মহিলাদের কটূক্তি করার প্রতিবাদ করায় খুনের হুমকি দেওয়ার অভিযোগে বাবাও ছেলেকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে। ধৃতদের একজন গিয়াসুদ্দিন তরফদার বাদুড়িায়ার যদুরআটি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য। অন্যজন তাঁর ছেলে নিজামুদ্দিন ওরফে ছোট্টু। ধৃতেরা তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেও দলের পক্ষ থেকে অবশ্য ঘটনার নিন্দা করে বলা হয়েছে পুলিশ তার কাজ করেছে। বাদুড়িয়া থানার ওসি সামসের আলি বলেন, “অনুষ্ঠানে গণ্ডগোল, মহিলাদের প্রতি কটূক্তি এবং খুনের হুমকি দেওয়ার জন্য ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু হওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত ১৭ ফেব্রুয়ারি রাতে যদুরআটি গ্রামে এক অনুষ্ঠানে নিজামুদ্দিন ওরফে ছোট্ট্ ও মণি মণ্ডল হামলা চালায় ও মহিলাদের প্রতি কটূক্তি করে ও তাঁদের হাত ধরে টানে বলে অভিযোগ। এর প্রতিবাদ করেন বাসিন্দাদের কয়েকজন। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে পুলিশের গাড়িঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়।
এই ঘটনার পরে অভিযুক্তেরা দলবল নিয়ে এসে বাসিন্দাদের খুনের হুমকি দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। অবস্থা বেগতিক দেখে গিয়াসুদ্দিন ছেলেকে পুলিশের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন। অভিযোগ, এর পরেও নিজামুদ্দিন দলবল নিয়ে ফের হুমকি দিতে থাকে। তার প্রতিবাদ করলে বাবা ও ছেলে দলবল নিয়ে তাঁকে হুমকি দেয় বলে থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় পঞ্চায়েত প্রধান কাজি আব্দুর রসিদ। এর পর পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের বসিরহাট এসিজএমের আদালতে তোলা হলে বিচারক গিয়াসুদ্দিনকে জামিনে মুক্তি দেন। নিজামুদ্দিনের ১৪ দিনের জেল হাজত হয়েছে। |