নিরাপত্তারক্ষীর চাকরি পাওয়ার দাবিতে তৃণমূলের কয়েকজন সমর্থক এসে বিক্ষোভ দেখাল কাজ চলছে শ্রাচী গোষ্ঠীর নির্মিয়মাণ আবাসন প্রকল্পে। বৃহস্পতিবার নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। বামফ্রন্টের আমলে বর্ধমানের গোদা মৌজায় এই আবাসন তৈরির কাজ শুরু হয়েছিল। পরে তৃণমূল ক্ষমতা আসতেই জমির বর্ধিত দাম চেয়ে বেশ কিছু মামলা-মোকদ্দমা শুরু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আবাসনের এক কর্মী জানান, বৃহস্পতিবার প্রায় ১০-১২ জন লোক এসে দাবি করে যে এই আবাসনে নিরাপত্তারক্ষীর কাজ দিতে হবে তাঁদের। |
কিন্তু যেহেতু মন্ত্রী তথা বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধায় এই নিরাপত্তারক্ষী ও অন্যান্য নিয়োগের ব্যাপারে তৃণমূলের স্থানীয় নেতাদের, প্রকল্পের জমিদাতাদের একটি তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছেন, তাই তাঁরা ওই লোকেদের কাজে নিতে চাননি। বিক্ষোভের জেরে কিছুক্ষনের জন্য কাজও বন্ধ থাকে। তবে পরে কাজকর্ম স্বাভাবিক ভাবেই চলেছে। রবিরঞ্জনবাবু বলেন, “ওখানে নিরাপত্তারক্ষী নিয়োগ নিয়ে কিছুটা মতানৈক্য রয়েছে আমাদেরই কয়েকজনের মধ্যে। তবে যত কর্মী নিয়োগ হবে, সবটাই হবে সচ্ছতার সঙ্গে। আমি মঙ্গলবার বর্ধমানে যাচ্ছি। বর্ধমান উন্নয়ন পর্যদে গিয়ে এই বিষয়ে দলের লোকেদের সঙ্গে কথাও বলবো। আশা করি গোলমাল মিটিয়ে ফেলা যাবে।” তাঁর দাবি, ওই প্রকল্পের কাজ বন্ধ হয়ে গিয়েছে বলে রটানো হলেও, বাস্তবের তা হয়নি।
সংস্থার বর্ধমান ও কলকাতা অফিসে ফোন করা হলেও কেউ প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি। |
জামালপুরে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সম্প্রতি কৃষি, পুষ্প, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনী ও প্রতিযোগিতা হয়ে গেল বর্ধমানের জামালপুর ব্লকের আঁটপাড়া ফুটবল মাঠে। ছ’দিন ব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির, বস্ত্র ও ভূমি দফতরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ। ছিল গান, আবৃত্তি, নৃত্য-সহ নানা প্রতিযোগিতা। প্রায় আড়াইশো জনকে পুরস্কার দেওয়া হয়। |