মহমেডানকে আই লিগে ফেরানোই লক্ষ্য সঞ্জয়ের
|
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মহমেডানের কোচের দায়িত্ব নিয়ে সঞ্জয় সেন বলে দিলেন, তিনি এটাকে চ্যালেঞ্জ হিসাবেই গ্রহণ করছেন। “হাতে সময় খুব কম। কিন্তু তা সত্ত্বেও মহমেডানের মতো ঐতিহ্যশালী ক্লাবের দায়িত্ব টিমের কর্তারা আমার হাতে তুলে দিচ্ছেন। আমার প্রধান লক্ষ্য টিমকে আই লিগে তোলা,” বলে দিলেন এ বারই প্রয়াগ ইউনাইটেড থেকে সরে দাঁড়ানো কোচ। সাফল্য পাওয়া সত্ত্বেও তাঁর মাথার উপর বিদেশি টিডি বসানো মেনে নিতে না পারায় সরে দাঁড়িয়েছিলেন তিনি।
ইস্টবেঙ্গলের কাছে আধ ডজন গোলে হারের পর কর্তাদের চাপে পড়ে পদ্যত্যাগ করেন অলোক মুখোপাধ্যায়। এমন একটা সময়ে অলোক সরে দাঁড়ান যখন কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ ছাড়াও আই লিগের দ্বিতীয় ডিভিশনের খেলা রয়েছে ইনদওরে। রয়্যাল ওয়াইহিংডো, ভাস্কো-সহ আরও বেশ কিছু ভাল দল রয়েছে আলফ্রেড-অসীম বিশ্বাসদের গ্রুপে। গত বছর তীরে এসে তরী ডুবেছিল মহমেডানের। শক্তিশালী এই গ্রুপ থেকে এ বারও সাদা-কালো জার্সির উত্তরণ হবে কি না তা সময় বলবে। ফলে কর্তারা এমন একজনকে কোচ হিসাবে চাইছিলেন যাঁর এখনকার টিমগুলো সম্পর্কে ধারণা আছে। |
নতুন কোচকে নিয়ে উচ্ছ্বাস। সোমবার। ছবি: উৎপল সরকার |
প্রেসিডেন্ট সুলতান আমেদ সোমবার বললেন, “সঞ্জয় সেন এ বারই একটি বড় দলের কোচিং করিয়েছেন। ভারতীয় যুব দলের কোচ থাকার সুবাদে সর্বভারতীয় পরিচিতি আছে। বিপক্ষ দল সম্পর্কে ধারণা আছে। সে জন্যই ওঁর উপর দায়িত্ব দেওয়া হল।” নতুন কোচকে এ দিন মহমেডান কর্তারা ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নিলেও সঞ্জয় যে কাঁটার উপর দাঁড়িয়ে সেটা জানেন নিজেই। বললেন, “কাল ম্যাচ আছে এরিয়ানের বিরুদ্ধে। আমি গ্যালারিতে বসে ম্যাচ দেখব। বুধবার থেকে অনুশীলনে নামব।” ২ মার্চ কলকাতা লিগে মোহনবাগানের সঙ্গে বড় ম্যাচ আছে মহমেডানের। এর দু’দিন পরেই ইনদওরে যাবেন অসীম-জয়ন্তরা। সঞ্জয় বললেন, “দেখা যাক কী করতে পারি। চেষ্টা তো করবই। টিমটা কিন্তু খারাপ নয়।”এ দিকে কোচের নাম ঘোষণার পর বিরোধীদের এক হাত নেন সুলতান। বলেন, “অনেকে বলছেন আমাদের জন্যই দলের ফল খারাপ হচ্ছে। যাঁরা বলছেন তাদের বলছি আসুন আমাদের হাত থেকে নিয়ে টিমের হাল ফেরান। আমার ক্লাব ছেড়ে দিচ্ছি। তবে কোনও মদ কোম্পানির বিজ্ঞাপন বুকে লাগিয়ে টিম করতে দেব না। বিজয় মাল্য আমাদেরও স্পনসর হতে চেয়েছিলেন। আমি ফিরিয়ে দিয়েছিলাম।”
|
মঙ্গলবারে কলকাতা লিগ
মহমেডান : এরিয়ান (কল্যাণী ২-১৫)। |