পঞ্চায়েত কর্মীর কান কেটে দেওয়ার ঘটনায় শুক্রবার আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। জলঙ্গির হরিরামপুর এলাকা থেকে শুক্রবার ভোরে পুলিশ ওই ঘটনায় অভিযুক্ত সালাম শেখকে গ্রেফতার করে। ঘটনায় দিন, বৃহস্পতিবার ধরা পড়ে রেজ্জাক শেখ। ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত বলেন, “ওই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।” সিটু সহ বাম শ্রমিক সংগঠনগুলির ডাকা দু’দিনের ভারত বন্ধের প্রথমদিনে অফিসে যাননি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহায়ক হজরত ওমর। অভিযোগ, ধর্মঘটের দ্বিতীয় দিনে অর্থাৎ বৃহস্পতিবার অফিস চত্বরে পা দিতেই স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে। মারধরের পাশাপাশি ছুরি দিয়ে তাঁর কান কেটে দেওয়া হয় বলে অভিযোগ। ওই ঘটনায় মুখ পোড়ে শাসক দলের। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেন, “যাঁদের দু’কান কাটা, তাঁরা অন্যদের কান স্বস্থানে থাকা সহ্য করতে পারছে না।” যদিও তৃণমূলের জেলা সভাপতি মহম্মদ আলির দাবি, “এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নন।”
|
থানায় ডেকে এনে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল করিমপুরের সিআই আবু সেলিমের বিরুদ্ধে। গুরুতর জখম হোগলবেড়িয়ার বাসিন্দা আপেল খান নামে ওই যুবক শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর মাথায় সিটি স্ক্যান করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আপেল খানের স্ত্রী মানুয়ারা বিবি এ ব্যাপারে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগও করেছেন। সিআই আবু সেলিম অবশ্য যথারীতি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। জেলার পুলিশ সুপার সব্যসাচী রমণ মিশ্র বলেন, “বিষয়টির তদন্ত চলছে। তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’’
|
বিএসএফ জওয়ানকে হাঁসুয়া দিয়ে কোপাল বাংলাদেশি পাচারকারীরা। শুক্রবার সন্ধ্যায় সুতির বাজিতপুর চরের ওই ঘটনা। জখম জওয়ান জঙ্গিপুর হাসপাতালে ভর্তি।
|
আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করেছে বড়ঞা থানার পুলিশ। ধৃতের নাম সাইদুর রহমান শেখ। বাড়ি বড়ঞার ভবানীনগর গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যায় বড়ঞার অ্যাকম্বা গ্রামে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করার সময় পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। |