টুকরো খবর |
মাদক পাচারে ধৃত কর্নেল হাজতে
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
মাদক পাচার করতে গিয়ে ধৃত সেনাকর্তার বিষয়ে মুখে কুলুপ এঁটেছে মণিপুর পুলিশ। গত কাল ইম্ফল বিমানবন্দর থেকে সেনা কনভয়ে এফেড্রিন জাতীয় প্রায় ২০ কোটি টাকা মূল্যের ট্যাবলেট পাচার করার সময় ধরা পড়েন ৫৭ নম্বর মাউন্টেন ডিভিশনের মুখপাত্র কর্নেল অজয় চৌধুরী, ১৬৫ ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের সেপাই আর কে বাবলু ও ইন্ডিগো এয়ারের সহকারী ম্যানেজার (নিরাপত্তা) গাইরংবাম ব্রজেন্দ্র সিংহ এবং ইম্ফলের তিন যুবক। আজ আদালত তাদের ৮ মার্চ অবধি পুলিশ হাজতে পাঠায়। সেনাসূত্রে খবর, কর্নেল মুখপাত্র হিসাবে ডেপুটেশনে ছিলেন এবং তা নিয়মিত সামরিক পোস্টিং-এর ভিতরে পড়ে না, তাই তাঁর বিচার অসামরিক আদালতে হতে পারে। তবে, থৌবালের এসপি এ কে ঝালজিৎ সিংহ বলেন, “তদন্ত চলছে। তাই আজ কিছু বলা যাবে না।” তবে পুলিশ জানায়, আজ ধৃত ছ’জনকে থৌবাল সিজেএম আদালতে তোলা হয়। বিচারক নতুনেশ্বরী দেবী তাঁদের ১২ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। সকলেই আপাতত কাকচিং থানায় রয়েছে। মাদক আইনের ২১ ও ২৯ নম্বর ধারায় কর্নেল ও বাকিদের নামে পুলিশ মামলা রুজু করেছে। পাশাপাশি, মণিপুর পুলিশের নারকোটিকস অ্যান্ড অ্যাফেয়ার্স অফ বর্ডার বা ‘ন্যাব’ শাখা বিমানবন্দর থেকেও সিউডোএফেড্রিন ট্যাবলেটের ভাণ্ডার বাজেয়াপ্ত করে। আন্তর্জাতিক বাজারে আট লক্ষ টাকা মূল্যের এই ওষুধ গুয়াহাটি থেকে ইম্ফলের স্টোভ মিস্ত্রি রাজকুমার রাইয়ের নামে পাঠানো হয়েছিল। আজ রাজকুমারকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। ন্যাব সূত্রে খবর, গুয়াহাটি থেকে রাজকুমারের বন্ধু চঞ্চল ট্যাবলেটগুলি পাঠিয়েছিল। তবে এটি আন্তর্জাতিক চক্রের অংশ। যে চক্রে ‘কাংলেই ইয়াওল কান্না লুপ’ জঙ্গি সংগঠন, সেনাবাহিনী ও পুলিশের একাংশ, বিমান সংস্থার কিছু কর্মী সক্রিয়ভাবে জড়িত। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ বা পঞ্জাব থেকে এই ধরনের মাদক ওষুধ পাইকারিভাবে কিনে উত্তর-পূর্বে পাঠানো হচ্ছে। এরপর, সেনা-পুলিশের একাংশের সাহায্যে ওষুধ পাঠানো হচ্ছে মায়ানমারে। |
ফের ডাইনি অপবাদে দম্পতি খুন ঝাড়খণ্ডে
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ডাইনি অপবাদ দিয়ে এক প্রবীণ আদিবাসী দম্পত্তিকে খুন করল এক ব্যক্তি। ঘটনার কথা নিজের মুখে স্বীকার করে শেষ পর্যন্ত পুলিশের কাছে আত্মসমর্পণও করে সে। রবিবার রাতে ঘটনাটি ঘটছে ঝাড়খণ্ডের সিমডেগা জেলায়। এসপি প্রভাত কুমার জানান, মৃত দম্পতির নাম ভিনসেন্ট কেরকেট্টা (৬৫) ও জোসেফিন কেরকেট্টা (৬০)। আজ সকালে বোরাঘাট গ্রামে তাঁদের বাড়ি থেকেই দম্পতির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পিছনে সম্পত্তি দখলের অভিসন্ধি রয়েছে বলেই দাবি করেছে মহিলা কমিশন। