রেজিনগর বিধানসভা কেন্দ্রে রয়েছে ১৪টি পঞ্চায়েত।
বেলডাঙা-১ ব্লকের ৩টে পঞ্চায়েতমির্জাপুর-১, কাপাসডাঙা ও বেগুনবাড়ি।
বেলডাঙা-২ ব্লকে ১১টি পঞ্চায়েতসোমপাড়া-১ ও ২, রামনগর-বাছড়া, শক্তিপুর, কামনগর, রামপাড়া-১ ও ২, আন্দুলবেড়িয়া-১ ও ২, কাশীপুর ও দাদপুর।
মোট প্রার্থী ১০ জন।
|
নির্বাচনী পর্যবেক্ষক: ৯৪৩৪১১১৭৪০।
০৩৪৮২-২৫২৭১২ (ফোন ও ফ্যাক্স)।
রাজীব কুমার (জেলাশাসক): ৯৪৩৪৭৭০০০০/ ০৩৪৮২-২৫০০০২।
হুমায়ুন কবীর (পুলিশ সুপার): ৯৪৩৪২২২০০০।
মহকুমাশাসক (অধীর বিশ্বাস): ৯৪৩৪৭৭০০০৬।
মোট ভোটার: ২,০২৯,৭১ জন।
ভোটার পরিচয়পত্র রয়েছে: ৯৯.৬১%। |
ইভিএম: ৩১২টি।
বুথ: ২৫৪টি।
উত্তেজনাপ্রবণ বুথ: ৯৬টি।
অতি উত্তেজনাপ্রবণ বুথ: ৪৪টি।
ভোটকর্মী: ১০১৬ জন।
সেক্টর: ২৪টি
সেক্টর ম্যাজিস্ট্রেট: ২৪ জন।
মাইক্রো অবজার্ভার: ৮০ জন।
জোনাল ম্যাজিস্ট্রেট: ৩ জন।
বুথ স্তরে অফিসার: ২৪৩ জন।
|
১৩ কোম্পানি আধা সামরিক বাহিনী (১১ কোম্পানি সিআরপিএফ এবং ২ কোম্পানি নাগাল্যান্ড আর্মড পুলিশ ফোর্স)।
পুলিশ কর্মী: ৭০০ জন।
আরটি মোবাইল: ১০টি।
নাকাবন্দি: ৮টি জায়গায়। |