দু’টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। দুর্ঘটনা দুটি ঘটেছে, রবিবার গোপালনগর থানার শ্রীপল্লি বাজার ও গোপালনগর বাজার এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম রাজু বিশ্বাস (২৫) ও বিকাশ মাঝি (২৭)। রাজুর বাড়ি সনেকপুর এলাকায় ও বিকাশের বাড়ি পাঁচপোতা এলাকায়। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে রবিবার সকালে বনগাঁ-চাকদহ সড়কে। রাজুবাবু যখন সাইকেলে চেপে যাচ্ছিলেন তখন গোপালনগর বাজারের উল্টো দিক থেকে আসা একটি বাস তাঁকে ধাক্কা মারে। বাসিন্দারা উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় রাজুবাবুর। পুলিশ বাসটি আটক করেছে। চালক পলাতক। অন্য দুর্ঘটনায় রবিবার সন্ধ্যায় বনগাঁ-বাজিতপুর সড়কে দু’টি বাইকের সংঘর্ষে মারা যান বিকাশবাবু।
|
দোকানে চুরি
নিজস্ব সংবাদদাতা • হিঙ্গলগঞ্জ |
সোনার দোকানের দেওয়াল কেটে লক্ষাধিক টাকার অলঙ্কার নিয়ে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে হিঙ্গলগঞ্জ থানার যোগেশগঞ্জ বাজারে। সোমবার সকালে দোকান খোলার সময় বিষয়টি নজরে আসে দোকানের মালিক আব্দুল মজিদের। তাঁর দাবি, চুরি গিয়েছে এক ভরি সোনা, কুড়ি ভরি রূপোর অলঙ্কার ও নগদ টাকা। চুরির তদন্ত শুরু করেছে পুলিশ।
|
তিন দুষ্কৃতী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
চোরাই মোটর বাইক-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে বসিরহাটের শশিনা গ্রাম থেকে তাদের ধরা হয়। পুলিশের দাবি, শেখ জাকির, বিধান মণ্ডল ও আরিবুল্লা গাজি নামে ওই তিন দুষ্কৃতী এলাকার কোনও বাড়িতে হানা দেওয়ার জন্য জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের ধরে। বাজেয়াপ্ত করা হয় একটি বাইক।
|
জয়ী সিপিএম
নিজস্ব সংবাদদাতা • হাসনাবাদ |
বিদ্যালয় পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হল সিপিএম সমর্থিত প্রার্থীরা। হাসনাবাদের তকিপুর হাইস্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী ৬টি আসনেই জয়ী হয়েছে তাঁরা। এর আগে ওই বিদ্যালয়ের পরিচালন সমিতি তৃণমূল ও কংগ্রেস জোটের দখলে ছিল।
|
অপমৃত্যু হল নবম শ্রেণির এক পড়ুয়ার। নাম রুপালি খাতুন। বাড়ি হাঁসখালির বড় চুপড়িয়ায়। পুলিশ জানায়, মঙ্গলবার স্কুলে যাওয়ার পথে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয় স্থানীয় রামনগর হাইস্কুলের ওই ছাত্রীর। পুলিশ ট্র্যাক্টরটিকে আটক করলেও চালক পলাতক। |