|
|
|
|
|
|
|
ইসকুলে মুশকিল |
উত্তর দিচ্ছেন পুষ্পা মিশ্র |
|
আমার বেস্ট ফ্রেন্ড আমার বাবার ‘এম-৮০’ বাইক আছে বলে আমাকে বিদ্রুপ করে। আমার খুব কষ্ট হয়। কী ভাবে এই বিদ্রুপ এড়াব? সৌরভ মুখোপাধ্যায়। সপ্তম শ্রেণি, শ্রীরামপুর ইউনিয়ন ইন্সটিটিউশন
সৌরভ, সব থেকে আগে ভাবো, যে তোমার বাবার গাড়ি নিয়ে বিদ্রুপ করে, সে তোমার ‘বেস্ট ফ্রেন্ড’ কী করে হয়? প্রকৃত বন্ধুকে বিদ্রুপ করে কষ্ট দেয়, না সব প্রয়োজনে তার পাশে দাঁড়ায়? ইংরেজিতে একটা কথা আছে না আ ফ্রেন্ড ইন নিড, ইজ আ ফ্রেন্ড ইনডিড। তাই, কষ্ট পেয়ো না। তুমি নিজে যদি মনে করতে পারো যে ‘এম-৮০’ বাইক থাকায় তুমি বা তোমার বাবা ছোট/বড় হয়ে যান না, তা হলে তোমার খারাপ লাগবে না। যারা এটা নিয়ে বিদ্রুপ করে, তাদেরই কোথাও কিছু অসুবিধে আছে। |
|
আমার এক বন্ধু মিথ্যে করে তার অনেক কিছু আছে বলে, এমনকী নম্বরও বাড়িয়ে বলে। আমার খুব রাগ হয়। আমি মিথ্যে বলতে চাই না বলে নিজের সম্পর্কে বাড়িয়ে বলতে পারি না, আবার ওর মিথ্যে কথা শুনতেও পারি না।
সায়রী ভৌমিক। পঞ্চম শ্রেণি, হলিক্রস স্কুল, আগরতলা
|
|
সায়রী, তুমি তো জানো ও মিথ্যে কথা বলছে, তা হলে তুমি এত বিচলিত হও কেন? একটু ভাবো, ও মিথ্যে করে সব বাড়িয়ে বাড়িয়ে বলে কেন? ও কোথায় তোমাদের তুলনায় নিজেকে বড় বলে দেখাতে চায়। কিন্তু তুমি তো সত্যটা জানো। তা হলে একটু হেসে ওর কথা শুনে যাও। যে দিন ও বুঝতে পারবে, ওর ফাঁকি তুমি ধরে ফেলেছ ও আপনিই চুপ করে যাবে।
|
আমার ইংরেজিতে কথা বলতে খুব ভাল লাগে। আমি আমার দাদুর সঙ্গে ইংরেজিতে কথা বলি, কিন্তু অপরিচিত কারও সঙ্গে কথা বলার সময় ইংরেজি শব্দ ব্যবহার করতে লজ্জা করে। কী করে সবার সঙ্গে ইংলিশ শব্দ ব্যবহার করে কথা বলব? ঋত্বিমা রায়। অষ্টম শ্রেণি, বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয় |
|
|
ঋত্বিমা, ইংরেজি ভাষা ভালবাস, ইংরেজিতে কথা বলতে ভালবাস এটা খুব ভাল কথা। অপরিচিতের সঙ্গে ইংরেজিতে কথা বলতে লজ্জা করে কেন? ভুল হতে পারে ভেবে? ওই লজ্জা তো কাটাতে হবে আর ইংরেজিতে কথা না বললে ওই লজ্জা কাটবে না। দেখো, বাড়ির লোক অথবা বন্ধুবান্ধবের একটা দল তৈরি করো, যেখানে সবাই পরস্পরের সঙ্গে ইংরেজিতেই কথা বলবে, ভুল হলেও বলবে। তা হলে দেখবে ধীরে ধীরে লজ্জা কেটে যাচ্ছে। ইংরেজি বলা ছাড়া এ লজ্জা কাটাবার অন্য উপায় নেই।
|
খামে ভরো মুশকিল
পড়াশোনা, শিক্ষক বা বন্ধুদের নিয়ে তোমার যা মুশকিল, জানাও আমাদের।
চিঠির উত্তর দেবেন সাইকো-অ্যানালিস্ট পুষ্পা মিশ্র, বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
চিঠিতে তোমার নাম আর ক্লাস জানাতে ভুলো না। খামের উপরে লেখো:
ইসকুলে মুশকিল, রবিবারের আনন্দমেলা,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১ |
|
|
|
|
|
|
|