টুকরো খবর
সদ্যোজাতকে নিয়ে পরীক্ষা
উত্তরা।—নিজস্ব চিত্র।
একটা বছর নষ্ট হয়ে যাবে। তাই সন্তানের জন্ম দেওয়ার ১৩ ঘণ্টার মধ্যে মাধ্যমিক পরীক্ষায় বসল পুরুলিয়ার হরিজন কল্যাণ সমিতি গিরীশচন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী। সোমবার পরীক্ষার প্রথম দিনে পুরুলিয়া সদর হাসপাতালের দোতলায় একটি ঘরে নিজের কন্যা সন্তানকে পাশে রেখে পরীক্ষা দিল উত্তরা গরাঁই নামে ওই ছাত্রী। ছাত্রীর বাবা যুধিষ্ঠির গরাঁই বলেন, “রাত ১১টা নাগাদ মেয়ে সন্তানের জন্ম দেয়। আমরা ভাবছিলাম এই অবস্থায় মেয়ে পরীক্ষা দেবে কী ভাবে। কিন্তু ওর নাছোড় মনোভাব দেখে পরীক্ষাকেন্দ্র চিত্তরঞ্জন গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকাকে জানাই।” জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) রাধারাণি মুখোপাধ্যায় বললেন, “প্রথম দিনের পরীক্ষা নিবির্ঘ্নেই সম্পন্ন হয়েছে। শুনলাম এক ছাত্রী রবিবার রাতে সন্তানের জন্ম দিয়েছে। সে হাসপাতালে পরীক্ষা দিতে চায়। তাই ওর জন্য সেখানে পরীক্ষার ব্যবস্থা করতে বলি।” এ দিন হাসপাতালে পরীক্ষা শুরুর আগে গিয়ে দেখা যায়, আলাদা একটি ঘরে উত্তরার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। বাইরে মহিলা পুলিশকর্মী ও পরীক্ষাকেন্দ্রর এক শিক্ষিকা সেখানে গার্ড দিচ্ছেন। ঘরের এক নাতনিকে নিয়ে বসে রয়েছেন মা ফাল্গুনীদেবী। উত্তরার কথায়, “পরীক্ষা না দিলে তো একটা বছর নষ্ট হত।”

পরীক্ষার্থীদের সমস্যা হবে, উঠল অবরোধ
পরীক্ষাকেন্দ্রে ছাত্রছাত্রীদের পৌঁছতে অসুবিধে হবে। তাই অবরোধ শুরু করেও তুলে নিলেন নিতুড়িয়া থানা এলাকার ভামুরিয়া গ্রামের বাসিন্দারা। সোমবার বেলা সাড়ে দশটা থেকে ভামুরিয়া মোড়ে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে স্থানীয় এক বাসিন্দার ‘খুনে’র প্রতিবাদে অবরোধ শুরু করেছিলেন বাসিন্দারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বলদেব বাউরি (২৮) নামে ভামুরিয়ার এক বাসিন্দার মৃতদেহ উদ্ধার হয় সরবড়ি মোড়-পাঞ্চেত জলাধার রাস্তার পাশ থেকে। পেশায় দিনমজুর ওই যুবক গত রবিবার বিকেলে বাড়ির লোকজনের সঙ্গে সরবড়ি মোড়ে বাজারও করেছেন। পরিবারের লোকেরা জানান, একটু পরে বাড়ি যাচ্ছি বলে আর ফেরেননি বলদেববাবু। খোঁজাখুঁজি করেও তাঁর হদিশ মেলেনি। সোমবার সকালে সরবড়ি মোড়ের কিছুটা দূরে পাঞ্চেত জলাধার রাস্তার পাশে তাঁর মৃতদেহ পাওয়া যায়। ভামুরিয়া গ্রমের মনোজ বাউরি বলেন, “পুলিশ এসে বলল এ দিন মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তাই অবরোধ চললে পরীক্ষার্থীরা সমস্যায় পড়বে, এই ভেবে অবরোধ তুলে নেওয়া হয়েছে। তবে পুলিশকে ঘটনাগুলি গুরুত্ব দিয়ে দেখতে হবে।” জেলা পুলিশ সুপার সি সুধাকর বলেন, “ময়নাতদন্ত রিপোর্ট আমরা পেয়েছি। কোনও দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে। অন্য ঘটনার তদন্ত চলছে।”

সেচ প্রকল্পে কাটল জমি জট
বাঁকুড়া ও পুরুলিয়ার জলের সঙ্কট মেটাতে দ্বারকেশ্বর-গন্ধেশ্বরী সেচ প্রকল্পের জমির সমস্যা মিটে গিয়েছে। বন দফতরের ৪১২ হেক্টর জমি রয়েছে ওই এলাকায়। তারা সেই জমি সেচ দফতরকে দেবে। বিনিময়ে প্রায় আড়াই কোটি টাকা সেচ দফতর থেকে বন দফতরকে দেওয়া হবে। সোমবার সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সেচ ও বনকর্তাদের সঙ্গে বৈঠক করে জানান, তিন মাসের মধ্যে ৪১২ হেক্টর জমি চিহ্নত করে সেচ দফতরের হাতে তুলে দিলে সেচ দফতর আড়াই কোটি টাকা মিটিয়ে দেব। জমি জটে প্রকল্প ২০০৭ সাল থেকে আটকে ছিল। মুখ্যমন্ত্রী চান শীঘ্রই জমি সমস্যা মিটুক। তাই সেচমন্ত্রী বৈঠক ডাকেন। সেচমন্ত্রী বলেন, “এই সেচ প্রকল্প সম্পূর্ণ করতে খরচ হবে প্রায় ২০০০ কোটি টাকা। কেন্দ্র-রাজ্য একত্রে এই প্রকল্পের কাজ করবে। কেন্দ্রীয় সরকার ৭০ শতাংশ টাকা দেওয়ার কথা। আমরা চাইছি ৯০ শতাংশ টাকা কেন্দ্র দিক। কারণ, আমাদের রাজ্য দেনার ভারে জর্জরিত। সেই মতো আমরা কেন্দ্রকে চিঠি দিচ্ছি।” সেচমন্ত্রী জানান, বাঁকুড়া এবং পুরুলিয়ায় সেচের জলের অভাব রয়েছে। নেই শিল্পও। এই সেচ প্রকল্পের কাজ শেষ হলে শিল্পসম্ভাবনার পাশাপাশি জলের সঙ্কট মিটবে।

ধৃত দুই দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক ধান ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই করার অভিযোগে দু’জনকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন বাসিন্দারা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে রাইপুর থানার সাতপাটা গ্রামে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শুকলাল সোরেন ও শুকলাল হেমব্রম। পশ্চিম মেদিনীপুরের বিনপুর থানা এলাকায় তাদের বাড়ি। তবে ছিনতাই হওয়া টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে সাতপাটা গ্রামের বাসিন্দা, ধান ব্যবসায়ী বাদল মণ্ডল ফুলকুসমা থেকে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। মদনপুর গ্রামের কাছে, মোরাম রাস্তায় তাঁর মোটরবাইকটিকে আটকায় তিন দুষ্কৃতী। বাদলবাবুর অভিযোগ, “ধান বিক্রির টাকা নিয়ে ফিরছিলাম। ওরা ভোজালি দেখিয়ে ৫০ হাজার টাকা কেড়ে নেয়। গ্রামে ফিরে পড়শিদের ছিনতাইয়ের কথা জানাই।” এর পরেই গ্রামবাসীরা দুষ্কৃতীদের পিছু নেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.