জিতলেন ‘দেবদূত’, ফের বর্ণবিদ্বেষী মন্তব্য বালোতেলিকে
|
দুই শহর। দুই ডার্বি। তফাত কেবল সমর্থকদের আচরণে।
মার্সেইয়ের বিরুদ্ধে ‘গোলাপ যুদ্ধ’ জিতে বেকহ্যাম-ইব্রাহিমোভিচরা যখন সমর্থকদের ভালবাসায় আপ্লুত, ঠিক তখনই মিলানের ১-১ অমীমাংসিত ডার্বি কলঙ্কিত বালোতেলিকে লক্ষ করে ইন্টার সমর্থকদের বর্ণবিদ্বেষী মন্তব্যে।
প্যারিস সাঁ জাঁ এবং মার্সেই-এর ম্যাচ দু’দলের সমর্থকদের কাছে ছিল ‘দেবদূত’ বনাম ‘শয়তান’-এর। প্যারিস সাঁ জাঁ এবং মার্সেইয়ের সেই ম্যাচ ২-০ জিতে হাসিমুখে মাঠ ছাড়লেন মরসুমে প্রথম বার সাঁ জাঁ-র হয়ে মাঠে নামা ‘দেবদূত’ ডেভিড বেকহ্যাম। আর ‘শয়তান’ জোয়ে বার্টন রয়ে গেলেন পরাজিতদের দলেই।
ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলতে শুরু করেছিলেন কার্লো অ্যানসেলোত্তির দুই জোড়া ফলা লাভেজ্জি এবং ইব্রাহিমোভিচ। সেই চাপ ধরে রাখতে না পারায় ম্যাচের এগারো মিনিটেই ডিফেন্ডার এন কলুর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মার্সেই। দ্বিতীয়ার্ধের শেষ দিকে মাঠে নামেন বেকহ্যাম। তাঁর পাস থেকেই ম্যাচের দ্বিতীয় গোল ইব্রাহিমোভিচের। জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা লিঁয়র থেকে তিন পয়েন্টে এগিয়ে থাকার সুবাদে লিগ শীর্ষেই রইল প্যারি সাঁ জাঁ। |
ইব্রাহিমোভিচকে গোল করিয়ে তাঁর কোলেই বেকহ্যাম। |
অন্য ডার্বিতে ইন্টার এবং এসি মিলানের ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই বালোতেলিকে নিয়ে উত্তপ্ত ছিল পরিবেশ। ২০০৬ থেকে টানা চার বছর ইন্টারেই ছিলেন সদ্য ম্যাঞ্চেস্টার সিটি থেকে এসি মিলানে আসা ‘সুপার মারিও’। ইতালিতে তাঁর দ্বিতীয় ইনিংসে এটিই ছিল প্রথম ডার্বি। ম্যাচেও বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেন তিনি। রবিবার ম্যাচের মাঝেই ইন্টার সমর্থকদের দেখা যায় বালোতেলিকে কলার আকৃতির বেলুন ছুড়তে। এমনকী ঘানার বংশোদ্ভূত এই ইতালীয় স্ট্রাইকারকে লক্ষ করে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার পাশাপাশি বাঁদরের মতো ডেকে বিদ্রুপ করতে থাকেন ইন্টার সমর্থকরা। মেজাজ না হারালেও মুখে আঙুল দিয়ে ইন্টার সমর্থকদের চুপ করার আবেদন করতে দেখা গিয়েছে বালোতেলিকে।
ম্যাচ শেষে বালোতেলি বা তাঁর কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি কেউ বিশদে মুখ না খুললেও ক্ষুব্ধ ‘সিরি এ’ শৃঙ্খলারক্ষা কাউন্সিল। মঙ্গলবারই বিষয়টি নিয়ে বৈঠকে বসছেন তাঁরা। দোষী প্রমাণিত হলে ১৫ হাজার ইউরো জরিমানার মুখে পড়তে পারে ইন্টার মিলান। ইংল্যান্ড ছেড়ে ইতালিতে পা দেওয়ার পর বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের সামনে এই প্রথম পড়লেন না বালোতেলি। এর আগে একই ধরনের অপমানজনক মন্তব্য হজম করতে হয়েছিল নিজের ক্লাবের প্রেসিডেন্ট সিলভিও বার্লুস্কোনির থেকে। |