রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর বিজয় মিশ্রকে খুনের চেষ্টার পিছনে ওই দলের গোষ্ঠীদ্বন্দ্বই দায়ী বলে দাবি করলেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু। গত শুক্রবার ওই ঘটনার পরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ মুকুল রায় জানিয়েছিলেন, দলীয় কাউন্সিলরের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই তাঁকে খুনের চেষ্টা করে।
রবিবার রিষড়া রবীন্দ্রভবনে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন বিমানবাবু। ঢোকার মুখেই সাংবাদিকেরা এ নিয়ে প্রশ্ন করলে বিমানবাবু বলেন, “এ সব ওদের অভ্যন্তরীণ কলহ। সেই কলহ এমন জায়গায় এসেছে যে ওদের এ সব কথা বলতে হচ্ছে। তৃণমূলের নীতি-আদর্শ-কর্মসূচি নেই। সেই দলে যাঁরা ভিড় করছেন, তাঁদের স্বার্থের দ্বন্দ্বই এখন প্রকাশ পাচ্ছে।” একই সঙ্গে তাঁর সংযোজন, “এটা তো সবে মাত্র কলির সন্ধ্যে। আপনাদের এখনও অনেক দেখতে হবে।”
শুক্রবার উত্তরপাড়া থেকে ফেরার পথে রিষড়া স্টেশনেই ট্রেনের কামরার মধ্যে গুলিবিদ্ধ হন রিষড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিজয় মিশ্র। তাঁকে উত্তরপাড়া কোতরঙের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। সেই সময়ে পুরপ্রধান তৃণমূলের শঙ্করপ্রসাদ সাউ অবশ্য জানান, পিসিদা বাজার এলাকায় পুরসভার একটি নিকাশি-নালার উপরে গজিয়ে ওঠা বেআইনি ক্লাবকে ভেঙে দিতে উদ্যোগী হওয়াতেই বিজয়বাবুকে খুনের চেষ্টা করা হয়। রেল পুলিশ ঘটনার তদন্ত করছে। তদন্তকারীরা মনে করছেন, ক্লাব নিয়ে গোলমাল নয়, কোনও পুরনো শত্রুতার জেরেই বিজয়বাবুকে খুনের চেষ্টা করা হয়। বিজয়বাবু এখনও ঘটনার কথা তাঁদের খোলসা করে কিছু বলেননি বলে তদন্তকারীদের দাবি। সে দিনের ঘটনাপ্রবাহ তদন্তকারীদের কাছে স্বাভাবিক বলে মনে হয়নি। তাঁদের মতে, নিরাপত্তা রক্ষী না নিয়েই সে দিন উত্তরপাড়া যান বিজয়বাবু। যা সচরাচর হয় না। তা ছাড়া, তিনি নিজের গাড়ি ছেড়ে ট্রেনে যাতায়াত করছেন, সাম্প্রতিক সময়ে এমনটা দেখা যায়নি।
তাঁর দাদা গঙ্গাসাগর মিশ্র পুলিশের কাছে যে এফআইআর করেছেন, তাতে কারও নাম নেই। এ পর্যন্ত ওই ঘটনায় এক জনকে পুলিশ গ্রেফতার করতে পেরেছে। ধৃত দীপক সাউকে রবিবার শ্রীরামপুর আদালতে তোলা হয়। বিচারক তাকে পাঁচ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। রবিবার রিষড়া রবীন্দ্রভবনে দলীয় কর্মসূচিতে এসে হুগলির জন্য মার্ক্সীয় অনুশীলন কেন্দ্র চালু করেন বিমানবাবু। সিপিএম সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুরের সিপিএম কার্যালয়ে (বিজয় মোদক ভবন) ওই কেন্দ্র চলবে। সেখানে দলের নবীন সদস্যদের মার্কসীয় তত্ত্ব শেখানো হবে। |