জোর জেলা কমিটি গঠনেও |
শীঘ্রই সদস্য সংগ্রহ অভিযানে ওয়েবকুপা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংগঠন ওয়েবকুপার প্রথম সম্মেলন হল রবিবার। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের সভাকক্ষে এই সম্মেলনে দুই মেদিনীপুরের বিভিন্ন কলেজ এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এ দিনের সম্মেলন থেকে রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্রকে সংগঠনের মুখ্য উপদেষ্টা করা হয়েছে। সদস্য সংগ্রহ অভিযানে নামারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌমেনবাবু বলেন, “প্রতিটি মানুষেরই নিজস্ব মতামত প্রকাশের অধিকার রয়েছে। কিন্তু শিক্ষাঙ্গনের ক্ষেত্রে রাজনৈতিক সত্তাটি বাইরে রেখে আসতে হবে। আমরা সেটাই করতে চাই।” |
|
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার সম্মেলন।—নিজস্ব চিত্র। |
বাম আমলে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রধান সংগঠন ছিল ওয়েবকুটা। রাজ্যে পালাবদলের পরে তৃণমূল গড়ে তোলে ওয়েবকুপা (ওয়েস্ট বেঙ্গল কলেজ ইউনিভার্সিটি প্রোফেসর অ্যাসোসিয়েশন )। সংগঠনের রাজ্য সভাপতি কৃষ্ণকলি বসু। পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি হয়েছেন তুহিনকুমার দাস। আর পূর্ব মেদিনীপুরের সভাপতি দেবপ্রসাদ সাহু। সংগঠনের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ইউনিটের আহ্বায়ক হন ইন্দ্রাণী দত্ত চৌধুরী। জেলা কমিটি তৈরির উপরে জোর দেওয়া হয়েছে। কিন্তু জেলা কমিটি হবে কী ভাবে? তাই আগে সদস্য সংগ্রহে গুরুত্ব দিচ্ছে সংগঠন। মাস দুয়েকের মধ্যে যাতে সদস্য সংগ্রহের কাজ শেষ করা যায় সেই পদক্ষেপ করা হচ্ছে। তারপরেই শুরু হবে জেলা কমিটি তৈরির সংগঠনগত ভাবে নানা কর্মসূচিও নেওয়া হবে। অনুষ্ঠানে সংগঠনের রাজ্য সভাপতি কৃষ্ণকলি বসু, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সাধুখাঁ, মেদিনীপুরের বিধায়ক তথা এমকেডিএ -র চেয়ারম্যান মৃগেন মাইতি উপস্থিত ছিলেন। |
|