সারা রাত অভিযান চালিয়ে বেআইনিভাবে বালি পরিবহণের অভিযোগে ৫৫টি ট্রাক আটক করল জেলা পুলিশ। বর্ধমানের খণ্ডঘোষ থানা এলাকায় শনিবার সারা রাত অভিযান চালায় জেলা পুলিশ ও জেলা ভূমি সংস্কার দফতর। আটক ১৬টি বালি বোঝাই ট্রাকের চালকের কাছ থেকে জরিমানা বাবদ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে পুলিশ। জাল চালান ব্যবহার করে বালি পরিবহণের অভিযোগে আটক করা হয়েছে দু’টি ট্রাককে। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “কোনও চালান না থাকায় ৩৫টি ট্রাকের চালকেরা ট্রাক ফেলে পালিয়েছে। ওই চালকদের লাইসেন্স ‘লক’ করতে বলা হয়েছে জেলা পরিবহন দফতরকে।”
দীর্ঘদিন ধরেই জেলার গ্রামীণ এলাকাগুলির নদী সংলগ্ন এলাকা থেকে চালান ছাড়া বা জাল চালান নিয়ে প্রচুর পরিমাণে বালি বোঝাই ট্রাক বিভিন্ন জায়গায় চলে যায়। এতে রাজস্ব ক্ষতির তো হয়ই। অন্য দিকে, অতিরিক্ত ওজন পরিবহণ করায় রাস্তাগুলিও ভেঙে পড়ে। পুলিশ সুপার জানান, এবার থেকে প্রায়ই এমন অভিযান চালানো হবে।অন্য দিকে, রবিবার ভোরেই মেমারি থানা এলাকার আবগারি দফতর ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৬০০ লিটার দেশি মদ, ৪২০০ লিটার মদ তৈরির উপকরণ, ৪ কুইন্টাল ঝোলাগুড়-সহ অনেকগুলি পাত্র আটক করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, আটক হওয়া সমস্ত উপকরন ও মদ নষ্ট করে দেওয়া হয়েছে।
|
উচ্চমাধ্যমিকের আগে মাইকে নিষেধাজ্ঞা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মাধ্যমিক ও উচ্চমাধমিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মাইক্রোফোন ব্যবসায়ীদের মাইক ভাড়া না দেওয়ার নির্দেশ দিল জেলা প্রশাসন। জেলাশাসক জানান, এই পরীক্ষা দু’টি শেষ না হওয়া পর্যন্ত হলের ভিতর ছাড়া প্রকাশ্যে কোনও অনুষ্ঠানের অনুমতি মিলবে না। হলে অনুষ্ঠান হলেও শব্দ বিধি মানতে হবে। জেলার কোথাও প্রকাশ্যে কোনও মাইক বাজিয়ে অনুষ্ঠান করা যাবে না। পরীক্ষার দিনগুলিতে পরীক্ষা কেন্দ্রের কাছে কোনও ফোটোকপির মেশিনও চালাতে দেওয়া হবে না। আজ, সোমবার থেকে শুরু হচ্ছে মাধমিক পরীক্ষা। জেলায় ১১১টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ৮৪ হাজার ৭৮৪ জন পড়ুয়া। রেগুলার পরীক্ষার্থীদের ক্ষেত্রে ছাত্রী রয়েছেন প্রায় ৩৯ হাজার। ছাত্রদের সংখ্যা তুলনামূলক কম, প্রায় ৩৬ হাজার। গতবার ১০১টি কেন্দ্রে ৮৩ হাজার ৫৬০ জন পড়ুয়া পরীক্ষা দিয়েছিলেন।
|
হিসেবরক্ষকদের সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পুরসভার হিসেবরক্ষকদের বর্ধিত হারে বেতন দেওয়া-সহ নানা দাবিতে সারা বাংলা পুর হিসেবরক্ষক ওয়েলফেয়ার সংগঠনের চতুর্থ সম্মেলন হয়ে গেল বর্ধমান পুরসভার পান্থশালায়। রবিবার এই অনুষ্ঠানে রাজ্যের মোট ১২৮টি পুরসভার ৮০ জন হিসেবরক্ষক যোগ দেন। সংগঠনের রাজ্য সম্পাদক তথা বর্ধমান পুরসভার হিসেবরক্ষক আসফার হোসেন জানান, হিসাবরক্ষকদে কাজের চাপ অনেক। পুর আইনের ৫৩ নম্বর ধারায় তাঁদের পুরসভার আধিকারিকের মর্যাদা দেওয়া হয়েছে। অথচ আপার ডিভিশন কেরানির বেতন পান তাঁরা। তাঁদের দাবি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়রদের বেতন কাঠামোয় তাঁদের বেতন দিতে হবে। সম্মেলনে ২৩জনের একটি রাজ্য কমিটি তৈরি হয়েছে।
|
মৃত্যু প্রৌঢ়ের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির। নাম অচিন্ত্যকুমার বন্দ্যোপাধ্যায় (৫৯)। বর্ধমানের নিবেদিতা পল্লিতে রবিবার সকালে দোতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয় তাঁর। পেশায় রাজ্য বীজ নিগমের উচ্চপদস্থ কর্মী ছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, নিমপাতা পাড়তে উঠে দোতলার ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন তিনি। |