|
|
|
|
পঞ্চায়েতে ভোটই হবে না: লক্ষ্মণ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলায় অবাধ ভোটগ্রহণ হবে না-এমন আশঙ্কা প্রকাশ করলেন তমলুকের প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মন শেঠ। সোমবার নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ড মামলায় হাজিরা দিতে মেদিনীপুর জেলা আদালতে এসে এমনই জানান তিনি।
তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে লক্ষ্মণবাবু বলেন, “হলদিয়া পুরসভায় পুরবোর্ডের মিটিং করতে ও কাজে বাধা দিচ্ছে তৃণমূল। এতেই বোঝা যাচ্ছে ওরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিদেরও কাজ করতে দিতে চায় না।” |
|
কোর্টে প্রাক্তন সিপিএম সাংসদ। —নিজস্ব চিত্র। |
এরই সঙ্গে তিনি বলেন, “যে ভাবে শাসক দলের নেতৃত্ব বিভিন্ন প্রকাশ্য সভায় বিরোধীদের প্রার্থী দাঁড় করাতে না দেওয়ার হুমকি দিচ্ছেন, তাতে বোঝা যাচ্ছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে স্বাধীনভাবে ভোট হতে দেবে না।” নির্বাচনে মানুষ যাতে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পায় তার আবেদন জানান তিনি মুখ্যমন্ত্রীর কাছে। নন্দীগ্রামের বিভিন্ন মামলায় অভিযুক্ত দলের যে সব নেতা-কর্মী জামিন পেয়েছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তাঁদের প্রার্থী করায় গুরুত্ব দেওয়া হবে জানান লক্ষ্মণবাবু।
নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডের মামলায় হাজিরা দিতে এ দিন পূর্ব মেদিনীপুর জেলা আদালতে হাজির হন লক্ষ্মণ শেঠ, অমিয় সাহু, অশোক গুড়িয়া, বিজন রায়রা। তবে মামলায় অভিযুক্তদের মধ্যে জামিনে থাকা যাদব সাউ এ দিন শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির ছিলেন না। পূর্ব মেদিনীপুরের জেলা ও দায়রা বিচারক মধুমিতা মিত্র আগামী ২৬ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন। |
|
|
|
|
|