আলোচনসভা, আবৃত্তি, গান, মোমবাতি মিছিলের মধ্যে দিয়ে ‘রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’কে স্মরণ করল হাওড়া। ২১ ফেবু্রয়ারি, ভাষা দিবসের দিন উদয়নারায়ণপুরের স্থানীয় পল্লি পাঠাগারের উদ্যোগে পাঠাগার কক্ষে পালিত হয় ভাষা দিবস। আলোচনা, দেশাত্মবোধক সঙ্গীত, আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ ছাড়াও স্মরণ করা হয় ভাষা আন্দোলনের শহিদদের। উলুবেড়িয়া বোয়ালিয়ায় পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সঙ্ঘের হাওড়া জেলাশাখার উদ্যোগে পালিত হল ভাষা দিবস। স্থানীয় বোয়ালিয়া বাসস্ট্যান্ড প্রাঙ্গণে অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানের পরিচালনা করেন তপন সেন। ছিল ভাষা আন্দোলন সম্পর্কে আলোচনা, আবৃত্তি ও বাউল গান। ছিল মোমবাতি মিছিল। বাগনান রেলস্টেশনের কাছে ভাষা দিবস পালন করে বাগনান গণ সাংস্কৃতিক মঞ্চ ও পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ। অনুষ্ঠান পরিচালনা করেন অম্লান সাঁতরা। ভাষা আন্দোলন সম্পর্কে আলোচনা করেন প্রাক্তন শিক্ষক রামকৃষ্ণ ভট্টাচার্য এবং আবৃত্তিকার সুপ্রিয় ধর। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বালি সাধারণ গ্রন্থাগারে সান্ধ্যকালীন অনুষ্ঠানে পালিত হয় ভাষা দিবস। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় শুরু হয় অনুষ্ঠান। আলোচনা করেন অসীমকুমার মুখোপাধ্যায়। কবিতা আবৃতি করেন সুকন্যা হাজরা, কিঙ্কিনী বন্দ্যোপাধ্যায়, অমৃতা মুখোপাধ্যায়। স্বরচিত কবিতা পাঠ করেন সমীর কুমার ঘোষ ও তিমির দেব। উপস্থিত ছিলেন সাহিত্যিক সুনন্দা সিকদার। এ ছাড়াও হাওড়ার অন্যান্য এলাকাতেও নানান অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হয় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের।
|
বাস চাপা পড়ে মৃত্যু হল এক কিশোরের। জখম হলেন কয়েক জন বাসযাত্রী। রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ডানকুনির চাকুন্দির কাছে দিল্লি রোডে। মৃতের নাম শেখ সুকুর (১১)। বাড়ি ওই এলাকাতেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্যুরিস্ট বাসটি যাত্রীদের নিয়ে পিকনিকের জন্য চন্দননগরে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায়। সুকুর বাবার দোকান থেকে ওই রাস্তা ধরে বাড়ি ফিরছিল। বাসটি উল্টে পড়ায় সে-ও চাপা পড়ে যায়। পরে নয়ানজুলি থেকে তার দেহটি উদ্ধার করে পুলিশ। কিন্তু ময়না-তদন্তে পাঠাতে প্রাথমিক ভাবে কিছুটা বাধা পায় তারা। ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন দেহ আটকে বিক্ষোভ দেখান। কিছু ক্ষণ পথ অবরোধও হয়। পরে পুলিশ পরিস্থিতি সামলায়।
|
মদের আসরে এক ব্যক্তিকে বচসার জেরে ইট দিয়ে থেঁতলে খুনের অভিযোগে তাঁর মাসতুতো ভাই-সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে জগদ্দলের একটি ইটভাটা থেকে নরেশ পাসোয়ান (৪০) নামে ওই ব্যক্তির দেহটি উদ্ধার করে পুলিশ। তাঁর বাড়ি জগদ্দলের বড় শ্রীরামপুরে। তাঁর স্ত্রী সবিতা পাসোয়ানের অভিযোগের ভিত্তিতে পুলিশ রবিবার নরেশের মাসতুতো ভাই সুবোধ পাসোয়ান এবং বুদ্ধ মাঝি নামে এক স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করেছে। |