টুকরো খবর
সামনে পঞ্চায়েত নির্বাচন, প্রস্তুতি তৃণমূল-কংগ্রেসে
আসন্ন পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে কাঁথি মহকুমায় ঘর গোছাতে আসরে নামল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দুই দলই। সোমবার কাঁথি-৩ ব্লকের পানিচিয়াড়িতে আয়োজিত তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতী রাজ সম্মেলন হয়। উদ্বোধন করেন দলের জেলা সম্পাদক ও জেলা পরিষদের সহ সভাধিপতি মামুদ হোসেন। গত সাড়ে চার বছরে জেলা পরিষদে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। উন্নতির ধারাকে অব্যাহত রাখার জন্য আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ফের জয়ী করার আবেদনও জানান তিনি। সম্মেলনে ছিলেন ব্লক তৃণমূল সভাপতি সমরেশ দাস, চন্দন মান্না, বিকাশ বেজ প্রমুখ। অন্য দিকে, পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রবিবার রামনগরে কংগ্রেসও আয়োজন করেছিল এক প্রস্তুতি সভার।কংগ্রেস নেতাদের অভিযোগ, জেলা জুড়ে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কংগ্রেস কর্মীদের এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আবেদন জানান তাঁরা। সভায় হাজির ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ক্ষিতিন্দ্রমোহন সাহু, উত্তম বারিক গঙ্গারাম মিশ্র, প্রণব পঞ্চাধ্যায়ী, নবকুমার গায়েন, মানস পাত্র প্রমুখ।

হোটেলে চুরি, গ্রেফতার কর্মী
দিঘার হোটেল থেকে এক পর্যটকের টাকা ও মোবাইল চুরির অভিযোগে ওই হোটেলেরই এক সাফাই কর্মীকে গ্রেফতার করল পুলিশ। কালীপদ দাস নামে ওই কর্মীর কাছে থেকে উদ্ধার করা হয়েছে খোওয়া যাওয়া মোবাইল ফোন। রবিবার ধৃতকে কাঁথি আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়া জেলার নবদ্বীপ থেকে গৌরব সাহা নামে এখ পর্যটক গত শুক্রবার দিঘা বেড়াতে এসেছিলেন। শনিবার হোটেলের ঘরের তালা ভেঙে গৌরববাবুর নগদ ১২ হাজার টাকা-সহ মোবাই ফোন চুরি হয়। সে সময় ঘরে ছিলেন না গৌরববাবুরা। শনিবার রাতেই দিঘা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ তদন্তে নেমে গ্রেফতার করে কালীপদবাবুকে।

বিড়ি শ্রমিকদের ব্লক সম্মেলন
সিটু নিয়ন্ত্রিত কাঁথি-৩ ব্লক বিড়ি শ্রমিক ইউনিয়নের ব্লক সম্মেলন হল মারিশদায়। রবিবারের এই সম্মেলনে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি-সহ নানা দাবি নিয়ে আলোচনা করেন শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক অনুপ ওঝা, প্রাক্তন মন্ত্রী চক্রধর মেইকাপ, সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রশান্ত পাত্র প্রমুখ। সম্মেলন শেষে তপন বারিককে সম্পাদক করে ৩০ জনের একটি ব্লক কমিটি গঠিত হয়।

ফুটবল প্রতিযোগিতা
বরদা বিশালাক্ষ্মী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রবিবার নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল হল। বাণীপীঠ স্কুল মাঠে আয়োজিত এই ফাইনাল খেলায় ঘাটাল এফসিবি ৩-০ গোলে ঘাটাল ওয়েল ফেয়ারকে হারিয়ে দেয়।

প্রাথমিকের সভা
জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পুর্নগঠিত কমিটির প্রথম সভা হল সোমবার। সভায় অর্থ, শিক্ষা, উন্নয়ন, শৃঙ্খলারক্ষা ও নিয়োগ সংক্রান্ত পাঁচটি সাব-কমিটি গড়া হয়। ছিলেন সংসদের চেয়ারম্যান স্বপন মুর্মু, জেলার তিন বিধায়ক চূড়ামণি মাহাতো, দুলাল মুর্মু, রাধাকান্ত মাইতি প্রমুখ।

ভবন উদ্বোধন
বারসুন্দরা বিদ্যাসাগর শিশু শিক্ষাকেন্দ্রের নতুন ভবনের উদ্বেধন হল সোমবার। দ্বারোদঘাটন করেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন। এছাড়াও ছিলেন হলদিয়ার ব্লক উন্নয়ন আধিকারিক অশোক কুমার রক্ষিত, পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন জানা প্রমুখ।

নিয়মভঙ্গ
ছবি: পার্থপ্রতিম দাস।
নিয়ম মতো মাধ্যমিক চলাকালীন পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে জারি থাকে ১৪৪ ধারা। অথচ তমলুক হাইস্কুলের পাঁচিল ঘেঁষেই ছাউনি বানিয়ে অভিভাবকদের বসার জায়গা করা হয়েছে। ঝোলানো হয়েছে পুরসভার ব্যানারও। তবে এ কাজ তাঁরা করেছেন বলে মানেননি পুরপ্রধান দেবিকা মাইতি। তাঁর দাবি, “আমাদের অজান্তেই কেউ ওই ব্যানার ঝুলিয়েছে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.