্তাদের কয়েক দফায় স্মারকলিপি দিয়ে কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা আন্দোলনের কথা ভাবছেন। সমস্যার কথা অস্বীকার করেননি তৃণমূল পরিচালিত শামুকতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান রাহাবিয়াম কিস্কু। তিনি বলেন, “পঞ্চায়েতের তরফে পথবাতির ব্যবস্থা করার ক্ষেত্রে কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে। ওই বিষয়ে ব্যবসায়ী এবং বাসিন্দাদের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” বিডিও সজল তামাং বলেন, “স্থানীয় পঞ্চায়েত, বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে বৈঠক করা হবে।” স্থানীয় বাসিন্দারা অবশ্য প্রশাসন ও পঞ্চায়েত কর্তাদের ওই বক্তব্যে আশ্বস্ত হতে পারছেন না। কমল পাল, হিমাংশু ঘোষ, দিলীপ দেবনাথের মতো স্থানীয় ব্যবসায়ীরা জানান, পথবাতি না থাকায় চুরি বেড়েছে। নাগরিক মঞ্চের সভাপতি প্রাণেশ দেবনাথ সম্পাদক অমর শঙ্কর সান্যাল বলেন, “দ্রুত সমস্যা মিটলে ভাল। না-হলে আন্দোলন শুরু হবে।”
|
মাথায় মেরে খুন, ধৃত দাদা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ব্যবসার গোলমাল নিয়ে ভাইকে খুন করার অভিযোগ উঠেছে নিজের দাদা বিরুদ্ধে। রবিবার রাতে ফাঁসিদেওয়া থানা এলাকার ঘোষপুকুরের মৌলনি এলাকায় ঘটনাটি ঘটেছে। সোমবার সকালে দেহটি উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম দীপক মণ্ডল (২২)। তাঁর মাথায় গাড়ির ঠিক করার লোহার রড দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে নিহতের দাদা উত্তম মণ্ডলকে পুলিশ খুঁজছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ওই এলাকায় দুই ভাইয়ের একটি গাড়ি ঠিক করার গ্যারেজ রয়েছে। সেই গ্যারেজের আয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রায়শই গোলমাল হত। গত ১৬ ফেব্রুয়ারি দু’জনের মধ্যে মারামারিও হয়। দুই ভাই-র পরিবার বিহারে থাকলেও দুই জনে গ্যারেজেই থাকতেন। রবিবার রাতে সেই গোলমাল থেকে ঘটনাটি ঘটেছে বলে পুলিশের অনুমান।
|
কম্পিউটার চুরি
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
জলপাইগুড়ি শহর লাগোয়া তোড়লপাড়ার নেতাজি বিদ্যাপীঠের দোতলার গ্রিলের তালা কেটে তিনটে কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। শনিবারের পরে এ দিন সোমবার শিক্ষক ও কর্মীরা স্কুলে এসে চুরির ঘটনা টের পান। পুলিশের সন্দেহ স্কুলের পিছনের দিক থেকে গাছ বেয়ে দোতলায় পৌঁছে তালা কেটে কম্পিউটার চুরি করা হয়। যে ঘরের তালা ভাঙা হয়েছে সেখানে ১০টি কম্পিউটার ছিল। স্কুলের প্রধান শিক্ষক গৌতম সরকার জানান, স্কুলে এসে কয়েকজন ছাত্র দোতলার ঘরের তালা ভাঙার কথা জানায়। পুলিশকে সব জানানো হয়েছে।
|
স্টেশনে অবরোধ
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
নিউ জলপাইগুড়ির বদলে হলদিবাড়ি থেকে পদাতিক এক্সপ্রেস চালানোর দাবিতে সোমবার জলপাইগুড়ি টাউন স্টেশনে ১৫ মিনিটের অবরোধ করল ডিওয়াইএফ।
|
বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনায় আহত হয়েছেন আরও তিন যুবক। সোমবার দুপুরে মেটেলি থানার ৩১নং জাতীয় সড়কের সাতখাইয়াতে ঘটনাটি ঘটেছে। পুলিশ ডানায়, মৃতের নাম কৃষ্ণ রাই (২৬)। তাঁর বাড়ি জলঢাকার গৌরীবাসে। দুটি বাইকে চার যুবক মালবাজারে আসছিলেন। |