শরীরে যন্ত্রাংশ ঢুকে মৃত্যু কিশোরের
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
পাওয়ারটিলারের যন্ত্রাংশ শরীরে ঢুকে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে নলহাটি থানার তেজহাটি গ্রামে। মৃত রাকিব শেখের (১৪) বাড়ি মুর্শিদাবাদের এলাহিগঞ্জে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাকিব তার বাবা সাজ্জাদ রহমানের সঙ্গে মাস তিনেক আগে তেজহাটি গ্রামে খেজুর রস সংগ্রহের জন্য আসে। তারা তেজহাটি গ্রামে একটি পুকুরপাড়ে কুঁড়ে ঘর করে থাকত। সাজ্জাদ রহমান বলেন, “রবিবার দুপুরে আমি গ্রামের ভিতরে খেজুর পাতা কাটতে গিয়েছিলাম। পাওয়ারটিলারের যন্ত্রাংশ ছেলের শরীরে ঢুকে গিয়েছে। রামপুরহাট মহকুমা হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছিল। বর্ধমান মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ৯টা নাগাদ বোলপুরের কাছে ছেলে মারা যায়।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাকিব পাওয়ারটিলার নিয়ে জমির আল পেরিয়ে যাচ্ছিল। নিয়ন্ত্রণ না রাখতে পেরে যন্ত্রটির একটি অংশ তার শরীরের ঢুকে যায়। অন্য দিকে, সোমবার নলাহটি ২ ব্লক অফিস যাওয়ার রাস্তায় গাড়ির ধাক্কায় দুই বালক জখম হয়েছে। জখম নুরুল হাসান ও রোহন শেখকে রামপুরহাট হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লোহাপুর মহাবীর রাম হাইস্কুলের মাধ্যমিকের প্রশ্নপত্র থানায় রয়েছে। প্রধান শিক্ষককে সঙ্গে নিয়ে থানায় যাওয়ার কথা ছিল গাড়িটির। সেই সময় ওই দুই বালক সাইকেল চালিয়ে যাচ্ছিল। ব্লক অফিস যাওয়ার রাস্তায় ওই গাড়ির ধাক্কায় দুই বালক ছিটকে পড়ে।
|
বসন্ত উৎসবে স্থান বদলের আবেদন
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
সকালের অনুষ্ঠানে প্রচুর লোক সমাগম হতে পারে তাই সকালের অনুষ্ঠান আশ্রম মাঠের পরিবর্তে পৌষমেলার মাঠে করার আবেদন জানিয়েছিলেন বিশ্বভারতীর কর্মিমণ্ডলী, কর্মীসঙ্ঘ, অধ্যাপকসভা, প্রাক্তনী ও আশ্রমিকদের একাংশ। সেই আবেদনের ভিত্তিতে সম্প্রতি শান্তিনিকেতন ট্রাস্ট পৌষমেলার মাঠে থাকা স্থায়ী মঞ্চ সংস্কারে হাত দিয়েছে। ট্রাস্টের সান্মানিক সম্পাদক অনিল কোনার বলেন, “ট্রাস্টের খরচে স্থায়ী মঞ্চ আরও চওড়া করা হবে। এমনিতে মঞ্চটি লম্বায় ২৬ ফুট ও চওড়ায় ২৫ ফুট। বসন্ত উৎসবের জন্য ৪০ ফুট চওড়া এবং ৫০ ফুট লম্বা প্রয়োজন।” বিশ্বভারতীর কর্মিমণ্ডলীর যুগ্ম সম্পাদক সৌগত সামন্ত বলেন, “বসন্ত উৎসবের সকালের অনুষ্ঠান পৌষমেলার মাঠে করা নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সবার সঙ্গে কথা বলে সুনির্দিষ্ট প্রস্তাব উপাচার্যকে দেওয়া হয়েছে। সব দিক বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন।”
|
সাইটে পা
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
বিশ্বজুড়ে থাকা প্রাক্তনীদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং উন্নয়নে তাঁদের মতামত ও চিন্তভাবনাকে কাজে লাগানোর জন্য ‘স্যোশাল নেটওয়ার্কিং সাইটে’ পা দিচ্ছে বিশ্বভারতীর অর্ন্তবর্তী কমিটি। বৃহস্পতিবার বিশ্বভারতীর অর্ন্তবর্তী কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সম্পাদক অনিল কোনার বলেন, “এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বিশ্বভারতীর প্রাক্তনীদের সঙ্গে যোগাযোগ করা ছাড়াও তাঁদের সুচিন্তিত মতামতও গ্রহণ করা যাবে।”
|