টুকরো খবর
দিঘিতে গাড়ি, মৃত্যু চালকের
লোহার রেলিং ভেঙে দুর্ঘটনার পরে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয়
বাসিন্দারাই। শুক্রবার সাগরদিঘির পাড়ে হিমাংশুরঞ্জন দেবের তোলা ছবি।
লোহার রেলিঙে ধাক্কা মেরে একটি ছোট গাড়ি জলাশয়ে পড়ে যাওয়ায় চালকের মৃত্যু হল। শুক্রবার দুপুরে জেলা আদালত লাগোয়া সাগরদিঘিতে ঘটনাটি ঘটে। চালকের নাম বিকাশ বর্মন (৩৭)। গাড়ি পিছিয়ে ঘোরানোর সময় দিঘির রেলিংয়ে ধাক্কা মারে। মূহুর্তে বিকট শব্দ করে রেলিং ভেঙে জলে পড়ে যায়। পথচারীরা গাড়িতে আটকে থাকা চালকের পাঁচ বছরের ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করে। চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “প্রাথমিক ভাবে মনে হচ্ছে গাড়ির গতি বেশি থাকার ওই দুর্ঘটনা ঘটেছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের দেবীবাড়ি নতুনপল্লি এলাকার বাসিন্দা বিকাশবাবু এক আইনজীবীর গাড়ি চালাতেন। ওই আইনজীবীকে আদালতে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে যাবার জন্য ছেলেকে সঙ্গে নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি পিছিয়ে ঘোরানোর সময় লোহার রেলিং ভেঙে জলে পড়ে যায়। পথচারীরা উদ্ধার কাজে নামেন। তাঁদের চেষ্টায় জানালা দিয়ে চালক বিকাশবাবুর ছেলেকে উদ্ধার করা সম্ভব হয়। সদর মহকুমাশাসক বিকাশ সাহা বলেন, “দুর্ঘটনা দেখে পথচারীদের কয়েকজন জলে ঝাঁপিয়ে উদ্ধার কাজ শুরু করে। মজলুল হক নামে এক যুবক বাচ্চাকে উদ্ধার করেন বলে জানা গিয়েছে।”

অভিযোগ, অপহরণ করে ধর্ষণ
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় কালিয়াচকের শুকনগরে ঘটনাটি ঘটেছে। ওই অভিযোগ পেয়ে পুলিশ তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার রাতে মধুঘাটের কাছ একটি ট্যাক্সি থেকে ওই ছাত্রীটিকে উদ্ধার করছে। মূল অভিযুক্ত ফিরোজ শেখ সহ ৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের নাম হল ফিরোজ শেখ, তাঁর বন্ধু এট্টু শেখ, জিয়াউল শেখ, মরগেন শেখ, সামাউল শেখ ও গাড়ির চালক জসিমুদ্দিন শেখ। শুক্রবার আদালতে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে তাদের ১৪ দিনের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মূল অভিযুক্ত ফিরোজ শেখ আদালতে দাঁড়িয়ে বলেন, “ওকে ভালবাসি। বিয়ে করতে রাজি না হওয়ায় উচিত শিক্ষা দিতে অপহরণ করি। ধর্ষণ করিনি।” জেলা পুলিশ সুপার প্রসূন বন্দোপাধ্যায় বলেন, “অপহরণের অভিযোগে ট্যাক্সিচালক-সহ ৬ জনকে ধরা হয়েছে। অপহৃত ছাত্রীকে পুলিশ উদ্ধার করেছে। ছাত্রীটি পুলিশকে জানিয়েছে তাঁকে ধর্ষণ করা হয়েছে। ছাত্রীটির মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। আদালতে পাঠিয়ে ওই ছাত্রীর জবানবন্দি নেওয়া হবে।” ওই ছাত্রীকে তারই প্রতিবেশী ফিরোজ কিছুদিন ধরে উত্ত্যক্ত করত বলে অভিযোগ। তার বিয়ের প্রস্তাব ছাত্রীটি প্রত্যাখান করে। ঘটনার দিন সে পড়তে গিয়েছিল। ট্যাক্সিতে তাকে তুলে নিয়ে যায় ফিরোজ ও তার দল।