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লিবনাস নামে বছর পঁয়ত্রিশের এক যুবককে গ্রেফতার করেছে স্থানীয় খেতিনগর থানার পুলিশ। লিবনাসের প্রতিবেশী ছিলেন ওই দম্পতি। জেরার মুখে ওই যুবক পুলিশকে জানিয়েছে, তার মেয়ে অনেক দিন ধরেই অসুস্থ। গত কয়েকদিন ধরেই মেয়ের শরীর খুবই খারাপ ছিল। ওই যুবককে গ্রামের কয়েকজন বুঝিয়েছিল কেরকেট্টা দম্পতি ডাইনি। তাঁরা ডাকিনী বিদ্যা চর্চা করেন। ওই দম্পতির নজর লাগায় মেয়ে সুস্থ হচ্ছে না। যারা লিবনাসকে এমনটা বুঝিয়েছিলেন তাদের সন্ধান শুরু করেছে পুলিশ। এসপি জানান, রবিবার সন্ধ্যায় স্থানীয় কুরকুরাহাট বাজারে যখন ওই দম্পতি বাজার করছিলেন সেখানে গিয়েই লিবনাস তাঁদের সঙ্গে বচসা শুরু করে। কিন্তু সেই ঘটনা যে খুনের পর্যায়ে পৌঁছবে তা কেউই বুঝতে পারেনি। রাতে যখন ওই দম্পতি নিজেদের ঘরে ঘুমোচ্ছিলেন তখন ওই যুবক সেখানে ঢুকে কুড়ুল দিয়ে কেরকেট্টা দম্পতিকে খুন করে। পরে সে নিজের বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়ে। গ্রামবাসীরা জানান, আজ সকালে গর্বের সঙ্গেই নিজের কাজের কথা লিবনাস স্বীকার করে গ্রামের কয়েকজন লোকের সামনে। তখন তাঁরাই লিবনাসকে থানায় গিয়ে আত্মসমর্পণ করার পরামর্শ দেয়। সে থানায় গিয়ে আত্মসমর্পণ করে। |
খাদে গাড়ি পড়ে জখম বিধায়ক
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হলেন সিপিএমের প্রবীণ বিধায়ক নারায়ণ রূপিনি। বর্তমানে তিনি চড়িলাম কেন্দ্রে সিপিএমের বিধায়ক এবং দলের রাজ্য কমিটির সদস্য। সকালে পাহাড়ি রাস্তায় দলীয় কাজে কমলপুর থেকে গণ্ডাছড়া যাওয়ার পথে নারায়ণবাবুর গাড়ি বেসামাল হয়ে গভীর খাদে পড়ে যায়। নারায়ণবাবুর মাথায় চোট লাগে। এ ছাড়াও তাঁর একটি পা ভেঙে গিয়েছে। আহত হয়েছে তাঁর দেহরক্ষী ও গাড়ির চালক। তাঁদের সবাইকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সিপিএমের মুখপাত্র গৌতম দাস বলেন, ‘‘চিকিৎসকের মতে তাঁদের অবস্থা এখন স্থিতিশীল।’’ |
সাফল্য ২২ বার
নিজস্ব সংবাদদাতা • শ্রীহরিকোটা |
সাতটি কৃত্রিম উপগ্রহকে নিয়ে গিয়ে মহাকাশে নির্ধারিত কক্ষপথে স্থাপন করল ভারতের পিএসএলভি। নিখুঁত ভাবে পুরো কাজটা সমাধা হল ৪ মিনিটে। মহাকাশে উপগ্রহ স্থাপনের কাজে এই নিয়ে ২২ বার সফল হল ভারত। সোমবার যে উপগ্রহগুলি পৃথিবী পরিক্রমা শুরু করল, তার ছ’টিই বিদেশি। সপ্তমটি ভারত-ফ্রান্স যৌথ উদ্যোগে তৈরি। নাম ‘সরল’। সমুদ্রবিজ্ঞান সংক্রান্ত গবেষণার কাজে লাগবে এটি। এ দিনের উৎক্ষেপণ ইসরোর ১০৩-তম অভিযান ছিল। মহাকাশ বর্জ্যের সঙ্গে সংঘর্ষ এড়াতে নির্ধারিত সময়ের চেয়ে ছ’মিনিট দেরিতে, সন্ধে ৬টা ১-এ শ্রীহরিকোটা থেকে যাত্রা শুরু করে পিএসএলভি। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন সেখানে। |
ট্রেনে সংজ্ঞাহীন মা ও ছেলে
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ট্রেনে মিলল মা ও ছেলের সংজ্ঞাহীন দেহ। ঘটনাটি ঘটেছে ডাউন কামরূপ এক্সপ্রেসে। পুলিশ জানায়, যোরহাট থেকে ট্রেনে উঠেছিলেন মনোরমা বরা ও আড়াই বছরের ছেলে পিঙ্কু। নাজিরায় সহযাত্রীদের সঙ্গে খাবার ভাগাভাগি করে খেয়েছিলেন তাঁরা। তার কিছুক্ষণ পরেই দু’জন অজ্ঞান হয়ে যায়। হোজাই স্টেশনে সহযাত্রীরাই রেল পুলিশকে খবর দেয়। পুলিশ মা-ছেলেকে হাসপাতালে ভর্তি করে। পরে সুস্থ হলে তাঁদের ফের রাজাবাড়ি পাঠিয়ে দেওয়া হয়। মনোরমাদেবীর বক্তব্য, তাঁর কিছুই খোয়া যায়নি। কী ভাবে তাঁরা অজ্ঞান হলেন তা নিয়ে পুলিশ এখনও ধন্দে। |
