সিপিএম কর্মীকে খুনের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • রায়দিঘি |
জমি নিয়ে গণ্ডগোল চলাকালীন অসুস্থ হয়ে মারা গেলেন এক সিপিএম কর্মী। শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির ২৩ নং লাট গ্রামের এই ঘটনায় রাজনীতির রঙ লেগেছে। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গোপাল মাখাল (৫৬)। বাড়ির সামনের একটি জমি নিয়ে গোপালবাবুর সঙ্গে তাঁর প্রতিবেশী বিনয় মাখালের দ্বন্দ্ব দীর্ঘদিনের। বিনয়বাবু তৃণমূল সমর্থক। গোপালবাবু আবার স্থানীয় সিপিএম কর্মী। তাঁর পরিবারের অভিযোগ, এ দিন সকালে গোপালবাবু যখন মাঠে চাষের কাজ করছিলেন, তখন বিনয় মাখালের নেতৃত্বে কিছু তৃণমূল সমর্থক তাঁর উপর চড়াও হয়ে মারধর করে। রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা গোপালবাবুকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন তিনি। শনিবার বিকালেই ঘটনাস্থলে যান সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। তিনিও জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন গোপালবাবু। যদিও তৃণমূলের লোকজন তাঁকে মারধর, ধাক্কাধাক্কি করে। তার জেরেই অসুস্থ হয়ে মারা গিয়েছেন দলের ওই কর্মী। বিনয় মাখাল-সহ চার তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে রায়দিঘি থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মারধরের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের বক্তব্য, পারিবারিক বিবাদের ঘটনায় অযথাই রাজনীতির রঙ চড়াচ্ছে সিপিএম। |
কাউন্সিলরকে খুনের চেষ্টায় গ্রেফতার ১
নিজস্ব সংবাদদাতা • রিষড়া |
ট্রেনের কামরায় রিষড়া পুরসভার তৃণমূূল কাউন্সিলর বিজয় মিশ্রকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতেই রিষড়ার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে সনু নামে ওই দুষ্কৃতীকে ধরা হয়। তাকে জেরা করে ওই ঘটনায় যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার বিকেলে উত্তরপাড়া থেকে ফেরার সময়ে রিষড়া স্টেশনে ট্রেনের কামরার মধ্যেই গুলিবিদ্ধ হন রিষড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিজয় মিশ্র। তাঁকে উত্তরপাড়া কোতরঙের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। তবে, কেন তাঁকে খুনের চেষ্টা করা হল, সে ব্যাপারে শনিবার রাত পর্যন্ত স্পষ্ট ভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। সিপিএমের রিষড়া জোনাল সম্পাদক দিলীপ সরকারের দাবি, তৃণমূলের ওই কাউন্সিলর জমি কেনা-বেচার সঙ্গে যুক্ত। জমি-মাফিয়াই তাঁকে গুলি করেছে। এ ব্যাপারে তৃণমূল নেতারা মুখ খুলতে চাননি। আগেই অবশ্য রিষড়ার পুরপ্রধান তৃণমূলের শঙ্কর সাউ জানিয়েছিলেন, পিসিদা বাজার এলাকায় পুরসভার নিকাশি-নালার উপর বেআইনি ভাবে গজিয়ে ওঠা একটি ক্লাব ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে উদ্যোগী হওয়াতেই বিজয়বাবুকে খুনের চেষ্টা হয়। |
শিশু উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পরিত্যক্ত একটি আবাসন থেকে শনিবার উদ্ধার হল এক শিশু কন্যা। পুলিশ জানায়, বেলুড় ইএসআই হাসপাতালের ভিতরের স্টাফ কোয়ার্টার্সের অধিকাংশই পরিত্যক্ত। এ দিন সকালে স্থানীয় কয়েক জন হাসপাতালের ভিতরের রাস্তা দিয়ে যাওয়ার সময়ে তেমনই একটি বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ পান। ঢুকে দেখেন ওই পরিত্যক্ত কোয়ার্টার্সের সিঁড়ির সামনে চাদর জড়ানো অবস্থায় ওই শিশু কন্যা পড়ে রয়েছে। তাকে প্রথমে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় শিশুটিকে। পুলিশ জানায়, আনুমানিক মাস দেড়েক বয়সের ওই শিশুটিকে পর্যবেক্ষণে রাখার জন্য জয়সোয়াল হাসপাতালে পাঠানো হয়েছে। |