|
|
|
|
পুরনো বিপিএল তালিকাতেই স্বাস্থ্য বিমা চালু করল পুরসভা |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
শেষ পর্যন্ত পুরনো বিপিএল তালিকা অনুযায়ী ‘রাস্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা’ চালু করতে উদ্যোগী হল দুর্গাপুর পুরসভা। বুধবার ও বৃহস্পতিবার দুর্গাপুরের বরো কার্যালয়ে ফের নথিভুক্তিকরণ শিবির বসবে। মেয়র অপূর্ব মুখোপাধ্যায় বলেন, “কিছু মানুষ আর্থিক ভাবে সম্পন্ন হয়েও বিপিএল তালিকার সুবিধা নিচ্ছেন। কিন্তু প্রকৃত গরীব মানুষেরা বঞ্চিত রয়ে যাচ্ছেন। তাঁদের কথা ভেবেই পুরনো তালিকা অনুযায়ী বীমার কাজ শুরু করা হয়েছে।”
রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা প্রকল্পে নাম নথিভুক্ত হলে পরিবারটিকে একটি ‘স্মার্ট কার্ড’ দেওয়া হয়। পরিবারের কেউ হাসপাতালে ভর্তি হলে সেই কার্ড দেখিয়ে ৩০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসার খরচ পাবেন। এই পরিষেবা শুধু যে সরকারি হাসপাতালগুলিতেই সীমাবদ্ধ, তা নয়। সব শহরেই বেশ কিছু আধুনিক বেসরকারি হাসপাতালেও এই পরিষেবা মেলে। গত এপ্রিল মাস পর্যন্ত পুরসভার দায়িত্বে ছিল বামফ্রন্ট থাকলেও এই বীমা পুরসভা চালু করেনি বলেই দাবি। প্রাক্তন ডেপুটি মেয়র শেখ সুলতানের অবশ্য দাবি, ২০ হাজারেরও বেশি বিপিএল তালিকাভুক্তের নামের তালিকা পাঠানো হয়েছিল জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দফতরে। কিন্তু প্রশাসনের তরফে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়ে জেলা প্রশাসনের এক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, এই প্রকল্পের সুবিধা পেতে হলে পুর কর্তৃপক্ষকে শিবিরের আয়োজন করতে হয়। সেখান থেকে একজন ‘কি পার্সেন’ বেছে নেওয়া হয়। তাঁর মধ্যে দিয়েই দায়িত্বপ্রাপ্ত বিমা সংস্থাগুলি নাগরিকদের সঙ্গে যোগাযোগ করে বাকি কাজ করে নেয়। তৎকালীন পুরবোর্ড সে নিয়ম না মানাতেই কাজ আর এগোয়নি।
গত বছর মে মাসে পুরসভায় নতুন বোর্ড গড়ে তৃণমূল। তারা অভিযোগ করে, বিপিএল তালিকায় ব্যাপক গরমিল রয়েছে। তাই নতুন তালিকা তৈরির পরেই এই বিমা চালু করা হবে। কিন্তু বিপিএল তালিকার প্রকৃত প্রাপকদের দাবি মেনে পুরসভা শেষ পর্যন্ত পুরনো বিপিএল তালিকা ধরেই বিমা প্রকল্পের কাজ শুরু করে। বুধবার মেয়রের নিজের ২২ নম্বর ওয়ার্ডে বীমার জন্য নথিবদ্ধকরণের শিবির বসেছিল। ওয়ার্ড কমিটির সভাপতি পরিমল অগস্তি জানান, বিপিএল তালিকায় যাদের নাম রয়েছে, তারা বিমার জন্য নাম নথিভুক্ত করিয়েছেন। |
|
|
|
|
|