সিবিআইয়ের আধিকারিক সেজে বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকদের ফোন করে সুবিধা আদায়ের অভিযোগে এক সিআইএসএফ কনস্টেবলকে গ্রেফতার করল পুলিশ। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (পূর্ব) সুনীল যাদব জানান, ধৃতের নাম বিক্রম সিংহ রাঠৌর। বাড়ি রাজস্থানে। শনিবার সিবিআইয়ের একটি দল দুর্গাপুর পুলিশকে সঙ্গে নিয়ে সিআইএসএফ ব্যারাক থেকে তাকে গ্রেফতার করে। রবিবার আদালতে তোলা হলে বিচারক ধৃতের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতের ঘর থেকে চারটি মোবাইল, ভুয়ো ঠিকানা ব্যবহার করে নেওয়া তিনটি সিম কার্ড, একটি ট্যাবলেট পিসি, একটি খেলনা বন্দুক এবং সিআইএসএফের আধিকারিকদের ব্যবহারের জন্য বিভিন্ন তারকা সম্বলিত পোশাক উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিক্রমবাবু আগে হলদিয়ায় ছিলেন। মাস ছয়েক আগে তাঁকে দুর্গাপুরে পাঠানো হয়। প্রথমে ইস্পাত নগরীতে পাহারার দায়িত্বে ছিলেন তিনি। দিন সাতেক আগে তাঁকে দুর্গাপুর ইস্পাত কারখানায় বহাল করা হয়। অভিযোগ, দিন তিনেক আগে তিনি নাম ভাঁড়িয়ে সিবিআইয়ের আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে সিআইএসএফ কম্যান্ডান্টকে ফোন করে জানান, তাঁর ভাই বিক্রম সিংহ রাঠৌরকে যেন ফের ইস্পাত নগরীতে প্রহরার কাজে বহাল করা হয়। সিআইএসএফের তরফে পুলিশকে বিষয়টি জানানো হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যে মোবাইল নম্বর থেকে ফোন করা হয় তার সিমের জন্য যে ঠিকানা ‘সার্ভিস প্রোভাইডার’কে জমা দেওয়া হয়েছে, তা ভুয়ো। তদন্তে পুলিশ আরও জানতে পারে, হলদিয়া থেকেও এই রকম সিবিআই আধিকারিকের পরিচয় দিয়ে বেশ কিছু ফোন করা হয়েছে রেল, সেল-সহ অন্যান্য সরকারি বিভিন্ন সংস্থার আধিকারিকদের। সেই ঘটনাগুলিতেও ধৃত জড়িত বলে প্রাথমিক তদন্তের পরে পুলিশের দাবি। অভিযোগগুলির তদন্ত শুরু করেছে সিবিআই। পুলিশ জানায়, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তাঁর এই ধরনের কাজকর্মের পরিধি সম্পর্কে জানার চেষ্টা করা হবে। |