টুকরো খবর |
উচ্ছেদের প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
রেলের জমি থেকে উচ্ছেদের নোটিশ দেওয়ার প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে পৃথক ভাবে স্মারকলিপি দিল তৃণমূল কংগ্রেস ও বামপন্থী সংগঠন। শুক্রবার সকালে উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ারের বিভাগীয় দফতরে সামনে প্রথমে তৃণমূল ও পরে বামেদের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে। রেলের বিভাগীয় ম্যানেজার বীরেন্দ্র কুমার জানান, রেলের জমি দখল করে থাকা বাসিন্দাদের উঠে যাওয়ার নোটিস দেওয়া হয়েছে। স্মারকলিপির দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। আলিপুরদুয়ার জংশনের নর্থ পয়েন্ট, কালীবাড়ি থেকে আলিপুর দুয়ারের বাবুপাড়ার বাসিন্দাদের জন্য ওই নোটিস দেওয়া হয়েছে।
|
সরস্বতী পুজোর ভোজ নিয়ে ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
সরস্বতী পুজো উপলক্ষে ভোজের অনুষ্ঠানে খাবারের প্যাকেট না পেয়ে উত্তেজিত ছাত্ররা বিক্ষোভ দেখাল। শুক্রবার ময়নাগুড়ি হাই স্কুলে ঘটনাটি ঘটে। ছাত্রদের অভিযোগ, খাবারের প্যাকেট চেয়েও মেলেনি। যদিও স্কুলের প্রধান শিক্ষক শিবপ্রসাদ রায় ছাত্র বিক্ষোভের ঘটনা অস্বীকার করেছেন। তিনি বলেন, “ছাত্ররা সামান্য হইচই করেছে। বিক্ষোভ হয়নি। প্রতি বছর হয়ে থাকে। পরে প্রত্যেকে খাবার পেয়েছে।” স্কুল সূত্রে জানা গিয়েছে, সরস্বতী পুজো উপলক্ষে এ দিন স্কুল চত্বরে ভোজের আয়োজন করা হয়। ছাত্রদের অভিযোগ, দুপুরে খাবারের প্যাকেট বিলি শুরু হয়। কিছুক্ষণের মধ্যে তা শেষ হয়ে যায়। লাইনে দাঁড়িয়ে খাবার না মেলায় ছাত্রদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তারা জানতে চায় কেন খাবারের প্যাকেট কেন কম হয়েছে। শিক্ষকরা কিছু জানাতে অস্বীকার করায় তারা বিক্ষোভ জানায়।
|
সার্ধশতবর্ষে যুব সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আগামী ২৪ ফেব্রুয়ারি, রবিবার সেবক রোডের আড়াই মাইল এলাকায় মাতৃ ভবনে স্বামী বিবেকানন্দের সার্ধ শতবর্ষে উপলক্ষে যুব সম্মেলনের আয়োজন করেছে উত্তরাঞ্চল রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদ। শিলিগুড়ি এবং লাগোয়া এলাকার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকারা সম্মেলনে অংশগ্রহণ করবেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামীজিরা সম্মেলনে উপস্থিত থাকবেন। সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা অবধি সম্মেলন চলবে বলে পরিষদের যুগ্ম আহ্বায়ক গৌরাঙ্গ চন্দ্র দাস জানিয়েছেন।
|
হাসপাতালে মদের আসর, অভিযান
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
|
ছবি: নারায়ণ দে। |
