মহমেডান কোচের পদ থেকে অলোক মুখোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই বিভিন্ন নামের ভিড় সাদা-কালো শিবিরের সম্ভাব্য কোচ হিসাবে। ব্রাজিলীয় কার্লোস পাহিরা, বড়ে মিঞাঁ মহম্মদ হাবিব থেকে সাবির আলি প্রত্যেকেই রয়েছেন দৌড়ে। তবে সেই দৌড়ে সবার থেকে এগিয়ে প্রয়াগ ইউনাইটেডের প্রাক্তন কোচ সঞ্জয় সেন। রবিবার দফায় দফায় ক্লাব সভাপতি সুলতান আহমেদের সঙ্গে কর্তাদের ঘরোয়া আলোচনায় পাল্লা ভারী সঞ্জয়ের দিকেই। সোমবার দুপুরে বসছে মহমেডান কর্মসমিতির বৈঠক। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে পরবর্তী মহমেডান কোচের ব্যাপারে।
গত অক্টোবর পর্যন্ত আই লিগে প্রয়াগ ইউনাইটেডকে কোচিং করিয়েছেন সঞ্জয়। নিয়মিত মাঠে যাওয়ায় দেশের বিভিন্ন দল সম্পর্কে ধারণাও রয়েছে তাঁর। এ ছাড়াও সোমনাথ-কিংশুক-জয়ন্ত-অসীমের মতো বর্তমান মহমেডান ফুটবলারদের সঙ্গে অতীতে কাজ করায় দলের সঙ্গে সঞ্জয়ের মানিয়ে নিতেও সমস্যা হবে না বলে আশাবাদী মহমেডান কর্তাদের একাংশ। ঠিক এই জায়গাতেই পিছিয়ে পাহিরা বা হাবিব। এই মুহূর্তে দু’জনের কেউই আই লিগের কোনও দলের সঙ্গেই জড়িত নন। অপর জন সাবির আলিকে দিন কয়েক আগেই ছেড়ে দিয়েছে সাদার্ন সমিতি। যদিও মহমেডানের সঙ্গে সাবির আলির সুসম্পর্কও এ ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর।
দরজায় কড়া নাড়ছে দ্বিতীয় ডিভিশন আই লিগ। যেখানে চ্যাম্পিয়ন হয়ে আই লিগের প্রথম ডিভিশনে খেলতে মরিয়া মহমেডান কর্তারা। তাই কোচের ব্যাপারে সময় নিতে চাইছেন না তাঁরা। সভাপতি সুলতান আহমেদ-সহ কর্তাদের একটা বড় অংশ চাইছেন নতুন কোচ মঙ্গলবার থেকেই নেমে পড়ুক দলের অনুশীলনে। |