নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
জলপাইগুড়ির করলা নদী সংস্কারের কাজে ১৫ কোটি টাকা অনুমোদন করেছে রাজ্য সরকার। অন্য দিকে মালদহের ভূতনির চর এলাকায় যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে ১০৩ কোটি টাকা প্রাথমিক ভাবে অনুমোদন করেছে অর্থ দফতর। সামবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “মালদহের ভূতনি এলাকায় সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা গড়তে অর্থ দফতর বরাদ্দ মঞ্জুর করেছে। জলপাইগুড়িতে করলা নদী সংস্কারের জন্য সেচ দফতরকে ১৫ কোটি টাকা দেওয়া হবে।”
তা ছাড়া উত্তরবঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের কাজ নিয়ে এ দিন কলকাতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর আলোচনা হয়েছে। তাতে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস গড়ে তোলা বিষয়টি গুরুত্বপূর্ণ। আগেই ঠিক হয়েছিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে সুপার স্পেশালিটি সার্জিক্যাল ব্লক গড়ে তোলা হবে। সেখানে শিশুদের চিকিৎসা, হৃদরোগের চিকিৎসা, নিউরোলজির চিকিৎসার সুবিধা মিলবে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইনটেনসিভ থোরাসিক ইউনিট (আইটিইউ) গড়ে তোলার কাজও শীঘ্রই শুরু করা হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিভিন্ন হাসপাতালে পরিকাঠামো উন্নয়নের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে ইতিমধ্যেই ১০ কোটি টাকা দেওয়া হয়েছিল। ওই কাজে দ্বিতীয় দফায় আরও ১৮ কোটি টাকা দেবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। মোট ৩৮ কোটি টাকা খরচের পরিকল্পনা রয়েছে তাদের।
শিলিগুড়ি জেলা হাসপাতালে দীর্ঘদিন ধরেই স্থায়ী সুপার নেই। স্থায়ী সুপার নিয়োগের বিষয়টি দেখতে এ দিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে আর্জি জানিয়েছেন। বর্ষায় মহানন্দার জলস্ফীতিতে এবং তিস্তা-মহানন্দা লিঙ্ক ক্যানেলের জল ঠিক মতো ছাড়তে না পারার কারণে গত বছর প্লাবিত হয়েছিল গৌতমবাবুর নির্বাচনী ক্ষেত্রের অন্তর্ভুক্ত পশ্চিম ধনতলা এলাকায়। সেখানে মহানন্দা লিঙ্ক ক্যানালে ‘লক গেট’ তৈরির জন্য ৪০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মহানন্দা অভয়ারণ্যে যে সাফারি পার্ক তৈরির প্রস্তাব রয়েছে তার বিস্তারিত প্রকল্প তৈরির জন্য ৩২ লক্ষ টাকা খরচ করার সিদ্ধান্ত হয়েছে। জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ চালুর কাজ এগিয়ে নিতে এ দিন চন্দ্রিমাদেবীর সঙ্গে কথা বলেছেন গৌতমবাবু। |