টুকরো খবর
উদ্ধার চোরাই ট্রাক, ধৃত ৬ পাচারকারী
ট্রাক চুরির তদন্তে নেমে আন্তঃরাজ্য ট্রাক পাচার চক্রের ৬ জন পান্ডাকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ। শনিবার রাতে বর্ধমানের কুলটি থানার রানিতলা মোড় এলাকায় একটি হোটেলের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ইন্দ্রজিৎ দাস ওরফে শুভ, মিঠুন দাস, ঘনশ্যাম দাস, অমরজিৎ সিং, প্রদীপ রাম ও অনিল প্রসাদ। ২১ ফেব্রুয়ারি গোপালনগর থানার পলতা এলাকার বনগাঁ-চাকদহ সড়ক থেকে একটি ট্রাক চুরি হয়। তদন্তে নেমে পুলিশ এই ৬ জনকে গ্রেফতার করে। তারা চুরি করা ট্রাকটি বিক্রির চেষ্টা করছিল। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, ধৃত ইন্দ্রজিতের বাড়ি বনগাঁর শক্তিগড়ে, মিঠুনের বাড়ি বর্ধমানের পানাগড়ে। চুরি করা ট্রাকটির ‘লক’ ভেঙে তারা পানাগড়ে নিয়ে গিয়েছিল। সেখানে উপস্থিত ছিল বর্ধমানের বাসিন্দা প্রদীপ ও অনিল। তারপর বর্ধমানেরই ঘনশ্যাম ও অমরজিৎ ট্রাকটি বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করেছিল। জেলা পুলিশের এক কর্তা বলেন, ট্রাক পাচার চক্রটি উত্তর ২৪ পরগনা, নদিয়া, বর্ধমান, হুগলি-সহ বেশ কয়েকটি জেলায় সক্রিয়। এই জেলাগুলি থেকে চুরি করা ট্রাক বিক্রি করা হয় বিহার ও ঝাড়খন্ডে। ধৃতেরা গত ৬ মাসে বনগাঁ-চাকদহ সড়কে দাড়িয়ে থাকা অবস্থায় বেশ কিছু ট্রাক চুরি করেছে। বেশ কিছু নাবালকও এই চক্রের সঙ্গে জড়িত রয়েছেন বলে জানতে পেরেছে পুলিশ। পাচার চক্রের মূল পান্ডাকে ধরতে তল্লাশি শুরু হয়েছে।

গাছে বাইকের ধাক্কা, মৃত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইক গাছে ধাক্কা মারায় মৃত্যু হল চার আরোহীর। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বেণীপুর দিঘিরপাড়ের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম হরিপদ মণ্ডল (২৩), সোনা সর্দার (১৭), বরুণ সর্দার (১২) ও সূর্যকান্ত সর্দার (১১)। মৃতদের বাড়ি স্থানীয় হরিশঙ্করপুর ও গৌড়জলা এলাকায়। মৃতেরা পরস্পরের আত্মীয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে স্থানীয় হলুদবেড়িয়া গ্রামের একটি বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল। দুর্ঘটনায় মৃতেরা ওই অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন। সকাল ১০টা নাগাদ পেশায় ভ্যানচালক হরিপদ তাঁর সর্ম্পকিত ভাই সোনা, বরুণ ও সূর্যকান্তকে নিয়ে আর এক আত্মীয়ের মোটর বাইক নিয়ে বেড়াতে বের হন। কিছু দূর যাওয়ার পর মগরাহাটের গরুহাটা বাংলো মোড় রোডে মোটর বাইকটি গাছে ধাক্কা মারলে মোটরবাইক থেকে ছিটকে পড়েন আরোহীরা। স্থানীয় বাসিন্দারা আহতদের মগরাহাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, রাস্তার অবস্থা ভাল। যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি দক্ষ না হওয়াতেই এই দুর্ঘটনা। মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্নীতির নালিশ প্রাক্তন প্রধান ধৃত
একশো দিনের কাজ প্রকল্পে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে বনগাঁ ব্লকের সুন্দরপুর পঞ্চায়েতের প্রাক্তন সিপিএম প্রধান তথা বর্তমান সদস্য শোভন সরকারকে গ্রেফতার করল পুলিশ। রবিবার বিকালে বনগাঁর বড় বাংলানি গ্রামে বাড়ি থেকেই তাঁকে ধরা হয়। শোভনবাবু অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছর ৩ অক্টোবর স্থানীয় বাসিন্দা নীলপদ বালা তৎকালীন প্রধান শোভনবাবুর বিরুদ্ধে থানায় দায়ের করা অভিযোগে জানান, যে তিনি একশো দিনের কাজ প্রকল্পে ছয়-সাত লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। ওই বছরেই ১৬ অক্টোবর পঞ্চায়েতে তৃণমূলের পক্ষ থেকে সিপিএমের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। ভোটাভুটিতে বামেরা অনুপস্থিত থাকায় প্রধান হেরে যান। নতুন প্রধান হন তৃণমূলের এনায়েত হোসেন মণ্ডল। বনগাঁ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সিপিএমের গোবিন্দ মণ্ডলের দাবি, “পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল রাজনৈতিক স্বার্থে পুলিশকে দিয়ে শোভনবাবুকে গ্রেফতার করাল। প্রশাসনিক তদন্তে প্রধানের বিরুদ্ধে কোনও দুর্নীতির প্রমাণ মেলেনি।” বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের সৌমেন দত্ত বলেন, “প্রধানের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হয়েছে। সে জন্য পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছে।”

মাইক বাজিয়ে শিলান্যাস ফলতায়, অভিযুক্ত তৃণমূল
আজ, সোমবার শুরু মাধ্যমিক পরীক্ষা। অথচ, ঠিক আগের দিনই রবিবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার ফলতা ব্লকের ফতেপুর মহামায়াতলায় রীতিমত মাইক বাজিয়ে রাস্তার শিলান্যাসের অনুষ্ঠান করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফলতা পঞ্চায়েতের ফতেপুর মহামায়াতলা থেকে পাটুলি পর্যন্ত চার কিলোমিটার রাস্তার শিলান্যাসের অনুষ্ঠান ছিল এ দিন। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূলের বিধায়ক তমোনাশ ঘোষ, জেলা পরিষদের সহ-সভাপতি মানবেন্দ্র মণ্ডল, চিত্রতারকা পল্লবী চট্টোপাধ্যায় এবং গায়ক ইন্দ্রনীল সেন। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং নগরোয়ন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিত থাকার কথা থাকলেও এ দিন তাঁরা আসেননি।

সমবায় সমিতিতে চুরির চেষ্টা
কৃষি সমবায় সমিতিতে চুরির চেষ্টার ঘটনা ঘটল শনিবার রাতে অশোকনগরের গুমা চৌমাথা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুমা এসকেইউএস লিমিটেডের দফতরে ঘটনাটি ঘটে। সকালে স্থানীয় বাসিন্দারা সমবায় সমিতির গেট ভাঙা দেখে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে খবর দেন। ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা কয়েকটি আলমারি ভাঙলেও ভল্ট ভাঙতে পারেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

গ্রেফতার দুষ্কৃতী
শুক্রবার রাতে চার দুষ্কৃতীকে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতেরা ডাকাতির উদ্দেশ্য জড়ো হয়েছিল। ধৃতদের কাছ থেকে বন্দুক, গুলি, ভোজালি, দা ও মোটর বাইক উদ্ধার হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.