গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র উড়িয়ে দিল জঙ্গিরা |
জঙ্গল মহলে পুলিশ কিংবা প্রশাসনের উপস্থিতি যে কোনও ভাবেই তারা মেনে নেবে না, তা ফের জানান দিল মাওবাদীরা। লাতেহারের হেরহঞ্জ থানা এলাকায় আজ ভোরে একটি স্বাস্থ্যকেন্দ্র উড়িয়ে দিল মাও জঙ্গিরা। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রটি রাতে বন্ধ থাকে। ফলে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে চারটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে। হেরহঞ্জ থানা এলাকার শেরনদাগ গ্রামে ওই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, লাতেহারের ওই এলাকায় পুলিশ কিংবা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকা পরিদর্শনে গেলে ওই স্বাস্থ্যকেন্দ্রটিতে পুলিশ ক্যাম্প তৈরি করা হত। সেই কারণেই ওই সেটি মাওবাদী জঙ্গিরা উড়িয়ে দিয়েছে বলে দাবি স্থানীয় মানুষের। ওই ঘটনার পর, সকালেও অনেকক্ষণ পর্যন্ত মাওবাদীরা ওই জায়গায় জড়ো হয়েছিল। পুলিশ কিংবা প্রশাসন গ্রামে এলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটবে বলেও মাওবাদীরা গ্রামবাসীদের ভয় দেখায় বলে পুলিশ জানিয়েছে। যদিও ওই ঘটনার পরে এ দিন দুপুর থেকেই শেরনদাগ গ্রামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর পাহারা বসানো হয়েছে।
|
সিউড়িতে প্যারামেডিক্যাল শিক্ষা |
বেসরকারি উদ্যোগে সিউড়িতে চালু হচ্ছে প্যারামেডিক্যাল স্কুল। যার পোশাকি নাম, ‘স্কুল ফর স্কিলস ইন অ্যালায়েড হেলথ সায়েন্সস’। আপাতত তিনটি শিক্ষাক্রম চালু হচ্ছেহেলথ অ্যাসিস্ট্যান্ট, এমার্জেন্সি মেডিক্যাল টেকনিশিয়ান ও আপারেশন থিয়েটার টেকনিশিয়ান। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণরা এই প্রশিক্ষণ নিতে পারবেন। বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই। আইকেয়ার ও কলকাতার জেএসভি ইনোভেশন নামে দু’টি সংস্থার যৌথ উদ্যোগে এই স্কুল চালু হচ্ছে। সংস্থার পরিচালন সমিতির এক পদাধিকারী চিকিৎসক শতদল সাহা জানান, ওই তিনটি শিক্ষাক্রমের সময় এক বছর। ৩০টি করে আসন রয়েছে।” তাঁর দাবি, প্রশিক্ষণের পরে সকলেই বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র ও নার্সিংহোমে চাকরি পাবেন। সে ভাবেই তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। মোট ১৫ জন অভিজ্ঞ চিকিৎসক প্রশিক্ষণ দেবেন। সপ্তাহের চার দিন ক্লাস হবে। প্রশিক্ষণের শেষ তিন মাস বীরভূম ও কলকাতার হাসপাতালে তাঁদের হাতে-কলমে কাজ শেখানো হবে। সিউড়ির তিলপাড়ায় বীরভূম ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে ওই প্রশিক্ষণ কেন্দ্র চালু হতে যাচ্ছে। ইতিমধ্যেই প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। শতদলবাবুর দাবি, প্রশিক্ষণ কেন্দ্রের জন্য তাঁরা ভূপাল থেকে ন্যাশানাল ইনস্টিটিউট অব টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ-এর অনুমোদন পেয়েছেন। প্রশিক্ষণের পর প্রত্যেককে শংসাপত্র দেওয়া হবে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ হয়েছেন সুচিস্মিতা ভৌমিক। আগামী ২৪ ফেব্রুয়ারি শিবপুর বি ই কলেজের উপাচার্য অজয়কুমার রায়ের এই প্রতিষ্ঠানটির উদ্ধোধন করতে আসার কথা।
|
দুই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ |
চিকিৎসায় গাফিলতিতে এক যুবকের মৃত্যুর অভিযোগে হাসপাতালের দুই চিকিৎসকের নামে থানায় অভিযোগ হয়েছে। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ঘটনা। ১৯ ফেব্রুয়ারি স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের জেলা সফরের সময় গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে আশিস সরকার (৩২) নামের গঙ্গারাপুরের পূর্ব হালদার পাড়ায় এক যুবকের মৃত্যু হয়। ঘটনার পর বাসিন্দারা বিক্ষোভ দেখান। পরে মন্ত্রী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে তদন্তের নির্দেশ দেন। এ দিন মৃতের বাবা, পেশায় দিনমজুর ভোলা সরকার পুলিশে জানান।
|
করণদিঘি গ্রামীণ হাসপাতাল থেকে প্রসূতি বিভাগের চিকিৎসকের বদলির আদেশ স্থগিতের দাবি তুলে স্মারকলিপি দিল ব্লক কংগ্রেস। শুক্রবার কংগ্রেসের তরফে করণদিঘি গ্রামীণ হাসপাতালে স্মারকলিপি দেওয়া হয়। কংগ্রেসের অভিযোগ, ওই হাসপাতালে এক জন মাত্র স্ত্রীরোগ বিশেষজ্ঞ রয়েছে। তাকে বদলি করা হলে অনেকটা এলাকার বাসিন্দারা সমস্যা পড়ে যাবেন।
|
নতুন ওষুধ পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করার (ক্লিনিক্যাল ট্রায়াল) শিকার হল ৪৩৬টি মানুষের প্রাণ। অর্থাৎ প্রতি সপ্তাহে গড়ে আট জনের মৃত্যু হয়েছে। ২০১২ সালের হিসেব। ২০১০ এবং ২০১১ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে ৬৬৮ এবং ৪৩৮। |