হাইলাকান্দিতে ভোট মিটল শান্তিতেই |
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
‘বিদেশি’ প্রশ্ন নিয়ে জটিলতার জেরে অসমে সচিত্র ভোটার পরিচয়পত্র তৈরির কাজ এখনও শুরু হয়নি। তবে ভোটার তালিকায় থাকছে সংশ্লিষ্ট ভোটারের ছবি। আর তা দিয়েই আজ ভোট নেওয়া হল হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা আসনের উপনির্বাচনে। রাজ্যে এই প্রথম ভোটার তালিকায় মুদ্রিত ছবির সঙ্গে ভোটদাতার মিল আছে কিনা খতিয়ে দেখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, আগামী লোকসভা নির্বাচনে সচিত্র ভোটার তালিকাতেই ভোট হবে রাজ্যের সর্বত্র।
তবে সচিত্র ভোটার তালিকা নিয়ে আজ যেমন কোথাও কোনও সমস্যা দেখা দেয়নি, তেমনই ঘটেনি কোনও অপ্রীতিকর ঘটনাও। |
|
বুথের সামনে দীর্ঘ লাইন। ছবি: শঙ্কর চৌধুরী |
কাল রাতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে প্রাক্তন বিধায়ক রাহুল রায়কে গ্রেফতার ও পরে জামিনে মুক্তি, প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্করকে ডেকে জেলাশাসকের ধমক এবং দুই মোটর সাইকেল আরোহীর কাছ থেকে সাড়ে চার লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় উত্তেজনা থাকলেও উপ-নির্বাচন নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। ১৭০টি পোলিং বুথের সব ক’টিতে রাজ্য পুলিশের সঙ্গে ছিল ছ’জন করে আধা সামরিক বাহিনীর জওয়ান। ২৫টি বুথে বসানো হয় ভিডিও ক্যামেরা।
অগপ বিধায়ক শহিদুল আলম চৌধুরীর মৃত্যুতে এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। কংগ্রেস রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী গৌতম রায়ের স্ত্রী মন্দিরা রায়কে দাঁড় করিয়েছে। এআইইউডিএফ প্রার্থী সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী, প্রয়াত শহিদুলের ভাগ্নে মেহবুবুল হাসান লস্কর। শহিদুলের ভাইপো কমরুল ইসলাম চৌধুরী অগপ টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজেপির শশধর পাল ছাড়াও রয়েছেন আট নির্দল প্রার্থী। |
|