ভোটকর্মীর ভুলের জেরে আজ ফের ভোট একটি বুথে |
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
বৈদ্যুতিন ভোটযন্ত্রে গণ্ডগোলের জেরে নলহাটির ১৮৬ নম্বর বুথে ফের ভোটগ্রহণের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আজ, মঙ্গলবার নলহাটি থানার ধামড়ি প্রাথমিক বিদ্যালয়ের ওই বুথটিতে ফের ভোট নেওয়া হবে। ওই বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার সুব্রত রায় বলেন, “ওই বুথে ভোটগ্রহণের সময় এক কর্মীর ভুলে অতিরিক্ত চারটি ভোট পড়ে গিয়েছিল। তাই ওই বুথে নতুন করে ভোট নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওই কর্মীকেও শো-কজ করা হয়েছে।” বীরভূমের পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “বুথের ভেতরে চারজন প্যারা মিলিটারি ফোর্স থাকবেন। সেই সঙ্গে রাজ্য পুলিশের একজন পুলিশকেও ওই বুথে মোতায়েন করা হবে। বুথের বাইরে গাড়ি চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি থাকবে।”
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধামড়ি গ্রামের ওই বুথে ৫১৯ জন ভোটার। গত শনিবার ৯৪টি ভোট পড়ার পর পরবর্তী ভোটার ভোট দেওয়ার সময় ইভিএমে ত্রুটি ধরা পড়ে। তিনি ভোট দিলেও যন্ত্র থেকে আওয়াজ আসছিল না। যন্ত্রের দায়িত্বে থাকা এক ভোটকর্মী তা ঠিক করতে গেলে ভুল করে চারটি ভোট পড়ে যায়। পরে অবশ্য নতুন ইভিএম এনে বাকি ভোট নেওয়া হয়। সুব্রতবাবু জানিয়েছেন, এ নিয়ে রাজনৈতিক দলগুলি কোনও অভিযোগ না করলেও বিভ্রান্তি এড়াতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ওই বুথে নতুন করে ভোট নেওয়ার নির্দেশ দিয়েছেন। আজ, মঙ্গলবার নির্ধারিত সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হবে।
ওই বুথে নতুন করে ভোট নেওয়ার খবরে নড়েচড়ে বসেছেন প্রার্থীরাও। তৃণমূল প্রার্থী বিপ্লব ওঝা-র দাবি, “মানুষ শাসকদলের পক্ষে ভোট দিয়েছেন। ওই বুথেও তার ব্যতিক্রম হবে না।” ফের ভোট নেওয়া হলেও, মানুষ তাঁকে জেতাতেই আবার ভোট কেন্দ্রে আসবেন বলে মনে করছেন কংগ্রেসপ্রার্থী আব্দুর রহমান। অন্য দিকে, ফব প্রার্থী দীপক চট্টোপাধ্যায়ের আবার দাবি, “ওই এলাকায় ৮০ শতাংশ মানুষই আমাদের পাশে আছেন। মঙ্গলবারও তার ব্যতিক্রম হবে না।” |