আরও একটা এল ক্লাসিকো। আরও এক বার মেসি বনাম রোনাল্ডো। আরও এক বার ফুটবলাড্ডা জমজমাট এল এম টেন আর সি আর সেভেন-এর মধ্যে কে সেরা তাই নিয়ে। মঙ্গলবার রাতে ন্যু কাম্প-এ বল পড়ার অনেক ঘণ্টা আগে থাকতেই পারদ চড়ছে।
কিন্তু মেসি যে ক্রিকেট ব্যাট হাতে, এমন ধুন্ধুমার ফুটবল-যুদ্ধের আগে! বিখ্যাত সংবাদপত্রে শিরোনাম ‘মেসি ইজ নাউ গুড অ্যাট ক্রিকেট’। ন্যু কাম্পে-ই ব্যাট ধরা মেসির ছবি ওঠায় এমন হেডিং। তবে মেসির ব্যাটিং টেকনিক যে এমসিসি কোচিং ম্যানুয়ালের চেয়ে শত যোজন দূরে সেটাও বলা হয়েছে। আসলে সবটাই চমক। এল ক্লাসিকোর আগে আগে মেসি এনার্জি ফুড-এর বিজ্ঞাপনের শ্যুটিং করলেন। তবে তাৎপর্যপূর্ণ ভাবে পায়ে ফুটবলের বদলে হাতে ক্রিকেট ব্যাট নিয়ে।
এমন কোনও চমক কি মঙ্গলবার রাতে মাঠেও অপেক্ষা করছে মেসির বার্সেলোনার কাছে? এমনিতে বার্সা ঘরের মাঠে চিরশত্রু রিয়াল মাদ্রিদের চেয়ে সামান্য সুবিধেজনক অবস্থায় থেকে নামবে এ বারের এল ক্লাসিকোয়। কারণ, কোপা দেল রে-র এই সেমিফাইনাল ম্যাচের প্রথম পর্ব ১-১ ড্র থাকলেও বের্নাবৌ-তে অ্যাওয়ে ম্যাচে গোল করে রাখায় মেসিরা খানিকটা চাপমুক্ত। ফিরতি লড়াই গোলশূন্য ড্র থাকলেও বার্সা ফাইনালে উঠবে। ন্যু কাম্পে সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ ২২ ম্যাচে বার্সার অপরাজিত (তার মধ্যে জয় ১৮) থাকাটাও মেসি-জাভি-ইনিয়েস্তাদের আরও সাহসী করবে।
পাশাপাশি মেসির সতীর্থ ফাব্রেগাসের “রিয়াল মাদ্রিদ এমনিতে ভয়ঙ্কর দল, আমাদের বিরুদ্ধে আরওই বেশি” প্রাক-এল ক্লাসিকো মন্তব্য এই ম্যাচে বার্সার সম্ভাব্য বিপদকেও অনুমোদন করছে। কারণ, এল ক্লাসিকোর শেষ ৬ ম্যাচে মেসিদের জয় মাত্র ১। ড্র ৩। হার ২। তাতে অবশ্য মেসি বনাম রোনাল্ডো মহাদ্বৈরথের ‘ইউএসপি’-তে বিন্দুমাত্র ঘাটতি পড়ার সম্ভাবনা নেই। এক ক্লাসিকোয় দুই টিমের দুই মহানায়কই এ যাবত সুপারহিট। মেসি যদি ১০ বছরে এল ক্লাসিকোয় ২৩ বার নেমে ১৭ গোল করে বার্সেলোনার ইতিহাসে রেকর্ড করে থাকেন। তা হলে, উলটো দিকে রোনাল্ডো ম্যান ইউ ছেড়ে স্প্যানিশ ফুটবলে আসার পর বার্সেলোনার বিরুদ্ধে শেষ ৭ ম্যাচে ৭ গোল করার বিরল নজির গড়ে ফেলেছেন।
|
মেসি বনাম রোনাল্ডো |
• বার্সেলোনা জার্সিতে ২০০৪-’১৩ মেসি ৩৬৭ ম্যাচে গোল করেছেন ৩০২।
গোল করিয়েছেন ১১৫। ট্রফি জিতেছেন ১৯ |
|
• রিয়াল মাদ্রিদের হয়ে ২০০৯-’১৩ রোনাল্ডো ১৮২ ম্যাচে গোল করেছেন ১৮৩।
গোল করিয়েছেন ৪৩। ট্রফি জিতেছেন ৩
|
সম্ভাব্য তিন ফল* |
• রিয়াল মাদ্রিদ জিতবে ২-১ (২১.৬৮%)
• বার্সেলোনা জিতবে ২-১ (১২.৭৬%)
• বার্সেলোনা জিতবে ৩-১ (১২.০৩%)
|
*উয়েফার সমীক্ষার ভিত্তিতে |
বুকিদের দরে |
• বার্সেলোনা জিতবে ৪৪.৩%
• রিয়াল মাদ্রিদ জিতবে ৮.৭% ড্র হবে ৪৭% |
|
|
মেসি বনাম রোনাল্ডোর মতোই সম্মানের লড়াইয়ে এক রকম সমান সমান বার্সা বনাম রিয়াল সার্বিক যুদ্ধ-চিত্রটা। ফুটবলবিশ্বের দুই মহান ক্লাবের কাল ২২৪তম মুখোমুখি সাক্ষাৎ। বার্সার (৮৭) থেকে রিয়ালের (৮৮) জয় মাত্র একটি বেশি। যে কারণেই মেসি বলেছেন, “রিয়ালের বিরুদ্ধে আমাদের খেলাকে আরও ওপরে তুলতে হবে।” আর্জেন্তিনীয় মহাতারকা আরও বলেছেন, “আমার বিশ্রামের কোনও দরকার নেই। খেলে দলকে জেতানোই আমার কাজ। সেই কাজে নেমে নিজে গোল করতে পারলে আরও বেশি ভাল লাগে।”
আদ্রিয়ানোর হ্যামস্ট্রিং না সারলেও বার্সা ফিরতি ম্যাচে পুওল, জাভি, বুসকেটস, ফাব্রেগাস-সহ পুরো শক্তি নিয়ে নামছে। রিয়ালও পিছিয়ে থাকছে না। ম্যাচ-ফিট হয়ে ওঠা আলোন্সো আর বেঞ্জিমাকে যেমন মোরিনহোর দল পাচ্ছে, তেমনই এক ম্যাচ সাসপেনশন কাটিয়ে দলে ফিরছেন র্যামোস, খেদেইরা, দি’মারিয়া, কোয়েন্ত্রায়ো-র মতো অপরিহার্য চার ফুটবলার। যে জন্য গত শনিবার লা লিগায় দেপোর্তিভো-র বিরুদ্ধে ম্যাচ জেতানো পারফরম্যান্স করা কাকা পর্যন্ত প্রথম এগারোয় অনিশ্চিত।
যদিও বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ, দুই মেগাটিমের গলাতেই কাঁটার মতো বিঁধছে গত দু’সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে তাদের জঘন্য পারফরম্যান্স! সান সিরোয় গিয়ে মেসিদের দু’গোলে হার! আর ঘরের মাঠে ম্যান ইউকে রোনাল্ডোদের হারাতে না পারার দুঃস্বপ্ন। মঙ্গলবার রাতে সে সব দুঃস্বপ্ন যে দল যত তাড়াতাড়ি ভুলতে পারবে, এল ক্লাসিকো সম্ভবত তাদেরই।
|