ট্রাকচালক অপহৃত
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ট্রাক থামিয়ে মুর্শিদাবাদের এক চালককে অপহরণ করল দুষ্কৃতীরা। নামনি অসমের চিরাং জেলার ঘটনা। পুলিশ জানায়, গত রাতে শান্তিপুরে চাল নামিয়ে ফিরছিল ট্রাকটি। নাংদোরবার এলাকায় বড়ো জঙ্গিরা অস্ত্র দেখিয়ে ট্রাকটি থামায়। চালক মফিদুল শেখকে নামিয়ে নিয়ে চলে যায় তারা। ট্রাকের খালাসি ওয়াসিকুল আলি থানায় ঘটনাটি জানান। চালকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। |
আপস চান না মেঘেন
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
শান্তি আলোচনায় অংশ নিচ্ছে না মণিপুরি জঙ্গি সংগঠন ইউএনএলএফ। সংগঠনের প্রধান রাজকুমার মেঘেন দীর্ঘদিন এনআইএর হেফাজতে রয়েছেন। কেন্দ্রের তরফে তাঁর উপরে শান্তি আলোচনা শুরু করার জন্য চাপ দেওয়া হচ্ছে দীর্ঘদিন। কিন্তু আজ মেঘেনের মত উদ্ধৃত করে ইউএনএলএফ বিবৃতি পাঠিয়ে জানায়, শত চাপ সত্ত্বেও ইউএনএলএফ ভারত সরকারের সঙ্গে আপস করবে না। কোনও রকম শান্তি আলোচনায় মত দেননি মেঘেন। |
সন্তান-সহ মৃত মা
নিজস্ব সংবাদদাতা • পটনা |
আগুন লেগে দুই সন্তান-সহ মায়ের মৃত্যু হল। আজ সকালে বেগুসরাইয়ের পাবরা গ্রামে ঘটনাটি ঘটেছে।পুলিশ জানিয়েছে, নিহতদের নাম: ঊষা দেবী (৩৫), সোনালি কুমারী (৭) এবং তিন মাসের সরস্বতী কুমারী। পুলিশ জানিয়েছে, সকালে চা করতে গিয়ে ওই মহিলার কাপড়ে আগুন লেগে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে ঘরে। তাতে ওই দুই বাচ্চারও মৃত্যু হয়। |
সাক্ষ্য দিলেন সিঙ্গাপুরের চিকিৎসক
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
দামিনীর মৃত্যুর পর ময়নাতদন্ত করেছিলেন সিঙ্গাপুরের যে চিকিৎসক, সোমবার আদালতে সাক্ষ্য দিলেন তিনি। এ দিন দিল্লির একটি আদালতে ভিডিওলিঙ্কের মাধ্যমে নানা প্রশ্নের উত্তর দেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ওই চিকিৎসক। বিরোধী পক্ষের আইনজীবীও প্রশ্ন করেন তাঁকে। ১৬ ডিসেম্বরের ঘটনার পর দিল্লির এক হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন দামিনী। পরে সিঙ্গাপুরের হাসপাতালে পাঠানোর পর মৃত্যু হয় তাঁর। |
ফাঁসিই চান
নিজস্ব সংবাদদাতা • পাটিয়ালা |
পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংহকে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ২০০৬ সালে। সম্প্রতি বোনকে লেখা একটি চিঠিতে সেই বলবন্ত সিংহ রাজোয়ানা বলেছে, এ বার ফাঁসিকাঠেই ঝুলতে চায় সে। চার পৃষ্ঠার খোলা চিঠিতে বলবন্ত স্পষ্ট জানিয়েছে, কংগ্রেসের সামনে নতজানু হয়ে প্রাণভিক্ষার আর্জি করেনি সে। কেউ করুক, তা-ও চায়নি। তার হয়ে অকারণ দরবার করার প্রয়োজন নেই।
|
পথ দুর্ঘটনায় মৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
আলু পেঁয়াজ বোঝাই ট্রাকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল যুবকের। জখম ট্রাকচালক সহ ৪ জন। সোমবার ধুবুরির মদেরগোলায় দুর্ঘটনাটি ঘটে। মৃত রাসিদুল হক (২৮)-এর বাড়ি নলবাড়ির রামপুর-দোশাল গ্রামে। |
|