টুকরো খবর
স্মৃতি দৌড়
সারেঙ্গার আইসি রবিলোচন মিত্রের স্মরণে দৌড় প্রতিযোগিতা। ছবি: উমাকান্ত ধর।
মাওবাদীদের গুলিতে নিহত সারেঙ্গা থানার আইসি রবিলোচন মিত্রের স্মরণে দৌড় প্রতিযোগিতা হল রবিবার। বাঁকুড়া জেলা পুলিশ আয়োজিত এই প্রতিযোগিতা এ বার তিন বছরে পড়ল। সিমলাপাল হাইস্কুল মোড় থেকে শুরু হওয়া ১০ কিলোমিটার দৌড় শেষ হয় সারেঙ্গার পিড়রগাড়ি মোড়ে। প্রথম হন সিমলাপালের নির্মল মাহাতো, দ্বিতীয় গোয়ালতোড় থানার হেত্যা গ্রামের সমীর মাহাতো এবং তৃতীয় সারেঙ্গার নিমডাঙা গ্রামের ধীরেন মুর্মু। ছোটদের মধ্যে বুরলি হেমব্রম, রাহুল দুলে ও হেমল হেমব্রমকে পুরস্কৃত করা হয়। জেলা পুলিশ জানিয়েছে, প্রায় ৪০০ জন যোগ দিয়েছিলেন। ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি রাতে সারেঙ্গার গোবিন্দপুর মোড়ে মাওবাদী-পুলিশ গুলির লড়াইয়ে নিহত হন রবিলোচনবাবু। দৌড় শেষে সফল প্রতিযোগীদের পুরস্কার দেওয়া হয়। ছিলেন এসপি মুকেশ কুমার, অতিরিক্ত পুলিশ সুপার রূপেশ কুমার, নিহত আইসি-র স্ত্রী সুদীপ্তা মিত্র ও ছেলে রণবীর মিত্র।

পরীক্ষাকেন্দ্র পরিবর্তন
পুরুলিয়া শহরে দু’টি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের পরিবর্তন করা হয়েছে। জেলার মাধ্যমিক মনিটরিং কমিটির আহ্বায়ক ভাস্কর মাহাতো জানিয়েছেন, দু’টি পরীক্ষা কেন্দ্রে জরুরি কারণে সামান্য পরিবর্তন করতে হয়েছে। হরিজন কল্যাণ সমিতি গিরীশচন্দ্র মেমোরিয়াল উচ্চতর বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রীর পরীক্ষাকেন্দ্র ছিল রাজস্থান বিদ্যাপীঠে, তাদের মধ্যে ছাত্রদের ১১৯ জনের পরীক্ষাকেন্দ্র হয়েছে মানভূম ভিক্টোরিয়া ইন্সস্টিটিউশনে। আর ওই স্কুলের ছাত্রীদের ১৩৪ জনের পরীক্ষা কেন্দ্র হয়েছে চিত্তরঞ্জন গালর্স উচ্চ বিদ্যালয়ে। অন্য দিকে, চিত্তরঞ্জন গালর্স উচ্চ বিদ্যালয়ের ১২০ জন ছাত্রী, যাদের পরীক্ষা কেন্দ্র ছিল কস্তুরবা উচ্চ বিদ্যালয়ে, তাদের পরীক্ষা কেন্দ্র হয়েছে রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) রাধারানি মুখোপাধ্যায় বলেন, “পরিকাঠামোগত সমস্যার কারণে এই রদবদল করতে হয়েছে। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে এই রদবদলের কথা জানিয়ে দেওয়া হয়েছে।”

গণপিটুনিতে মৃত্যু
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে দুই দুষ্কৃতীকে বেধড়ক মারধর করলেন বাসিন্দারা। গণধোলাইয়ে এক জনের মৃত্যু হয়। অন্য জন গুরুতর জখম। রবিবার ভোররাতে বাঁকুড়া সদর থানা সংলগ্ন এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ফরিদ মল্লিক (২৬)। জখম শেখ বাবু বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্‌সাধীন। দু’জনেই বাঁকুড়া শহরের কেঠারডাঙা এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, দু’জনেই এলাকায় নানা দুষ্কর্মে জড়িত। তাদের কাছ থেকে একটি ওয়ান শটার-সহ কিছু কার্তুজ উদ্ধার হয়েছে। বাসিন্দাদের একাংশের দাবি, দুষ্কৃতীরা তাঁদের লক্ষ করে বোমা ছুড়েছিল। যদিও তা মানতে চায়নি পুলিশ।

পুড়ল অ্যাডমিট কার্ড
আগুনে বাড়ির জিনিসপত্রের সঙ্গে পুড়ে গেল এক মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড। শনিবার সন্ধ্যায় মানবাজার থানার ইচাডি গ্রামের ঘটনা। ওই ছাত্রের নাম প্রদীপ মাহাতো। বাসিন্দারাই আগুন নেভান। ওই ছাত্রের আক্ষেপ, “অ্যাডমিট কার্ড থেকে বইখাতা সব পুড়ে গেল। কী ভাবে পরীক্ষা দেব জানি না।” সে বিশরি আঞ্চলিক পিডিজিএম স্কুলের ছাত্র। মানবাজার রাধামাধব বিদ্যায়তন পরীক্ষাকেন্দ্রের অফিসার ইনচার্জ অর্পিতা গঙ্গোপাধ্যায় বলেন, “ওই পরীক্ষার্থী যাতে নির্বিঘ্নে পরীক্ষায় বসতে পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পুরুলিয়ায় মন্ত্রী
রাষ্ট্রীয় কৃষিবিকাশ যোজনা প্রকল্পে রবিবার বোরোয় বিপিএল তালিকাভূক্ত কয়েকশো বাসিন্দাকে বলদ দেওয়া হল। ছিলেন মন্ত্রী নুরে আলম চৌধুরী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.