টুকরো খবর
আবাসন ভাঙা শুরু ইসলামপুরে
ইসলামপুর ব্লক পাড়ার স্বাস্থ্য দফতরের পরিত্যক্ত আবাসনটি ভেঙে পেলার কাজ শুরু করেছে পুরসভা। শনিবার সকালে পরিত্যক্ত তিন তলা আবাসনটির ছাদ ভেঙে পড়ে। ছাদ ভেঙে চাপা পড়ে মৃত্য বয় এলাকারই বাসিন্দা এক মাধ্যমিক পরীক্ষার্থীর। ফের যাতে আবাসনের কোনও অংশ ভেঙে দুর্ঘটনা না ঘটে সে কারণেই আবাসনটি পুরোপুরি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে বলে পুরসবার তরফে জানানো হয়েছে। যদিও পুর কতৃপক্ষের দাবি, ইসলামপুর স্বাস্থ্য দফতরের ওই আবাসনটি প্রায় ৫ বছর ধরেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল বলেন, “পূর্ত দফতরের কাজ করার কথা কিন্তু এতদিনেও তারা পরিত্যক্ত আবাসনটি ভাঙে নি।. সেখানে ইট চুরির সময় ছাদ ভেঙে এক ছাত্রের মৃত্যু হয়েছে। আবাসনটি ওই অবস্থায় ফেলে রাখলে ফের বড় ধরণের ঘটনা ঘটতে পারে.সেই কারণেই পরিত্যক্ত আবাসনটির বাকি অংশ ভেঙে ফেলা হচ্ছে।” এলাকার বাসিন্দারা জানিয়েছেন, শনিবার সুকান্ত পল্লির ওই পরিত্যক্ত আবাসনের ভিতরে ইট চুরি করছিল স্থানীয় কিছু ছেলে। সে সময় সেই আবাসনটির একদিকের অংশের তিন তলা ছাদের পুরোটাই ভেঙে ধসে যায়। চাপা পড়ে এক জনের মৃত্যু হলেও, বাকিরা প্রাণে বেঁচে যায়। পুরসভার কর্তাদের দাবি, ওই আবাসনটি ভেঙে ফেলার বিষয়ে প্রশাসনকে বার বার জানিয়েও কাজ হয় নি। ইসলামপুরের মহকুমা শাসক সমনজিত সেনগুপ্ত বলেন, “আবাসনটি না ভাঙলে ফের একটা দুর্ঘটনার আশঙ্কা থেকেই যেত।”

ধুঁকছে সমিতি, ক্ষোভ
কাজ না পেয়ে রাজ্যের সমবায় সমিতি অনুমোদিত ইঞ্জিনিয়ার কো অপারেটিভ সমিতি গুলি বন্ধ হতে বসেছে বলে অভিযোগ করল স্টেট ইঞ্জিনিয়ার কো অপারেটিভ অর্গানাইজেশন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সংগঠনের দু’দিনের রাজ্য সম্মেলনে রবিবার এই অভিযোগে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে প্রস্তাহ আনা হয়। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক নবকুমার ঘোষের অভিযোগ, “বিগত বাম আমল থেকে ইঞ্জিনিয়ার কোঅপারেটিভ সোসাইটি গুলি কাজের অভাবে ধুঁকতে শুরু করে। সরকারি নিয়মে রাস্তা, সেতু, বাঁধ, ভবন ইত্যাদি তৈরিতে পূর্ত সেচ পুরসভা বা জেলাপরিষদ সহ বিভিন্ন সংস্থার তরফে প্রকল্প পিছু ২০ শতাংশ কাজ সমিতিগুলির জন্য সংরক্ষিত থাকলেও গত ৫ বছর থেকে ২ শতাংশের বেশি কাজ দেওয়া হচ্ছে না।” সংগঠন সূত্রে জানানো হয়েছে, কাজের অভাবে রাজ্যে ১৮৩৪ টি সমিতির সঙ্গে যুক্ত প্রায় ২২ হাজার শিক্ষিত বেকার যুবকের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। ইতিমধ্যে ৬৪২টি সমিতি বন্ধ হয়ে গিয়েছে। রবিবার সম্মেলনের শেষ দিনে বিষয়টি নিয়ে শীঘ্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দারস্থ হওয়ার সিদ্ধান্ত হয়েছে।

হামলায় জখম
পাচারকারীদের হামলায় জখম হলেন এক বিএসএফ জওয়ান। শনিবার রাতে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানার মোল্লাপাড়া সীমান্তে। হেমন্ত কুমার নামে ওই জওয়ানকে গুরুতর জখম অবস্থায় রাতেই উত্তরদিনাজপুরের কর্ণজোড়ায় বিএসএফের হাসপাতালে ভর্তি করানো হয়। সংশ্লিষ্ট সাটিমারি ফাঁড়ির অ্যাসিস্টেন্ট কমান্ড্যান্ট যাদব মোহকে জানান, সীমান্তে টহল দেওয়ার সময় ৪-৫ জন দুষ্কৃতী লাঠিসোটা নিয়ে আক্রমণ করেছিল। তাদের হামলায় ওই জওয়ান জখম হন। বিএসএফের অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

বাড়ি ফিরলেন অসুস্থ বাম-নেতা
ঘেরাওয়ে অসুস্থ হয়ে পড়া তুফানগঞ্জ পুরসভার সিপিএম কাউন্সিলার ধীরেন্দ্রনাথ সাহা হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। রবিবার সকালে তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তিনি বাড়িতে ফিরে যান। শনিবার রাতে অস্থায়ী কর্মী নিয়োগের দাবিতে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার ও সমর্থকরা পুরসভার সিপিএম চেয়ারম্যান সহ বাম কাউন্সিলরদের ঘেরাও করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ চলাকালীন অসুস্থ হন ধীরেন্দ্রনাথবাবু। পুলিশের সাহায্যে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। রাত সওয়া ১১টা নাগাদ দাবি পূরণের আশ্বাস দিলে বাকিরা ঘেরাও মুক্ত হন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.