আলিপুরদুয়ার হাসপাতাল চত্বরে মদের আসর বসার অভিযোগ উঠেছে। কর্মীদের অভিযোগ, রোজ রাতে একদল যুবক ওই আসর বসাচ্ছে। বৃহস্পতিবার রাতে অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালায়। কেউ ধরা পড়েনি। ওই যুবকেরা হাসপাতালের শৌচালয়ের জানলা দিয়ে উঁকি দেয় বলে অভিযোগ।
|
চাঁদার জুলুম, গ্রেফতার চার
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
কোচবিহারের একটি রাজনৈতিক দলের নাম করে চাঁদা আদায়ের অভিযোগে চার যুবককে গ্রেফতার করল পুলিশ। গত বৃহস্পতিবার তেসিমিলা এলাকায় কয়েকটি রিসোর্টে ওই যুবকেরা ৫০ হাজার টাকা চাঁদা আদায় করছিল বলে অভিযোগ। শুক্রবার ধৃতদের ব্যক্তিগত মুচলেকায় ছাড়া হয়। মালবাজারের মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম সরকার জানান, এই ধরণের জুলুম রুখতে পুলিশ কড়া পদক্ষেপ করছে।
|
ডিপো চালুর দাবিতে
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
তুলে দেওয়া উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ময়নাগুড়ি ডিপো ফের চালু করার দাবিতে আন্দোলনে নেমেছে কংগ্রেস। শুক্রবার দলের ময়নাগুড়ি ব্লক কমিটির তরফে পরিবহণ নিগমের চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টরকে স্মারকলিপি দেওয়া হয়। ব্লক কংগ্রেস সভাপতি প্রদীপ ঘোষাল বলেছেন, “১৯৫১ সালে চালু ডিপো ২২ ফেব্রুয়ারি তুলে দেওয়া হয়েছে।”
|
ভাঙাচোরা গাড়িতে নিত্য যাতায়াত |
|
—নিজস্ব চিত্র। |
পুলিশ ও পরিবহণ দফতরের অফিসার-কর্মীদের সামনেই শিলিগুড়িতে এভাবেই ভাঙাচোরা গাড়িতে পড়ুয়াদের নিয়ে নিত্য যাতায়াত করা হচ্ছে। অভিভাবকদের অভিযোগ, একশ্রেণির বাস মালিক পরিবহণ আইনের তোয়াক্কা না-করে ভাঙা কাচের জায়গায় পিচবোর্ড, প্লাইবোর্ড লাগিয়ে রাখছেন। যে কোন দিন বড় মাপের দুর্ঘটনা ঘটার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না অভিভাবকেরা। প্রসঙ্গত, গত বছর তামিলনাড়ুতে স্কুল বাস দুর্ঘটনায় এক ছাত্রীর মৃত্যুর পরে গোটা রাজ্যে হইচই পড়ে যায়। তদন্তে দেখা যায়, জবরদস্তি বাসটির ‘ফিটনেস সার্টিফিকেট’ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পরিবহণ ইন্সপেক্টরকে গ্রেফতার করে পুলিশ। শিলিগুড়িতেও অভিভাবকদের তরফে প্রতিটি স্কুল বাসের ফিটনেস সার্টিফিকেট বৈধ কি না তা খতিয়ে দেখার দাবি উঠেছে। দার্জিলিঙের জেলাশাসক সৌমিত্র মোহন জানান, তিনি শিলিগুড়ির আঞ্চলিক পরিবহণ আধিকারিককে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। এ দিকে, যে বাসে প্লাইবোর্ড লাগিয়ে চালানো হচ্ছে, সেই পরিবহণ সংস্থার তরফে লক্ষ্মণ অগ্রবাল দাবি করেন, নানা সমস্যায় বাস সারাতে দেরি হতেই পারে।
|
স্মারকলিপি |
শুক্রবার আলিপুরদুয়ার ২ ব্লকের শামুকতলা গ্রাম পঞ্চায়েত এলাকার সার্বিক উন্নয়নের দাবিতে বিডিও-র কাছে ১০ দফা দাবির ভিত্তিতে স্মারকলিপি দিল শামুকতলা নাগরিক মঞ্চ। পথবাতি, প্রাথমিক হাসপাতালে বিশ্রামের শেড, রাস্তা ও নিকাশি-মত দাবি জানানো হয়েছে বলে মঞ্চের সভাপতি প্রাণেশ দেবনাথ জানিয়েছেন। |
|