অদূরেই অবস্থাপন্নদের পাড়াতে রয়েছে বিদ্যুত্। কিন্তু ময়ূরেশ্বরের বাজিতপুর পঞ্চায়েতের হাড়িগোড়ে আদিবাসী পাড়া, পাথাইহোসেনগঞ্জ আদিবাসী পাড়া, মাঝপাড় আদিবাসী পল্লি, শিউলিয়া স্কুল পাড়ায় বিপিএলভুক্ত পরিবারে বার বার আবেদন জানানো সত্বেও বিদ্যুত্ পৌঁছয়নি। এর ফলে সব মিলিয়ে অন্ধকারে রয়েছেন ৭০টি পরিবার। তাঁদের অভিযোগ, প্রশাসনের সকল স্তরে আবেদন জানানো হলেও লাভ হয়নি। সংশ্লিষ্ট বাজিতপুর পঞ্চায়েতের উপপ্রধান কংগ্রেসের সৈয়দ কাসাফদ্দোজা জানান, ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসনের বার বার দৃষ্টি আকর্ষণ করেও ওই সব পরিবারগুলিকে বিদ্যুত্ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া যায়নি। ময়ূরেশ্বর ১ ব্লকের বিডিও বিশ্বনাথ চক্রবর্তী জানান, বিষয়টি খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
|
দুর্ঘটনায় মৃত্যু দু’জনের
নিজস্ব সংবাদদাতা • সদাইপুর |
ধান খালি করে ফেরার সময় মিনি ট্রাক উল্টে মৃত্যু হল এক যুবকের, জখম হলেন তিন জন। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে সদাইপুর থানা এলাকার কুইঠা গ্রামে। মৃতের নাম আমিরুল মোল্লা (৩১)। বাড়ি পাড়ুই থানার জামুরি গ্রামে। বর্ধমান জেলায় ধান নিয়ে গিয়েছিল ওই ট্রাকটি। ধান খালি করার জন্য সঙ্গে গিয়েছিলেন সাহাপুর ও আশপাশের বেশ কয়েকজন শ্রমিক। ওই দিন রাতে সাহাপুর গ্রামের কাছাকাছি আসতেই রাস্তার পাশে মাঠে উল্টে যায় ট্রাকটি। ছিটকে পড়েন ট্রাকের ডালায় থাকা শ্রমিকেরা। তখনই মৃত্যু হয় আমিরুলের।
অন্য দিকে, মহম্মদবাজারের জয়পুরের কাছে ট্রাকের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ট্রাক্টর আরোহীর মৃত্যু হল। শনিবার দুর্ঘটনা ঘটে। মৃতের নাম কবিরাজ সোরেন (৪০)। তাঁর বাড়ি মহম্মদবাজার থানা এলাকার সুকনায়। ধৃত ট্রাক চালকের ১৪ দিন জেল হাজত হয়।
|
সংস্কারের অভাব
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
সেচ ও কর্মসংস্থানের জন্য ময়ূরেশ্বরের ঢেকা পঞ্চায়েত এলাকায় দীর্ঘ দিন আগে বেশ কিছু জলাশয় খনন করেছিলেন স্থানীয় রাজা রামজীবন রায়। কিন্তু সংস্কারের অভাবে রামসায়র, বুড়োদিঘি, রানিভবানী-সহ ওই সব বড় বড় জলাশয়গুলি এখন মজে যেতে বসেছে। সেচের জন্য জল না হলে মাছ চাষ বিপন্ন হয়ে পড়ছে বলে এলাকার বাসিন্দাদের দাবি। তাঁদের অভিযোগ, বার বার ওই দিঘিগুলি সংস্কারের দাবি জানিয়েও লাভ হয়নি। সংশ্লিষ্ট ঢেকা পঞ্চায়েতের প্রধান ফরওয়ার্ড ব্লকের কল্যাণী দাস জানান, একশো দিন কাজের প্রকল্পে ওই সব দিঘিগুলি সংস্কারের প্রস্তাব গৃহীত হয়েছে।
|
সদ্যোজাতের দেহ
নিজস্ব সংবাদদাতা • সদাইপুর |
সদাইপুর থানার ১০০ মিটারের মধ্যে থাকা একটি কুয়ো থেকে এক সদ্যোজাত কন্যাশিশুর দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে দেহটি উদ্ধার হয়েছে। অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় থাকা ওই কুয়োটির পাশে গরু চরাচ্ছিল কতগুলি বাচ্চা ছেলে। তারাই প্রথম বিষয়টি জানতে পারে। দেহটি ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। |