টুকরো খবর
সোনার গয়নার দোকানে লুঠ
সোনার দোকানে লুঠপাট চালাল তিন দুষ্কৃতী। রবিবার রাত ৮টা নাগাদ কুলটি থানার বরাকর স্টেশন রোড সংলগ্ন একটি সোনার দোকানের ঘটনা। দোকানের মালিক জগদীশ প্রসাদ পুলিশকে জানান, তিন জন দুষ্কৃতী মোটরসাইকেলে চেপে দোকানে আসে। এর মধ্যে একজন দোকানে ঢুকে শাটার নামিয়ে দেয়। বাকি দু’জন মোটরবাইকে ছিল। সোনা, রুপোর গয়না ও নগদ টাকা নিয়ে তারা চম্পট দেয়। দোকানদারের চিৎকারে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়। কিন্তু দুষ্কৃতীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরার ছবি দেখে দুষ্কৃতীদের চেনার চেষ্টা করা হচ্ছে। এ দিনই সালানপুর থানার রূপনারাণপুরের ডাবর এলাকায়। দুষ্কৃতীদের হাতে এক সোনার দোকানের দুই নিরাপত্তা রক্ষীর বেধড়ক মার খাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই সোনার দোকানের মালিক শ্যামল মণ্ডল পুলিশকে জানান, শনিবার রাতে জনাকয়েক দুষ্কৃতী তাঁর দোকানে পাহারারত দুই নিরপত্তা রক্ষীকে মারধর করে দোকানে লুঠ করার চেষ্টা করে। কিন্তু চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। দুষ্কৃতীরাও পালিয়ে যায়।

অগ্নিদগ্ধ বধূ
পারিবারিক অশান্তির জেরে অগ্নিদগ্ধ হয়েছেন নমিতা সেনগুপ্ত নামে এক বধূ। রবিবার রানিগঞ্জের গির্জাপাড়ার ঘটনা। তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর স্বামী সমীরণ সেনগুপ্তও পুড়ে গিয়েছেন। পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখেন প্রতিবেশীরা। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। সমীরণবাবু ও তাঁর স্ত্রীকে অগ্নিদগ্ধ অবস্থায় আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আসানসোলের এডিসিপি (সেন্ট্রাল) সুরেশ চাডিয়া জানান, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা।

জমি নিয়ে বচসা
জোর করে অন্যের জমি দখল করে বসতি স্থাপনের অভিযোগে গণ্ডগোল হল দুর্গাপুরের বীরভানপুরে। এলাকার কয়েক জনের দাবি, তাঁদের দীর্ঘদিনের অব্যবহৃত জমিতে বেশ কয়েকজন এসে বসতি স্থাপনের চেষ্টা চালাচ্ছেন। বিষয়টি নিয়ে আপত্তি করা সত্ত্বেও বসতি স্থাপনের প্রক্রিয়া বন্ধ হয়নি। যদিও জমির ব্যাপারে কোনও তথ্য প্রমাণ দেখাতে পারেননি অভিযোগকারীরা। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা হয়। কোকওভেন থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পড়ুয়াদের সংবর্ধনা
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, সাম্মানিক, স্নাতকোত্তর ও গবেষণায় কৃতী মোট ২১ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হল রবিবার। বীরকুলটির কদম্বখণ্ডী মেলা মঞ্চে সংবর্ধনার পর সাংস্কৃতিক অনুষ্ঠান করেন এলাকার শিল্পীরা। ছিলেন চুরুলিয়ার কাজী নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ সন্তরাম, রামপুরহাটের অধ্যাপক প্রশান্তকুমার চট্টোপাধ্যায় ও বীরকুলটি স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার রায়।

জল নেই, ক্ষোভ
নিয়মিত পানীয় জল মিলছে না বলে অভিযোগ তুলেছেন কুলটি পুরসভার এক নম্বর ওয়ার্ডের বরিরা, লছমনপুর এলাকার বাসিন্দারা। সম্প্রতি পানীয় জলের দাবিতে বিক্ষোভ অবস্থানও করেন তাঁরা। তাঁদের অভিযোগ, এই দুই গ্রামের প্রায় চারহাজার বাসিন্দা নিয়মিত পানীয় জল পাচ্ছেন না। তাঁদের অভিযোগ, বারবার আবেদন করেও লাভ হয়নি। কুলটি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় প্রয়োজনীয় ব্যবস্থার নেওয়ার আশ্বাস দিয়েছেন।

শ্লীলতাহানিতে ধৃত চিকিৎসক
পরিচারিকাকে শ্লীলতাহানির অভিযোগে এক চিকিৎসককে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ। ধৃতের নাম শোভন মজুমদার। তিনি পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। রবিবার তাঁর বাড়ির পরিচারিকার অভিযোগ, শনিবার ঘরের কাজ করছিলেন তিনি। সেই সময়ে ওই চিকিৎসক তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন। আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। তত ক্ষণে পালিয়ে যান ওই চিকিৎসক। পরে ওই পরিচারিকার অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়।

আইনি সহায়তা কেন্দ্র চালু
একটি আইনি সহায়তা কেন্দ্র তৈরি হয়েছে সালানপুর থানার জেমারিতে। সম্প্রতি কেন্দ্রটির উদ্বোধন করেন লিগ্যাল সার্ভিস অথরিটির চেয়ারম্যান কৃষ্ণ পোদ্দার। অনুষ্ঠানে ছিলেন সালানপুরের বিডিও প্রশান্ত মাইতি ও সালানপুর পঞ্চায়েত সমিতির আধিকারিকেরা। কৃষ্ণবাবু জানান, এলাকার অর্থনৈতিক ভাবে দুর্বল মানুষজনকে আইনি পরামর্শ দেওয়ার উদ্দেশ্যেই এই সহায়তা কেন্দ্র তৈরি হয়েছে।

আলোচনাসভা
একটি পত্রিকার উদ্যোগে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল দুর্গাপুরের সিটি সেন্টারে। উপস্থিত ছিলেন অধ্যাপক রামদুলাল বসু-সহ বিশিষ্ট ব্যক্তিরা। পত্রিকার সম্পাদক শুভজিৎ রায় জানান, সভায় কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশন করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.