নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
তৃণমূলের পরে এবার কংগ্রেসে যোগ দিলেন ডুয়ার্সের মোর্চা নেতা-কর্মীরা। সোমবার চামুর্চির ৩০ জন সমর্থক জলপাইগুড়িতে গিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। গত সপ্তাহে মোর্চার ডুয়ার্স শাখার শীর্ষ ৩ নেতা সহ ৫০ সমর্থক কলকাতায় গিয়ে তৃণমূলে যোগ দেন। এ দিন যুব মোর্চার মধ্য ডুয়ার্স সহ সভাপতি শ্যাম থাপার নেতৃত্বে দলীয় সমর্থকরা জেলা কংগ্রেস সভাপতির হাত থেকে কংগ্রেসের পতাকা নেন। শ্যাম থাপা বলেন, “গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন করেছিলাম। এখন পাহাড়ে জিটিএ হয়েছে। ডুয়ার্সে কিন্তু উন্নতি হয়নি। তাই ডুয়ার্সে শান্তি বজায় রাখতে এবং উন্নয়নের দাবিতে কংগ্রেসে যোগ দিয়েছি।” তাঁর দাবি, চামুর্চির ২০০ মোর্চা সমর্থক এ দিন কংগ্রেসে যোগ দেন। তিনি বলেন, “কংগ্রেস কেন্দ্রে রয়েছে। ডুয়ার্সের উন্নতির দাবি আদায় করা যাবে।” মোহনবাবুর কথায়, “এতে কংগ্রেস শক্তিশালী হল। এর সুফল মিলবে পঞ্চায়েত ভোটে। তা ছাড়া গোর্খাল্যান্ড দাবিতে আন্দোলন করে ডুয়ার্সের উন্নয়ন সম্ভব নয়। এটা ওঁরা বুঝেছেন। রাজ্যও ডুয়ার্সের জন্য কিছু করেনি।” |
জলপাইগুড়িতে তোলা নিজস্ব চিত্র। |
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: ‘মাইক্রো অ্যান্ড ম্যাক্রো রিসোর্সেস ইন বায়ো মলিউকুলার টেকনোলজি’ বিষয়ে জাতীয় সেমিনার শুরু হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। সোমবার থেকে দুই দিন ব্যাপী এই সেমিনারে হায়দরাবাদের সেন্টার ফর সেলুলার বায়োলজি, গুয়াহাটির ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব টেকনোলজি, বসু বিজ্ঞান মন্দির, যাদবপুরের ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজির মতো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতিনিধিরা যোগ দিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তে যারা ওই বিষয়ে কাজ করছেন তাঁদের কাজের সমন্বয় ঘটানোই এর মূল উদ্দেশ্য বলে উদ্যোক্তারা জানিয়েছেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বায়ো টেকনোলজির অধ্যাপক রণধীর চক্রবর্তী বলেন, “খাদ্য নিরাপত্তা, ওষুধ তৈরি, শক্তি উৎপাদনে ‘বায়ো মলিউকুল’ কী ভাবে কাজে লাগানো যেতে পারে সে বিষয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার উপর আলোকপাত করা হয় সেমিনারে।” |