টুকরো খবর |
ধর্ষিতা নাবালিকা, পলাতক যুবক
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল ঝাড়গ্রামে। পুলিশ জানা, শুক্রবার রাত সাড়ে ন’টা নাগাদ টিউশন থেকে ফিরছিল বছর ষোলোর কিশোরী। তারক দে ওরফে ভোলা নামের এক যুবক ভোজালি দেখিয়ে তার পথ আটকায়। ঝোপের আড়ালে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে বলেও অভিযোগ। ঘটনা বাড়িতে জানালে খুনের হুমকিও দেয়। মেয়েটি অবশ্য সব খুলে বলে বাড়িতে। তার মা থানায় অভিযোগ করেন। শনিবার নাবালিকার ডাক্তারি পরীক্ষা হয়। অভিযুক্ত এখনও অধরা। |
সিপিএম কর্মীদের মারধর হলদিয়ায়
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
সিপিএম কর্মীদের মারধর ও কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হলদিয়া টাউনশিপের সিপিএমের লোকাল কমিটি কার্যালয়ে। সিপিএমের পক্ষ থেকে বিদ্যাধর মান্না, রবীন্দ্রনাথ দাস-সহ চার তৃণমূল কর্মীর বিরুদ্ধে হলদিয়া থানায় অভিযোগ হয়েছে। দলের হলদিয়া জোনাল কমিটির সম্পাদক সুদর্শন মান্নার দাবি, বিদ্যাধর মান্নার নেতৃত্বেই হামলা হয়েছে। যদিও ঘটনার কথা অস্বীকার করে বিদ্যাধরবাবু বলেন, “আমি অসুস্থ। বাড়িতেই রয়েছি।” |
খুনের অভিযোগে ধৃত সিপিএম নেতা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তৃণমূল কর্মীকে খুনের অভিযোগে সিপিএমের লোকাল কমিটির সদস্যকে গ্রেফতার করল পুলিশ। শনিবার ভোরে বর্ধমানের মঙ্গলকোট থেকে রমেশচন্দ্র পাল নামে নারায়ণগড় লোকাল কমিটির ওই সদস্যকে ধরে পুলিশ। মেদিনীপুর সিজেএম আদালত তাঁকে দু’দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। সম্প্রতি নারায়ণগড়ের কাশীপুর পঞ্চায়েতের মুড়াবনি গ্রামে জমিচাষ নিয়ে সিপিএম-তৃণমূল সংঘর্ষ হয়। উভয় পক্ষের ১২ জন জখম হন। গত মঙ্গলবার কলকাতার হাসপাতালে মারা যান উপেন খাটুয়া নামে এক তৃণমূল কর্মী। ওই ঘটনার জেরে নারায়ণগড় থানার ওসি সুজন রায়কে ‘ক্লোজ’ করা হয়। মূল অভিযুক্ত রমেশকে গ্রেফতারের দাবিতে শুক্রবার নারায়ণগড়ে মিছিল করে তৃণমূল। সিপিএমের দাবি, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে রমেশকে। |
ব্যাঙ্কে আগুন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আগুন লাগায় শনিবার আতঙ্ক ছড়িয়ে পড়ল স্টেট ব্যাঙ্কের মেদিনীপুর শাখায়। কিছু ক্ষণ পরে অবশ্য দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। |
|