মুন-স্টার পরিচালিত কাটোয়া কলেজ মাঠে ক্রিকেটে চ্যাম্পিয়ন হল বর্ধমানের রাজনন্দিনী। কাটোয়ার কেশিয়া স্পোর্টিং ক্লাবকে হারায় তারা। এ দিনই দু’টি সেমিফাইনাল হয়। প্রথম খেলায় কেশিয়া কাটোয়ার বিএলএসকে হারিয়ে দেয়। পরের সেমিফাইনালে কাটোয়ার একতা সমাজবন্ধু হারে রাজনন্দিনীর কাছে। প্রতিযোগিতার সেরা রাজনন্দিনীর গুড্ডু শেখ। পুরস্কার দেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ও অনেক বিশিষ্টেরা। |
নেহরু যুব কেন্দ্রের সহায়তায় মলানদিঘি নবারুণ ক্লাবের উদ্যোগে তিন দিনের ব্লক ভলিবলে চ্যাম্পিয়ন হল মলানদিঘি নবারুণ। রবিবার ফাইনালে তারা আড়রা নতুনগ্রামকে ২-০ সেটের ব্যবধানে হারায়। |
জেলা বাস্কেটবলে জিতল চিত্তরঞ্জনের অরবিন্দ অ্যাকাডেমি। ফাইনালে শিবাজি সঙ্ঘকে ৮২-৬৭ পয়েন্টে হারায় তারা। |
পানুড়িয়া বিবেকানন্দ ক্লাব আয়োজিত সুধীর মাজি ও অধীর মাজি স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মিহিজাম শ্রীজন ক্লাব। পানুড়িয়া ফুটবল মাঠে ফাইনালে তারা পানুড়িয়া বিবেকানন্দ ক্লাব (জুনিয়র)কে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে পানুড়িয়া ৬২ রানে শেষ হয়ে যায়। চার উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় মিহিজাম। ম্যাচের সেরা বিজয়ী দলের মুন্ন নন্দন। প্রতিযোগিতার সেরা বিজিত দলের গৌরাঙ্গ রায়। পুরস্কার বিতরণ করেন স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায় এবং পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম চক্রবর্তী। |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত টি-২০ ক্রিকেটে দ্বিতীয় সেমিফাইনালে জিতল সেল আইএসপি। আসানসোল স্টেডিয়ামে তারা রাধানগর এসিকে ৫ রানে হারায়। প্রথমে ব্যাট করে আইএসপি ৬ উইকেটে ১৫৯ রান করে। জবাবে ৭ উইকেটে ১৫৪ রানের বেশি তুলতে পারেনি রাধানগর। সর্বোচ্চ ৫১ রান করেন বিজিত দলের বিদ্যুৎ মণ্ডল। |
কুইলাপুর ইয়ুথ ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় রবিবারের খেলায় বিজয়ী হল মধুকুণ্ডা পিটি। কুইলাপুর জলট্যাঙ্কি মাঠে তারা সূর্যনগর ইয়ং স্টারকে ২৩ রানে হারায়। প্রথমে ব্যাট করে মধুকুণ্ডা ৭ উইকেটে ১৬১ রান করে। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৩৮ রানের বেশি তুলতে পারেনি সূর্যনগর। ম্যাচের সেরা বিজয়ী দলের সোনু বাউড়ি। |
মিহিরকুমার দে স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল রেলওয়ে এফসি। রবিবার শ্রীলতা মাঠে তারা সার্দান সমিতিকে ১-০ গোলে হারায়। ম্যাচের সেরা মুরী। প্রতিযোগিতার সেরা মার্কোস।
|
|
দুর্গাপুর মহকুমা উইমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া। নবদিগন্ত মাঠে তোলা নিজস্ব চিত্র। |
|