ঝুলন্ত দেহ উদ্ধার
সপ্তম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে তুফানগঞ্জের চিলাখানা পঞ্চায়েতে ছাট ভেলাকোবায় ঘটনাটি ঘটে। মৃতার নাম মৌসুমী খাতুন (১৩)। চিলাখানা হাইস্কুলের ওই ছাত্রীর বাবা মফিজুর রহমান পেশায় গাড়ি চালক। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বৃহস্পতিবার থেকেই বক্সিরহাটের শালবাড়ি এলাকায় বাবার বাড়িতে ছিলেন স্ত্রী তহমিনা বিবিও। এ দিন মফিজুর ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছেলে ও মেয়ে মৌসুমীকে রেখে কাজে বার হন। ছেলেও বাড়ি থেকে বেরিয়ে যায়। ফাঁকা বাড়িতে একাই ছিল ওই ছাত্রী। বাড়ি ফিরে পরিবারের লোক ঝুলন্ত দেহ দেখে পুলিশে খবর দেন। পরিবারের সন্দেহ, ছাত্রীটিকে ধর্ষণ করে গলা টিপে মেরে ঝুলিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” প্রাথমিক তদন্তে পুলিশ এটি আত্মহত্যা বলে মনে করছে।

বাস মালিকদের বৈঠক
ধর্মঘটের দিনে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বেসরকারি বাস চালানোর জন্য প্রশাসনিক চাপ নিয়ে বাস মালিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফে আগামীদিনে কোনও ধর্মঘটে রাস্তায় বাস নামানোর বিষয়ে শুক্রবার বাস মালিকদের লিখিতভাবে জানাতে বলা হয়। বাস মালিকদের অভিযোগ, ওই নির্দেশ ‘মুচলেকা’ দেওয়ার মতো। এ দিন তাঁরা ওই ঘটনা নিয়ে বৈঠক করেন। সেখানে ধর্মঘটের দিনে কোন শর্তে বাস চালানো হবে সেই বিষয়ে আলোচনা হয়। সোমবার সিদ্ধান্তের কথা তাঁরা প্রশাসনের কর্তাদের জানিয়ে দেবেন। বালুরঘাট বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক খোকন সেন বলেন, “প্রশাসনকে লিখিতভাবে সিদ্ধান্ত জানানো হবে।” গত বুধবার প্রশাসনের অনুরোধ সত্ত্বেও দক্ষিণ দিনাজপুরে রাস্তায় বেসরকারি বাস নামেনি। বৃহস্পতিবার ধর্মঘটের দ্বিতীয় দিনে পথে বাস নামাতে গিয়ে তৃণমূলের বাধার মুখে পড়েন বাস মালিকেরা। দু’পক্ষের চাপানউতোরে প্রায় ৮ ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকে বলে অভিযোগ। পরে মহকুমাশাসক প্রতিমা দাসের হস্তক্ষেপে অচলাবস্থা কাটে। বিকেল ৩টা নাগাদ বালুরঘাটে বাস চলাচল স্বাভাবিক হয়। এ দিন মহকুমাশাসক বাস মালিকদের নির্দেশ দেন আগামী দিনে যে কোনও ধর্মঘটে বাস নামাতে হবে। শুক্রবারের মধ্যে লিখিতভাবে ওই প্রতিশ্রুতির কথা মালিকদের জানাতে হবে। মহকুমাশাসক ওই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

ছাত্রী উদ্ধার
নিখোঁজ এক নবম শ্রেণির ছাত্রীকে উদ্ধার করে যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুরের বংশীহারীর ঘটনা। ধৃত বিপুল রায়ের বাড়ি ছোট খিদিরপুর গ্রামে। সরস্বতী পুজোর দিন দুপুরে বালুরঘাটেক আর সি ডি গার্লস হাই স্কুলের একটি হোস্টেলের আবাসিক ওই ছাত্রী ঠাকুর দেখতে বার হয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.