রক্ষকই ভক্ষক। ফের অভিযুক্ত কলকাতা পুলিশ।
মানিকতলা থানা এলাকায় ডাকাতির অভিযোগ, বেনিয়াপুকুরে ধর্ষণে অভিযুক্ত হওয়ার পরে এ বার হেস্টিংস থানা এলাকায় এক মহিলার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর এবং এক কনস্টেবলের বিরুদ্ধে। মহিলার অভিযোগ পেয়ে শেষ পর্যন্ত কালীচরণ বিশ্বাস ও প্রদীপ ঘোষ নামে ওই দুই পুলিশকর্মীকে সোমবার গ্রেফতার করা হয়। কালীচরণ ওয়্যারলেস বিভাগের এএসআই, প্রদীপ গাড়িচালক। পুলিশের দাবি, ছিনতাই হওয়া টাকাও মিলেছে ধৃতদের কাছে।
ঘটনার সূত্রপাত ২২ ফেব্রুয়ারি, শুক্রবার। হেস্টিংস থানা এলাকা দিয়ে ওই মহিলা গাড়ি চালিয়ে ফিরছিলেন। অভিযোগ, কলকাতা পুলিশের ওয়্যারলেস বিভাগের টহলদার গাড়ি থেকে ওই দুই পুলিশকর্মী তাঁকে গাড়ি থামাতে বলেন। নিরাপত্তার কারণ দেখিয়ে গাড়ি তল্লাশির নামে তাঁর থেকে সাড়ে চার হাজার টাকা কার্যত ছিনতাই করেন তাঁরা। খোদ পুলিশ কমিশনার সুরজিৎ করপুরকায়স্থের কাছে গত শনিবার অভিযোগ জানান ওই মহিলা।
পুলিশ সূত্রের খবর, গোয়েন্দাপ্রধান পল্লবকান্তি ঘোষকে ঘটনার তদন্ত করতে ওই দিনই নির্দেশ দেন পুলিশ কমিশনার। মহিলাকে লালবাজারে ডেকে পাঠানো হয়। অভিযুক্ত দুই পুলিশকর্মীর ‘স্কেচ’ও আঁকানো হয়। মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হয়, সেই রাতে ঠিক কোথায় তাঁর গাড়ি থামানো হয়েছিল। তদন্তে নেমে পুলিশ অফিসারেরা ওই দুই কর্মীর স্কেচ দেখান ওয়্যারলেস বিভাগের অন্য কর্মীদের। তাঁরাই শনাক্ত করেন কালীচরণ এবং প্রদীপকে।
পুলিশ জানায়, লালবাজারে ডেকে পাঠানো হয় অভিযুক্তদের। গোয়েন্দাদের দাবি, জেরায় ধৃতেরা অভিযোগ স্বীকার করেন। লালবাজারের সেন্ট্রাল লক আপে তাঁদের রাখা হয়েছে। আজ, মঙ্গলবার অভিযুক্তদের ব্যাঙ্কশাল কোর্টে হাজির করানো হবে। |