|
|
|
|
মোদী প্রধান অতিথি, ডাক সম্মেলন বয়কটের |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
প্রধান অতিথি হিসেবে নাম ছিল গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর তাতেই ক্ষেপে গিয়ে সম্মেলন বয়কটের ডাক দিল বিভিন্ন মুদ্রণ সংস্থা। আগামী ২ মার্চ দিল্লিতে ‘রোমান্সিং প্রিন্ট ২০১৩’ নামের এই সম্মেলন হওয়ার কথা। বিভিন্ন দেশি এবং বিদেশি মুদ্রণ সংস্থার এই সম্মেলনে যোগ দেওয়ার কথা। তার আগে মোদী নিয়ে মুদ্রণ সংস্থাগুলির হুমকিতে কপালে চিন্তার ভাঁজ পরেছে উদ্যোক্তাদের।
কিছু দিন আগেই তাঁর ভাষণে মন জয় করে নিয়েছিলেন দিল্লির কলেজ পড়ুয়াদের। কিন্তু সেই দিল্লিতে অনুষ্ঠেয় সম্মেলনে বিতর্কের কেন্দ্রবিন্দুতে মোদী। আর এর থেকে একটা জিনিস বেশ স্পষ্ট, রাজনীতির অলিন্দে নরেন্দ্র মোদী যতই পরিচিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হোক না কেন ভারতের আমজনতার মন জয়ে এখনও অনেক দূর যেতে হবে তাঁকে।
মোদী-বিতর্কে বিভিন্ন মুদ্রণসংস্থাগুলির বক্তব্য একই। মুদ্রণ সংস্থার সম্মেলনে এক জন রাজনৈতিক ব্যক্তিত্ব কোনও ভাবেই স্বাগত নন। তার উপরে লেখালেখির জগতেও তাঁর কোনও উল্লেখযোগ্য অবদান নেই বলেই মনে করেন অনেকে। “এটা শুধুই লোক টানার কৌশল”, মন্তব্য এক মুদ্রণ সংস্থা প্রধানের।
তবে মুদ্রণ সংস্থাগুলির হুমকি সত্ত্বেও নিজেদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে রাজি নন উদ্যোক্তা সংস্থাগুলি। তাদের তরফে জেকব জর্জ বলেন, “ওঁরা ওঁদের মত জানাতেই পারেন। কিন্তু তার জন্য আমরা সম্মেলন বন্ধ করব না।” বরং তাঁর মতে, “অনুপ্রাণিত করতে মোদীর বিকল্প হয় না। কী ভাবে স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে হয় তা তিনি জানেন।” তাই প্রতিবাদ করার বদলে কী ভাবে ব্যবসা বাড়ানো যায় তা মোদীর থেকে শেখা দরকার বলে মনে করেন জেকব। প্রসঙ্গত, গত বছরের এই মুদ্রণ সংস্থার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চেতন ভগত। |
|
|
|
|
|